গত বছর অক্টোবরে খুন হয়েছিলেন মানকুণ্ডুর তেঁতুলতলা লেনের বাসিন্দা অশোক নন্দন। সেই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই বিশ্বজিৎকে। তদন্তকারী অফিসারদের ধারণা, পৈতৃক সম্পত্তির দখল নিতে বিশ্বজিৎ দাদাকে খুন করেন। গত বছর ১২ অক্টোবর খুনের ঘটনার পরের কয়েক মাসে তদন্তে বিশেষ এগোয়নি। মাস কয়েক আগে শ্রীরামপুর থানার আইসি তথাগত পাণ্ডে লক্ষ করেন, তদন্ত দ্রুত শেষ করার জন্য পুলিশের কাছে বারবার আর্জি জানাচ্ছেন বিশ্বজিৎ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “দাদা খুন হলে ভাই খুনিদের ধরার জন্য অনুরোধ করতে পারে। উচ্চতর তদন্ত চাইতে পারে। কিন্তু এ ক্ষেত্রে তাড়াতাড়ি তদন্ত শেষ করার অনুরোধ করা হচ্ছিল।” এতেই পুলিশের সন্দেহ হয় বিশ্বজিতের উপরে। নতুন করে আরও তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিশ। নিহতের স্ত্রী অতসীদেবীর অভিযোগ, যাবতীয় সম্পত্তি হাতাতে চেয়েছিলেন বিশ্বজিৎ। দাদার উপরে অত্যাচারও চালাতেন। সম্প্রতি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন তিনি। পুলিশ জানায়, মৃতদেহের ক্ষতস্থান থেকে রিভলভারের গুলির অংশ পাওয়া গিয়েছিল। দিন কয়েক আগে বিশ্বজিৎকে জেরার পরে গ্রেফতারের সময়ে তাঁর কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত পয়েন্ট ৩২ বোরের একটি রিভলভার উদ্ধার হয়। পুলিশের দাবি, মৃতদেহ থেকে পাওয়া গুলির সঙ্গে ধৃতের রিভলভারের গুলির মিল আছে। গুলি খরচের হিসেবও ওই যুবক দিতে পারেননি। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “গুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।”
|
বন্যার কারণে দুর্গাপুজোর সময় বেজায় মন খারাপ থাকে গোটা খানাকুলের। সেই মন খারাপ কাটিয়ে দেদার আনন্দ করতে জগদ্ধাত্রী পুজোকেই যেন বেছে নিয়েছে হুগলির এই জনপদ। রাজহাটির পারিয়াল বাড়ি এবং মমকপুরের বেতাল বাড়ির পুজো দু’টি শতাব্দী প্রাচীন। বারোয়ারিগুলির মধ্যে আমরা সবাই ক্লাবের পুজোর বয়স ৪৮ বছর। অঙ্কুর গোষ্ঠীর পুজোয় আলোকধারায় ফুটিয়ে তুলেছে ‘বর্ণ পরিচয়’। অভিনন্দন গোষ্ঠী আলোর মাধ্যমে পৃথিবীর ক্রমবিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা রয়েছে নান্দনিক গোষ্ঠীর পুজোয়। কাঁচের চুড়ির মণ্ডপ করেছে রয়্যাল বুলেট। কল্পতরু, সৃষ্টি, দিশারী, উদয়ন গোষ্ঠীর পুজোও নজর কেড়েছে। রায়পাড়ায় এ বার পুজো সূচনা হল। গোঘাটের নাগরিক সমিতি পুজোর পাশাপাশি সামাজিক কাজেরও আয়োজন করেছিল। নানা আয়োজনে বর্ণময় আরামবাগের স্পোর্টিং ইউনিয়নের পুজো। বাসুদেবপুর আহিড়িপাড়া আমরা সবাই ক্লাবের পুজোতেও বিভিন্ন অনুষ্ঠান হয়। হাওড়ার বিভিন্ন প্রান্তেও ধুমধাম করে পালিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। বাগনানের মহাদেবপুর ঘোষ পরিবারের পুজো দেখতে বহু মানুষ ভিড় করেন। আমতার তাজপুরে নেহরু স্মৃতি সঙ্ঘের প্রতিমার উচ্চতা ছিল ৩০ ফুট। বাগনানের খালোড় মাতৃমন্দির সেবা সমিতিও বর্ণাঢ্য পুজো করেছে।
|
পদত্যাগপত্র জমা দিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিপিআইয়ের বিবেকানন্দ চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই সালেপুর ১ পঞ্চায়েতের প্রধান সিপিআইয়ের তারারানি সিংহও পদত্যাগপত্র জমা দেন। তিনি ‘সঙ্কটজনক’ পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বলে লিখিত ভাবে জানিয়েছেন প্রশাসনকে। বিবেকানন্দবাবু অবশ্য ‘শারীরিক অসুস্থতা’কেই পদত্যাগের কারণ বলে লিখিত ভাবে উল্লেখ করেছেন।
শুক্রবার বিকেলে আরামবাগ বিডিও অফিসের রিসিভিং দফতরে পদত্যাগপত্র জমা দেন বিবেকানন্দবাবু। তাঁকে মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠাতে বলেছেন বিডিও মৃণালকান্তি গুঁই। আজ, সোমবার তা আরামবাগের মহকুমাশাসকের কাছে জমা দেবেন বলে জানিয়েছেন বিবেকানন্দবাবু। কিন্তু একের পর এক আরামবাগ মহকুমার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে পদত্যাগ করছেন কেন বাম সদস্যেরা? সরাসরি এ ব্যাপারে মুখ খুলছেন না বেশিরভাগই। কিন্তু তৃণমূলের ‘খবরদারি’, ‘হুমকি’র জেরেই যে এই সিদ্ধান্ত, সে কথা বলছেন বাম নেতারা। প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা বিনয় দত্ত বলেন, “তৃণমূলের সন্ত্রাসে গ্রামের উন্নয়ন স্তব্ধ। বাধ্য হয়েই পদত্যাগ করছেন বামফ্রন্টের নির্বাচিত সদস্যেরা।” যদিও আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “বামফ্রন্ট সদস্যেরা পরিকল্পিত ভাবে কাজ করছেন না। গ্রামোন্নয়ন স্তব্ধ করে ওঁরা সরকারকে অপদস্ত করতে চাইছেন।”
|
রবিবার হাওড়ার বাগনানে সাহাড়া সাধারণ পাঠাগারে আয়োজিত হল ডি এন মল্লিক বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা। উদ্যোক্তা, সাহাড়া সাধারণ পাঠাগার ও ক্লাব। সকাল ৯ থেকে শুরু করে বিকেল ৩টে পর্যন্ত পরীক্ষা চলে। জেলার বিভিন্ন প্রান্তের তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়। আগামী ২৭ নভেম্বর ফল ঘোষণা হবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে বিদেশ দাস। অন্য দিকে, গত ২-৩ নভেম্বর শ্রীরামকৃষ্ণের চিকিৎসক তথা বিশিষ্ট বিজ্ঞানী মহেন্দ্রলাল সরকারের জন্মদিন পালন করা হয় হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটের কাছে পাইকপাড়া গ্রামে। এখানেই রয়েছে তাঁর জন্মভিটা। অনুষ্ঠানের উদ্যোক্তা মহেন্দ্রলাল সরকার গ্রামীণ জনকল্যাণকেন্দ্র। উদ্বোধন করেন বেলুড় শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ মহারাজ।
|
সম্প্রতি উদয়নারায়ণপুরের সোনাতলায় পীর আবদুল কাদের জিলানির স্মরণে ৮ তম বার্ষিক উরষ অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বাগনানের খাজুট্টি খানকাহ-এ কাদেরিয়া-এ হোসেনিয়ার বর্তমান পীর হজরত মৌলানা সৈয়দ শাহ আতেফ আলি।
|
‘শম্পা’ সাহিত্য পত্রিকার উদ্যোগে রবিবার আমতা অডিটোরিয়াম হলে আয়োজিত হল আবৃত্তি উৎসব।
|
বাসের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হল। ঘটনার জেরে তিনটি বাসে ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে বিডিও অফিসের অদূরে টি সি গোস্বামী স্ট্রিটে। পুলিশ জানায়, পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির নাম শঙ্কর হাড়ি। বাড়ি
শ্রীরামপুরেরই শীলবাগান এলাকায়। |