টুকরো খবর
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন দু’পক্ষের ৬ জন। সোমবার সকালে, বরাহনগরে। পুলিশ জানায়, এক অনুষ্ঠান উপলক্ষে এ দিন সুভাষপল্লিতে একটি গুদামের সামনে দলীয় পতাকা লাগাচ্ছিলেন সিপিএম সমর্থকেরা। তখনই তৃণমূল সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা ও হাতাহাতি হয়। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, “নভেম্বর বিপ্লব পালনের জন্য আমাদের কর্মীরা দলেরই পুরনো পতাকা সরিয়ে নতুন পতাকা লাগাচ্ছিলেন। তৃণমূলের কয়েক জন সমর্থক এসে বাধা দেয়। মারধর করে দলীয় সমর্থকদের।” তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা অভিযোগ, “ওই গুদামের কাছে আমাদের পার্টি অফিসে হামলা চালায় সিপিএমের দুষ্কৃতীরা। নেত্রীর ছবি ছিঁড়ে দেয়। কিছু সমর্থককে মারধর করে।” ঘটনার পরে তৃণমূলের একটি মিছিল থানায় গিয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেয়। এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে।

ব্যবসায়ী-পুত্র অপহৃত, ধৃত ১
ঢাকুরিয়ার এক স্বর্ণ ব্যবসায়ীর ছেলে ২৫ দিন নিখোঁজ থাকার পরে অপহরণের অভিযোগে সোমবার ওই এলাকা থেকেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দিলীপ সিংহ। আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশি সূত্রের খবর, ঢাকুরিয়ার কমলা পার্কের বাসিন্দা, সোনার ব্যবসায়ী বসন্ত সরকারের ছেলে পার্থ সরকার ১৩ অক্টোবর থেকে নিখোঁজ। ঘটনার পরেই বসন্তবাবুরা নিখোঁজ-ডায়েরি করেছিলেন। গত শনিবার রাতে বসন্তবাবুর মোবাইল ফোনে পার্থকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে এক লক্ষ টাকা দাবি করা হয়। যে-নম্বর থেকে ওই ব্যবসায়ীর মোবাইলে ফোন এসেছিল, সেই নম্বরের খোঁজ শুরু করে পুলিশ। তারই সূত্রে দিলীপকে ধরা হয়।

জন্মদিনের উপহার
ছবি: রাজীব বসু।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুঃস্থ শিশুদের সামাজিক কল্যাণের কাজে যুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার তাঁর জন্মদিনে অভিনেত্রীকে অভিনন্দন জানাতে রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। সেখানে সস্ত্রীক রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে বসে ঋতুপর্ণা দেখেন ছোটদের নাচের অনুষ্ঠান। রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় পথশিশুদের আঁকা কয়েকটি ছবিও।

দোকানে আগুন
তপসিয়ায় সোমবার গভীর রাতে একটি মুদির দোকানে আগুন লাগে। আগুনে দোকানটি কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির কোনও খবর মেলেনি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরাই নেভানোর কাজ শুরু করেন। খবর দেন দমকলকেও। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

জীবনাবসান
প্রয়াত হলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন রেক্টর এবং ভাইস প্রিন্সিপাল ফাদার জোসেফ মালিয়েকাল। রবিবার ভোরে কলকাতায় তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৮৪ বছর। আজ, মঙ্গলবার সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে তাঁর ‘ফিউনেরাল মাস’ অনুষ্ঠিত হবে। ফাদার মালিয়েকাল ১৯৭৮ থেকে ১৯৯৭ পর্যন্ত সেন্ট জেভিয়ার্স কলেজের বি কম বিভাগের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন। পরে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত সেন্ট জেভিয়ার্স কলেজ ও স্কুলের রেক্টর এবং ট্রেজারার পদে ছিলেন তিনি।

গয়না-বাসন চুরি
নিউ আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাট থেকে চুরি গেল সোনার গয়না ও রুপোর বাসন। সোমবার বাড়ির মালিক কেতন সান্তালিয়া থানায় অভিযোগে জানান, তিনি ও তাঁর স্ত্রী ৫ ও ৬ নভেম্বর বাড়ি ছিলেন না। এ দিন ফিরে দেখেন, গয়না ও বাসন আলমারি থেকে উধাও। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটেরই অন্য একটি ঘরে ছিলেন কেতনবাবুর পুত্র ও পুত্রবধূ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা ফ্ল্যাটের রান্নাঘরের জানলা দিয়ে ঢুকেছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.