ঝলমলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার থেকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শুরু হয়ে গেল পাঁচ দিনের নাট্যমেলা। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় এই নাট্যমেলার উদ্যোক্তা নাট্য সংস্থা শিল্পায়ন। এই উপলক্ষে পুরসভার বাস টার্মিনাসে তৈরি করা হয়েছে প্রয়াত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ত্ব বাদল সরকারের নামাঙ্কিত অস্থায়ী মঞ্চ। এ দিন সন্ধ্যায় ওই মঞ্চেই নাট্যমেলার উদ্বোধন করলেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত। এ বার নাট্যমেলায় সাতটি নাটক মঞ্চস্থ হবে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন নাট্য ও থিয়েটার দলগুলি যোগ দিয়েছে এই নাট্যমেলায়। যে নাটকগুলি মঞ্চস্থ হবে সেগুলি হল, নটধা সংস্থার ‘কর্ণ এখন’। নির্দেশক শিব মুখোপাধ্যায়। সপ্তর্ষির ছৌ নৃত্যের আঙ্গিকে রবীন্দ্রনাট্য ‘মাটির জন্য’। নির্দেশনা গৌতম দশন্দী। অন্য থিয়েটারের নাটক ‘হ্যামলেট’। নির্দেশনা বিভাস চক্রবর্তী। ‘মাধবী’ মঞ্চস্থ করবে নান্দীকার। নির্দেশনা স্বাতীলেখা সেনগুপ্ত। থাকছে ব্রাত্য বসু নির্দেশিত নাটক ‘ক্যানভাসার ব্যোমকেশ’। পরিবেশনায় ব্রাত্যজন। এ ছাড়া বহরমপুরের সংস্থা রঙ্গাশ্রম মঞ্চস্থ করবে ‘সন্তাপ’। উদ্যোক্তা সংস্থা শিল্পায়নের পরিবেশনা নাটক ‘ভূতপুরাণ’। মেলায় বিভিন্ন নাটক, থিয়েটারের পাশাপাশি থাকছে ছৌ নৃত্য, নৃত্যনাট্য, পুতুলনাচ, বহুরূপী, লোকগানের আসর। শিল্পায়নের কর্ণধার আশিস চট্টোপাধ্যায় বলেন, “গোবরডাঙার বহু মানুষ কলকাতা বা বাংলার সেরা নাটক, থিয়েটার দেখার সুযোগ পান না। তাঁদের কাছে সেই সুযোগ পৌঁছে দিতেই এই ধরনের নাট্যমেলার আয়োজন। এ ছাড়া এটিকে আমরা এখানকার সব সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র হিসাবে গড়ে তুলতে চাই। সে জন্যই এই নামকরণ।” |