টুকরো খবর
এ মাসের শেষে কম দামে স্মার্টফোন আনতে চায় স্পাইস মোবিলিটি। সস্তার ফোনেও অ্যাপলের মতো বাড়তি পরিষেবা (অ্যাপ্লিকেশন) দিতে গবেষণা কেন্দ্র গড়বে তারা। তবে শুধু সংস্থার কর্মী নন, আমজনতাও তৈরি করতে পারবে নতুন পরিষেবার জন্য সফটওয়্যার। বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখে সেই সফটওয়্যার নির্মাণে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক সহায়তা করবে সংস্থা। সোমবার সংস্থার এমডি দিলীপ মোদী জানান, চলতি অর্থবর্ষেই নয়ডা ও বেঙ্গালুরুতে দু’টি গবেষণা কেন্দ্র চালু হবে। তার পর কলকাতাতেও একটি কেন্দ্র গড়া হবে। তাঁর বক্তব্য, মোবাইল ফোন এখন শুধু কল বা এসএমএস পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়। বিনোদন, তথ্য লেনদেন-সহ বাড়তি পরিষেবার যন্ত্রও। বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে একই যন্ত্রে সব কিছু পাওয়ার চাহিদাও বাড়ছে। সস্তার ফোনেও সেই সুবিধা দেওয়াই লক্ষ্য স্পাইস-এর।

ডিমান্ড ড্রাফটে নয়া নিয়ম কালো টাকা ঠেকাতে
কালো টাকার লেনদেন রুখতে ডিমান্ড ড্রাফট নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০ হাজারের বেশি টাকার ডিমান্ড ড্রাফট করা হলে তা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই (অ্যাকাউন্ট পেয়ি) ভাঙানো যাবে। সম্প্রতি কালো টাকার বিরুদ্ধে অভিযানে নেমে আয়কর দফতর দেখেছে ডিমান্ড ড্রাফটকে কালো টাকার লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ, ব্যাঙ্কের কাউন্টারে ডিমান্ড ড্রাফট ভাঙিয়ে যে কেউ টাকা তুলে নিতে পারে। সেই টাকা কার অ্যাকাউন্টে যাচ্ছে, তা জানা যায় না। সেটা ঠেকাতেই এই নতুন ব্যবস্থা। কালো টাকার লেনদেনে ব্যাঙ্ককর্মীদের একাংশও জড়িত বলে জানতে পেরেছে আয়কর দফতর।

ফের আলাদা কর্মী সংগঠন নথিভুক্তির দাবি মানেসরে
ফের আলাদা শ্রমিক সংগঠন নথিভুক্তির দাবি নিয়ে হরিয়ানা শ্রম দফতরের কাছে আর্জি জানালেন মারুতি-সুজুকির মানেসর কারখানার কর্মীরা। আগের মতোই ‘মারুতি সুজুকি এমপ্লয়িজ ইউনিয়ন’ নামে এই সংগঠন নথিভুক্ত করতে চান তাঁরা। রাম মেহের সিংহ প্রেসিডেন্ট ও সর্বজিৎ সিংহ জেনারেল সেক্রেটারি হয়েছেন। গত জুনে ওই একই নামে সংগঠন নথিভুক্তির দাবিতে ধর্মঘট চালান কর্মীরা। কিন্তু তা মেনে নেয়নি শ্রম দফতর। সংগঠনের কয়েক জন তৎকালীন কর্মকর্তা-সহ যে ৩০ জন কর্মীকে সংস্থা ফিরিয়ে নেয়নি, তাঁরা প্রত্যেকেই ১৬ লক্ষ টাকা নিয়ে সংস্থা ছেড়েছেন। ওই কর্মকর্তারা ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে অভিযোগ কর্মীদের।

উদ্যোগীদের জন্য শিল্প মেলা শুরু কাল
ছোট-মাঝারি শিল্পই কর্মসংস্থানের মূল উৎস। এই যুক্তি মাথায় রেখে এ বার সিআইআই ও রাজ্যের যৌথ উদ্যোগে শিল্পোদ্যগীদের জন্য ‘বিজ ব্রিজ ২০১১’-এ বাড়তি গুরুত্ব পাচ্ছে ছোট-মাঝারি শিল্প। বুধবার থেকে সায়েন্স সিটির মাঠে শুরু তিন দিনের এই জাতীয় শিল্প মেলা। এখানে ইঞ্জিনিয়ারিং-সহ উৎপাদন শিল্পে যুক্ত প্রায় ৮০টি সংস্থা যোগ দেবে, জানান সিআইআই পূর্বাঞ্চলের ডিরেক্টর সৌগত মুখোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.