বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে জারি করা অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামছে এসএফআই। কাল, বুধবার ধর্মতলার রানি রাসমণি রোড থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করবে তারা। এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, ১০ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সই সংগ্রহ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সেনেট-সিন্ডিকেট, কোর্ট-কাউন্সিলে ছাত্রদের প্রতিনিধি না-রাখার প্রতিবাদে পরবর্তী পর্যায়ে আরও জোরদার আন্দোলন হবে বলে জানিয়েছে এসএফআই।
|
শ্রমিকদের ন্যুনতম মজুরি-সহ ১০ দফা দাবিতে আজ, মঙ্গলবার আলাদা ভাবে জেল ভরো আন্দোলন করছে সিপিআই (এমএল) লিবারেশনের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন (এআইসিসিটিইউ)। কলকাতা থেকে মিছিল করে মূল আন্দোলনের পাশাপাশি বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। শিলিগুড়ির হাসমিচকেও অবস্থান হবে। |