টুকরো খবর |
আদিবাসী সমাবেশ |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ছড়া, কবিতা বা গান একই থাকবে। পাল্টে যাবে ভাষা। আদিবাসী অধ্যুষিত এলাকাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের ওই ছড়া, কবিতা পড়ানো হবে তাদের নিজের ভাষায়। বাংলার পাশাপাশি অলচিকি, নেপালিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বই ছাপানো হবে। রবিবার সন্ধ্যায় মালদহের চাঁচলের চড়ুলমণি এলাকায় আদিবাসী সোসিও-এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের (এসেকা) ৪৩ তম রাজ্য সন্মেলনে এ কথা বলেন রাজ্যের শিশু, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। চড়ুলমণি হাই স্কুল ময়দানে এদিন ছিল আদিবাসীদের ওই সংগঠনের প্রকাশ্য সমাবেশ। অরাজনৈতিক ওই সংগঠনের রাজ্য নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি-সহ মন্ত্রী সাবিত্রী মিত্র। সেখানেই সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক অবস্থা, সংস্কৃতিকে তুলে ধরা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক দুখীরাম হাঁসদা বলেন, “শিক্ষাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। সেজন্য মাতৃভাষা জরুরি। বহু আন্দোলনে অলচিকি অষ্টম তফসিলের অন্তর্ভূক্ত হয়েছে। ভাষার পাশাপাশি আদিবাসী মানুষ আজও বঞ্চিত, অবহেলিত। সেই পরিস্থিতি দূর করতে হবে।”
|
ফের তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দু’মাসের মধ্যে মাথাভাঙায় তিনজন নেতাকে ফের দলে ফেরাল তৃণমূল কংগ্রেস। রবিবার কোচবিহার জেলা দফতরে সাংবাদিক বৈঠক করে মাথাভাঙা মহকুমার ওই তিনজন নেতাকে দলে ফেরানোর কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন নেতার মধ্যে কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সম্পাদক নজরুল হক, শীতলখুচির ব্লক কমিটির সদস্য হরিনাথ বর্মন ও আইএনটিটিইউসি শীতলখুচি ব্লক কমিটির নেতা সায়ের আলি মিয়াঁ রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে এ বছরের সেপ্টেম্বর মাসে ওই তিনজন নেতাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন তৃণমূল জেলা সভাপতি। পাশাপাশি, দলের শীতলখুচি ব্লক কমিটি, যুব তৃণমূল ব্লক কমিটিও ভেঙে দেওয়া হয়। এ দিন ওই দুই কমিটির সভাপতি হিসাবেও ফের আবেদ আলি মিয়াঁ ও মদন বর্মনকে ফের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
|
আক্রান্ত বিডিও |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দায়িত্ব নেওয়ার পরেই ব্লকে একাধিক দুনীর্তি বন্ধ করার উদ্যোগী হন বিডিও। অভিযোগ, সেই কারণেই শনিবার রাতে কালিয়াচক-১ নম্বর ব্লকের বিডিও তমোজিৎ চক্রবর্তীর সরকারি কোয়ার্টারে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে তিন দুষ্কৃতী। বিডিও’র চিৎকারে আশেপাশের বাসিন্দার ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তমোজিৎবাবুর দাবি, “ত্রাণ বন্টনে দুর্নীতি বন্ধ করেছি। ১০০ দিনের কাজ দ্রুত ও স্বচ্ছ করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অফিসে দালালি বন্ধ করা হয়েছে। এ সবে যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, আমার আশঙ্কা তারাই লোক পাঠিয়ে পর পর দুবার আমার কোয়ার্টারে হামলার চেষ্টা করেছেন।” মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “পুলিশ পৌঁছানোর আগেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি চলছে।” জেলাশাসক শ্রীমতি অচর্না বলেন, “যারা বিডিও’র কোয়ার্টারে হামলা চালায় তাদের শনাক্ত করে দ্রুত ধরার জন্য পুলিশ সুপারকে বলেছি।” তমোজিৎবাবুর অভিযোগ, তিনি জানান, এর আগে ২৩ অক্টোবর তাঁর কোয়ার্টারে একই ভাবে হামলার হয়। তার পরে বাড়তি নিরাপত্তা চেয়ে শুক্রবারই ডিএসপিকে (ডিআইবি) চিঠি দিয়েছিলেন। তার পরেও হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন কালিয়াচকে বাসিন্দা তথা রাজ্যের শ্রম দফতরের প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “ঘটনার তীব্র নিন্দা করছি। হামলাকারীদের গ্রেফতার করতে হবে।”
|
হামলার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জেলা যুব কংগ্রেসের সভায় হামলা চালিয়ে মারধর করে, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল ইনটাকের সমর্থক ও নেতার বিরুদ্ধে। রবিবার বিকেলে বালুরগাটের গোপালবাটি এলাকায় ঘটনাটি ঘটে। ব কংগ্রেসের সভাপতি অসীম রায়ের অভিযোগ, আইএনটিইউসি’র এক নেতার নির্দেশে এই হামলার ঘটনা ঘটানো হয়। এই ব্যাপারে অসীমবাবুরা পুলিশের কাছে ১০ জনের নামে অভিযোগও দায়ের করেছেন।
|
মৃতদেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে গোয়ালপোখর থানার ইসলামপুর সংলগ্ন কালনাগিন এলাকায় ঘটনাটি ঘটেছে। এ দিন স্থানীয় সিরিজানি নদীর পাড়ে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। মৃতের নাম মহম্মদ রফিক (৪০)। বাড়ি এলাকার মাগুরজান এলাকায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে।
|
পুড়িয়ে প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পাট এবং আলু পুড়িয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে বিক্ষোভ দেখান চাষিরা। রবিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার সাপরাগাছি এলাকার ঘটনা। কৃষকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সার, বীজ সহ কৃষি সামগ্রীতে দাম বাড়ালেও ফসলের দাম মিলছে না। তার উপর পেট্রোলের দাম বৃদ্ধির প্রভাব কৃষিতে পড়বে। সারা ভারত কৃষক সভার নেতা শ্যামল ঘোষের দাবি, কৃষিক্ষেত্রে সরকার সহায়তা না দিলে বিক্ষোভ আন্দোলন চলবে।
|
দুর্নীতি, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • রতুয়া |
স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন সাইকেল বিলি করা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস ছাড়াও বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন স্কুলের বামপন্থী শিক্ষকদের একাংশও। বেনিয়মের অভিযোগ তোলায় স্কুল কর্তৃপক্ষ দুই শিক্ষককে শাস্তির হুমকি দিয়ে নোটিশ পাঠানোয় ছাত্র, শিক্ষক-সহ অভিভাবক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহের রতুয়ার ভালুকা আরএমএম বিদ্যাপীঠে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার জেরে স্কুলের পঠন পাঠনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে ঘটনার তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
|
প্রথম বর্ষ সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বঙ্গীয় সাধারণ গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলা প্রথম বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ইসলামপুরে। রবিবার স্থানীয় টাউন লাইব্রেরি হলঘরে ওই সম্মেলন হয়। হাজির ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী আবদুল করিম চৌধুরী-সহ সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বলাইচাঁদ বিশ্বাস প্রমুখ। সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বাম আমলে মন্ত্রীদের দফতরে সাধারণ মানুষেরা পৌঁছতে পারতেন না। সরকার পরিবর্তনে সাধারণ মানুষ আমাদের নানা অভিযোগ জানাতে পারছেন।” ১৫ নভেম্বর ১৯টি জেলার গ্রন্থাগারিকদের নিয়ে বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন।
|
বন দফতরে তালা |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কাঠ চুরির মিথ্যা অপবাদে মারধর করার অভিযোগ তুলে বন দফতরে তালা ঝুলিয়ে দিল যুব কংগ্রেস। রবিবার ঘটনাটি ঘটে বৈকুণ্ঠপুর ডিভিশনের কাঠামবাড়ি রেঞ্জের ফুলঝোড়া বিট অফিসে। শনিবার ফুলঝোড়া বনবস্তির বাসিন্দা বীর্যা ওঁরাওকে মারধর করার অভিযোগ ওঠে ফুলঝোরার বিট অফিসারের বিরুদ্ধে। জলপাইগুড়ি হাসপাতালে বিচারধীন বন্দি হিসিবে তাঁর চিকিৎসা চলছে। রাজাভাতখাওয়া যুব কংগ্রেস সভাপতি মহম্মদ বুলু বলেন, “বীর্যাকে না ছাড়া হলে বড় আন্দোলন হবে।”
|
খাঁড়িতে ডুবে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ভাঙাচোরা সেতুর বেহাল রাস্তা থেকে খাঁড়ির জলে পড়ে মৃত্যু হল প্রৌঢ়ের। শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সিদলিম এলাকায়। মৃতের নাম শুকু বাকলা (৫০)। রাতে মেয়ের বাড়ি থেকে ফেরার সময় খাঁড়ি পার হতে গিয়ে অন্ধকারে বেহাল অ্যাপ্রোচ রোডে গর্তে পা পড়ে তিনি উল্টে জলে পড়ে যান। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে তার মরদেহ ভেসে ওঠে। |
|