টুকরো খবর
মিড-ডে মিলের দায়িত্ব নিয়ে বচসা, স্কুলে তালা
—নিজস্ব চিত্র।
মিড-ডে মিলের রান্নার দায়িত্ব নিয়ে বচসার জেরে প্রাথমিক স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মানবাজার থানার চিরুডি প্রাথমিক স্কুলে পঠন পাঠন বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি বলেন, “প্রধান শিক্ষককেই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে বলা হয়েছে।” গত ফেব্রুয়ারি মাস থেকে এই স্কুলে মিড-ডে মিল রান্না করা নিয়ে অশান্তি শুরু হয়। স্কুলের প্রধান শিক্ষক নিমাই মাহাতো বলেন, “এই স্কুলে চারটি স্বনির্ভর দল এত দিন রান্না করত। কয়েক মাস আগে আরও কয়েকটি দল রান্না করতে চায়। কিন্তু, ক্রম অনুসারে কারা রান্নার দায়িত্ব নেবে তা নিয়ে জটিলতা দেখা দেয়।” তার জেরেই স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দেয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দশভূজা মহিলা সমিতির সম্পাদক চুনুবালা সিং বলেন, “মিড-ডে মিল চালু হওয়া থেকে আমরা এখানে রান্না করে আসছি।” তাঁর অভিযোগ, “প্রধান শিক্ষক এখন নানা অজুহাতে আমাদের রান্নার দায়িত্ব থেকে সরাতে চাইছেন। এর প্রতিবাদেই স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছি।” বাসিন্দাদের অভিযোগ, স্কুলের দরজায় তালা ঝোলানোয় পড়াশোনার ক্ষতি হচ্ছে। মিড-ডে মিলও বন্ধ।

ইঁদপুরে ‘চেকড্যাম’
—নিজস্ব চিত্র।
নতুন করে বাঁকুড়া জেলার ২০ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা হবে। রবিবার ইঁদপুরে একটি ‘চেকড্যামের’ উদ্বোধন করতে এসে এ কথা জানান রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “এই জেলার ৩৫৯ হাজার হেক্টর জমির মধ্যে ১৮৭ হাজার হেক্টর জমিতে সেচ ব্যবস্থা রয়েছে। চলতি অর্থবর্ষে আরও প্রায় ২০ হাজার হেক্টর জমি সেচের আওতায় নিয়ে আসা হবে।” তিনি জানান, এ জন্য প্রায় ৪ হাজার মজে যাওয়া পুকুর ও বাঁধ সংস্কার করা হবে। কয়েকটি নদী ও জোড়ের জল ‘চেকড্যাম’ তৈরি করে বাঁধা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। ইঁদপুরের ভুটারগোড়া গ্রাম লাগোয়া অড়কশা নদীর উপর ইফকোর সহায়তায় তৈরি হওয়া ‘চেকড্যাম’টির এ দিন উদ্বোধন হয়। এর ফলে এলাকার ১৯৫ একর জমি জলসেচের আওতায় আসবে বলে জানানো হয়েছে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধরের অভিযোগ
তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীকে মারধর ও বাড়ি পোড়ানোর অভিযোগ উঠল দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। পাত্রসায়র থানার ময়রাপুকুর গ্রামের ঘটনা। সামসুল আলম নামে ওই তৃণমূল কর্মী শনিবার থানায় দলের চার জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “দলের সক্রিয় কর্মী সামসুল আলম শুক্রবার বিকেলে ধগড়িয়া গিয়েছিলেন। সেখানে দলের এক নেতার আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। ওই রাতেই সামসুলের খড়ের ছাউনি দেওয়া বাড়িতে আগুন দিয়ে দেয় দুষ্কৃতীরা।” সামসুল আলমের অভিযোগ, “আমি স্নেহেশবাবুর অনুগামী। তাই দলের অন্য গোষ্ঠীর এক নেতা দুষ্কৃতীদের দিয়ে আমাকে মেরেছে। বাড়িতে আগুন দিয়ে দেয়।”

রাইপুরে অস্ত্র উদ্ধার, ধৃত ৮
বাঁকুড়ার রাইপুর ও সারেঙ্গা এলাকা থেকে আট জন ‘দুষ্কৃতী’কে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে রাইপুরের অমৃতপালের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র-সহ রামপদ মাহাতো, সুনীল শবর, শিবু শবর ও কার্তিক মাহাতোকে ধরা হয়। রানিবাঁধের গাড়রা গ্রামে তাদের বাড়ি। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে পাইপগান, কার্তুজ, ভোজালি উদ্ধার হয়েছে। শনিবার খাতড়া আদালতের বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। অন্য দিকে, শনিবার সকালে সারেঙ্গা বাজার থেকে রবি দুলে, বিপ্লব দুলে, অপূর্ব দুলে, বিবেক দুলে নামে কুলডিহা গ্রামের চার বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে ছিনতাই, লুঠপাটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার তাদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রৌঢ়ের মৃত্যু, খুনের নালিশ
কীটনাশক মেশানো মদ খাইয়ে এক প্রৌঢ়কে মেরে ফেলার অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে। মৃতের স্ত্রী শনিবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, মৃতের নাম জহর বাউরি (৫৫)। খাতড়া থানার কেশিয়া গ্রামে তাঁর বাড়ি। ২৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। শনিবার জহরবাবুর স্ত্রী লক্ষ্মী দেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন, “গ্রামের বাসিন্দা গোরাচাঁদ গড়াইয়ের সঙ্গে রোজ মদ খেতেন আমার স্বামী। ওই রাতে গোরাচাঁদের সঙ্গে মদ খেতে বেহুঁশ হয়ে পড়েন। খাতড়া মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যেখানে ওঁরা মদ খেয়েছিলেন সেখান থেকে একটি কীটনাশকের শিশি উদ্ধার হয়েছে। চক্রান্ত করে আমার স্বামীকে খুন করা হয়েছে।” পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। তবে অভিযুক্ত পলাতক।”

পুরুলিয়ায় মানস
ঝালদা, বাঘমুণ্ডি ও আড়শা ব্লকে তিনটি নতুন সেচ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। শনিবার পুরুলিয়ায় সেচমন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসনের কর্তারা এই সিদ্ধান্ত নেন। মন্ত্রী ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে সেচের উন্নয়নের উপর জোর দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.