টুকরো খবর |
ভাঙন ৬ গ্রামে |
সিদ্দিক হোসেন • বিধাননগর |
বালাসন নদীর ভাঙনে বিপন্ন ৬টি গ্রাম। কয়েকটি চা বাগান, ধান খেত ও আনারস বাগানের কিছুটা চলে গিয়েছে নদীর গ্রাসে। বহুবার পঞ্চায়েত-প্রশাসনকে জানানো সত্ত্বেও ভাঙন রোধের কোনও স্থায়ী ব্যবস্থা হচ্ছে না। ফি বছর বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর কাজ করলেও আখেরে সমস্যা মিটছে না। এখানেই শেষ নয়, ওই এলাকার রাস্তাঘাটের অবস্থাও বেহাল। জলের সুষ্ঠু ব্যবস্থা নেই। ফাঁসিদেওয়ার বিডিও বাদশা ঘোষাল বলেন, “উন্নয়নমূলক কাজ থমকে থাকার কোনও কারণ থাকতে পারে না। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে।” বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বালাসন নদী ভাঙন রোধে পাকাপোক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও তার সংস্কার হচ্ছে না। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের মনোরঞ্জন রায় অবশ্য ‘কিছু সমস্যা’র কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “সমস্যা আছে। তবে কাজ যে একেবারে হচ্ছে না, তাও ঠিক নয়। পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ টাকার বরাদ্দ মেলে তা দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে। তবে আরও হওয়া দরকার।” সমস্যার কথা স্বীকারও করেছেন ফাঁসিদেওয়ার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকিও। তাঁর কথায়, “একাবারে কী সব সমস্যা দূর যায়? ধীরে ধীরে সব কাজ হবে।” মন্ত্রীর দাবি, “বিগত সরকারের থেকে ভাল কাজ হবে। অল্প সময়ের মধ্যে আমজনতা তার নজিরও দেখেছেন।” বাসিন্দারা জানান, দুই দশকের বেশি সময় ধরে চেকপোস্ট থেকে নামকাস পর্যন্ত রাস্তাটি পাকা হয়নি। একই অবস্থা বিধাননগর থেকে হিরাগছ রাস্তা। বহু সংসদ এলাকায় জলের সুব্যবস্থা নেই। প্রকল্পের জন্য তিন বছর আগে সেখানে সমীক্ষার কাজ হয়। কাজ শুরু হয়নি। সর্বোপরি বালাসন নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী কোনও ব্যবস্থা কবে হবে সেই প্রশ্নেই ক্ষোভ বাড়ছে। কারণ, কৃষিজমি নদীগর্ভে চলে যাচ্ছে।
|
বিধায়ক ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কাওয়াখালি উপনগরী এলাকায় কাজে বাধা দেবার কারণ খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। রবিবার বেলা ৯টা নাগাদ শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালিতে ঘটনাটি ঘটে। গত শনিবার প্রস্তাবিত উপনগরী এলাকায় বেসরকারি হাসপাতালের জন্য বরাদ্দ জমির সীমানা খুঁটি ভেঙে কাজে বাধা দেন পশ্চিমবঙ্গ কৃষিজীবী জীবন জীবিকা রক্ষা কমিটির সদস্যরা। জনস্বার্থে হাসপাতাল গড়ার কাজ করতে দিতে এ দিন রুদ্রবাবুর অনুরোধ করলেও তাঁরা সাফ জানিয়ে দেন, অনিচ্ছুকদের জমি ফেরত না দেওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না। রুদ্রবাবুর সামনেই ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানান, যাঁরা প্যাকেজের বিনিময়ে জমি দিয়েছেন তাঁরাও সব সুবিধা পাননি। সে সব না দেওয়া পর্যন্ত কাজ করতে দেবেন না। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা বিভিন্ন জায়গা চিহ্নিত করতে সম্প্রতি এসজেডিএ’র তরফে যে সাইন বোর্ড লাগানো হয়েছে সেগুলিও তাঁরা ভেঙে দেবেন বলে হুমকি দেন। রুদ্রবাবু বলেন, “যাঁরা জমি দিয়েছেন তাঁরা অনেকেই পুনর্বাসন প্যাকেজ ঠিক মতো পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। বাম সরকারের আমলে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সে সুবিধা তাঁরা ঠিক মতো সব পাননি কেন তা খতিয়ে দেখব বলেছি। পুনর্বাসনে জমি বিলির ক্ষেত্রেও অনেক অনিয়ম হয়েছে বলে জেনেছি। জমি দিতে অনিচ্ছুক যাঁরা, তাঁদের কথাও শুনব। সে কারণে শীঘ্রই বোর্ড মিটিং ডাকা হচ্ছে।” ২০০৬ সালে ৩০২ একর জায়গা নিয়ে কাওয়াখালি এলাকায় উপনগরীর গড়ে তুলিতে উদ্যোগী হয় বামেদের ক্ষমতায় থাকা এসজেডিএ কর্তৃপক্ষ। জমি দিতে অনিচ্ছুক ব্যক্তিরা আন্দোলন গড়ে তোলেন। পরে এসজেডিএ’র তরফে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা হলে অনেকে জমি দেন। অনিচ্ছুকরা অবশ্য আন্দোলনে অনড় থাকেন। তাঁদের পাশে দাঁড়ায় তৃণমূলের পশ্চিমবঙ্গ কৃষিজীবী জীবন জীবিকা রক্ষা কমিটি। প্যাকেজ ঠিক মতো মিলছে না বলে পরে জমিদাতার একাংশ আন্দোলনে নামেন।
|
সোনাজয়ী অশেষ সংবর্ধিত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জুনিয়র জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে সোনার জোড়া পদক জয়ী ঘরের ছেলে অশেষচন্দ্র রায়কে সংবর্ধনা জানাল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। ১-৪ রাঁচিতে ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বিভাগে লংজাম্প এবং হাই জ্যাম্পে সোনা জিতেছে অশেষ। হাই জ্যাম্পে মিট রেকর্ড গড়েছে। রবিবার শিলিগুড়িতে ফিরতেই ক্রীড়া পরিষদের হল ঘরে তাঁকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল, পুরসভার ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ অরিন্দম মিত্র, জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব শুভাশিস ঘোষ-সহ ক্রীড়া পরিষদের অন্যান্য কর্মকর্তারা। মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে হাইজাম্পে ১.৯৯ মিটার লাফিয়ে মিট রেকর্ড করেছেন অশেষ। এর আগে কেরলের প্রতিযোগী থমাস কোলে ২০০৫ সালে ১.৯৮ মিটার লাফিয়ে রেকর্ড করেছিলেন। অশেষের দুটি সোনা নিয়ে মোট ৪ টি সোনা এসেছে বাংলার ঝুলিতে। সংবর্ধনা পেয়ে খুশি অশেষ। শিলিগুড়ির হাতিঘিষার বাসিন্দা অশেষ গরিব পরিবারের ছেলে। বাবা হরিশবাবু তেলেভাজা বিক্রি করেন। হাতিঘিষা হাই স্কুল থেকে এ বছর মাধ্যমিক দেবে অশেষ। অশেষ বলেন, “জাতীয় প্রতিযোগিতা থেকে সোনা আনতে পেরে ভাল লাগছে। তবে একটা ব্যাপার খুব খারাপ লেগেছে। যে দিন আমরা রাঁচিতে পৌঁছই সেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত ছিল না। এক প্যাকেট বিস্কিট খেয়ে সারা দিন কাটাতে হয়েছে। বেলা ৫ টা নাগাদ আমাদের খেতে দেওয়া হয়। ওই অব্যবস্থা না থাকলে বাংলার প্রতিযোগিতা ভাল ফল করত।”
|
সেরা হলেন সায়ন পাল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ রাজ্য টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হল সায়ন পাল রায়। রাজ মণ্ডলকে ফাইনালে ৪-২ গেমে হারিয়েছেন সায়ন। পুরুষদের দলগত বিভাগে সেরা ওয়াইএমএ-এ দল। তারা ৩-০ গেমে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন-একে হারিয়েছে। জুনিয়র বিভাগে ফাইনালে উঠেছে রাজীব সরকার এবং শুভম বসাক। মেয়েদের ওই বিভাগে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ঈশ্বর্য দেব এবং সাগরিকা মুখোপাধ্যায়। সাব জুনিয়র বিভাগেও ফাইনালে উঠেছে সাগরিকা। প্রতিদ্বন্দ্বিতা হবে রক্তিমা পালের সঙ্গে। মেয়েদের ক্যাডেট বিভাগে ফাইনালে উঠেছে মহিমা চৌধুরী এবং আথেয়া ঘোষ। নার্সারি বিভাগে ফাইনালে মুখোমুখি হবে নিকিতা সরকার এবং শাশ্বতী গুপ্ত। ৮ নভেম্বর পর্যন্ত শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে।
|
প্রতারণা মামলা, হতবাক পুলিশেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাড়ির গেট স্টিল দিয়ে তৈরি। মূল ভবনের স্তম্ভ পিতল দিয়ে মোড়া। প্রতারণা মামলায় এক অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাঁর বৈভব দেখে স্তম্ভিত পুলিশের সন্দেহ, বিলাসবহুল গাড়িই কেবল নয়, লগ্নিকারীদের জমা দেওয়া টাকার কমিশন থেকেই ওই অভিযুক্ত এত টাকা আয় করেছেন। শনিবার রাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মেন রোডের ওই বাড়িতে অভিযান চালানোর আগে তিনি কোনও ভাবে খবর পেয়ে গিয়েছিলেন বলে সন্দেহ পুলিশের। কেননা, পুলিশ ওই বাড়িতে ঢোকার আগে তিনি একটি বিলাসবহুল গাড়িতে চড়ে গা ঢাকা দেন। রাত থেকেই তার সন্ধানে শহর এবং লাগোয়া এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। প্রতারণা মামলায় ধৃতদের জেরা করে পুলিশ রবীন্দ্র নগরের ওই বাড়ির মালিকের সন্ধান পায়। পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির স্ত্রী শহরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তাঁকেও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। জমা পড়ছে নতুন নতুন অভিযোগও। কেবল মুম্বইয়ের ওই সংস্থাই নয়, আরও কয়েকটি সংস্থা শিলিগুড়িতে একের পর একপ্রতারণার ঘটনায় অভিযুক্ত। তার মধ্যে একটি সংস্থার এজেন্ট হিসাবে বহু লোককে প্রতারণার অভিযোগে পুলিশ রবীন্দ্রনগর এলাকারই সৈকত এবং সুপর্ণা পাল নামে দম্পতিকে ধরেছে। একটি বহুজাতিক সংস্থার এজেন্ট হিসাবে প্রতারণা করার অভিযোগে দার্জিলিং পুলিশ কেশবকান্তি শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে মামলা চলছে অসমের গুয়াহাটি ও নাগাল্যান্ডে।
|
মমতা-প্রশংসা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে যে ভূমিকা নিয়েছেন তার প্রশংসা করলেন ধর্মগুরু রবিশঙ্কর। রবিবার শিলিগুড়িতে ধর্মীয় সভার যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে ওই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “৩০ বছর পর পশ্চিমবঙ্গে পরিবর্তন স্বাগত জানাই। এখন সর্বক্ষেত্রে উন্নয়ন দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নতির দিকে এগোচ্ছেন, যে উদ্যম নিয়ে কাজ করছেন এবং নতুন উদ্যোগ নিচ্ছেন তা প্রশংসাযোগ্য।”
|
বচসা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রসেনজিৎ দাস (২৫)। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ির জনতাপাড়ায়। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে রায়গঞ্জ থেকে বরযাত্রীরা এসেছিলেন। কালীবাড়িতে বিয়ে সেরে তাঁরা জনতাপাড়ায় ফিরছিলেন। পথে স্থানীয় কয়েজনের সাথে গণ্ডগোল বাধে। বরযাত্রী পক্ষের এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় মন্টু বর্মন নামে এক ব্যক্তি আহত হন। স্থানীয় কাউন্সিলর তৃণমূলের জয়দীপ নন্দী ঘটনাস্থলে গিয়ে জখমদের হাসপাতালে নিয়ে যান। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “দু’জনকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।”
|
জখম পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মোর্চার দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হয়েছেন ৫ জন। রবিবার ঘটনাটি ঘটে দার্জিলিং পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। জখম ২ জনকে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী বাছাই করতে মোর্চার বৈঠক বসে। সেখানে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি উপস্থিত ছিলেন। বৈঠকে বিনিতা রোকাকে প্রার্থী করা হবে ঠিক করা হয়। কিন্তু বৈঠকে মোর্চার অন্য একটি পক্ষ তা মানতে চাননি। তাঁরা প্রণিতা ছেত্রীকে প্রার্থী করার দাবি জানান। মোর্চার সাধারণ সম্পাদক বৈঠক থেকে বেরিয়ে যেতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
|
১৮ই ফব’র আইন অমান্য |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১৮ নভেম্বর মহকুমাশাসকের দফতরের সামনে আইন অমান্যের ডাক দিল ফরওয়ার্ড ব্লক। তাঁদের অভিযোগ, মুখোপাধ্যায় কমিশন নেতাজির মৃত্যু সম্পর্কে স্পষ্ট জানাতে না-পারলেও সংসদে নেতাজির প্রতিকৃতিতে মৃত্যু তারিখ উল্লেখ করে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে। শনিবার শিলিগুড়িতে দলের জেলা কার্যালয়ে কর্মিসভাও হয়। প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী পরেশ অধিকারী, সভাপতি করুণাময় চৌধুরী এবং জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু বক্তব্য পেশ করেন।
|
হতাশ এসইউসি |
যেভাবে চা শ্রমিকদের মজুরি চুক্তি হয়েছে তাতে হতাশ এসইউসি’র চা শ্রমিক সংগঠন নর্থ বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন। তাঁদের অভিযোগ, ওই চুক্তিতে শ্রমিকদের মজুরি কিছুটা বাড়লেও কাঠামোগত সংস্কারের নামে মালিকেরা শ্রমিক স্বার্থ বিরোধী কাজের সুবিধে পেয়েছে। |
|