টুকরো খবর |
কেশপুরে সভাপতি বদল তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার পর কেশপুর। ফের ব্লক সভাপতি বদলাল তৃণমূল। রাজ্যে পালাবদলের পর কেশপুর জুড়ে তৃণমূলের বিরুদ্ধে তোলা আদায়, মারধর, জুলুম-সহ নানা অভিযোগ উঠেছে। সিপিএম কর্মী-সমর্থকদের বয়কটের মুখেও পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে শেষমেশ ‘কড়া’ পদক্ষেপ করলেন তৃণমূল নেতৃত্ব। চিত্ত গড়াইকে সরিয়ে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হল আশিস প্রামাণিককে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে কেশপুরে তৃণমূলের প্রার্থী ছিলেন আশিসবাবু। রবিবারই নতুন দায়িত্ব পেয়ে তাঁর আশ্বাস, “নতুন দায়িত্ব যথাযথ ভাবে পালন করব।” একদা ‘লালদুর্গ’ কেশপুরে এখন নানা সমস্যায় জর্জরিত সিপিএম। কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হয়ে এলাকা ছেড়েছেন তরুণ রায়, ইন্তাজ আলি, তড়িৎ খাটুয়ার মতো নেতারা। দলের অধিকাংশ কর্মীও পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় কেশপুর জুড়ে প্রভাব বেড়েছে তৃণমূলের। তাতেও অবশ্য স্বস্তি নেই নতুন শাসকদলের। কারণ বারবারই কেশপুরে অন্যায়-অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দলীয় সূত্রে খবর, চিত্তবাবুর বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ উঠেছিল। সেই সব খতিয়ে দেখেই তাঁকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশমতোই আশিস প্রামাণিককে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।”
|
মাঠে সার্কাস, প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক লক্ষ টাকার বিনিময়ে নিজেদের মাঠ একটি সার্কাস কোম্পানিকে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ঘাটাল শহরের বিদ্যাসাগর হাইস্কুল কর্তৃপক্ষ। কিন্তু রোজকার খেলাধুলা বন্ধ হয়ে যাবে বলে তাতে আপত্তি জানায় শহরের একাধিক ক্লাবের সদস্য ও স্থানীয় যুবকেরা। শনিবার থেকে পোস্টার সাঁটিয়ে আন্দোলনে বসেন তাঁরা। অনশনও করেন। পরে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের মৌখিক আশ্বাসে অনশন ওঠে। শঙ্করবাবু বলেন, “মাঠে সার্কাস হওয়ার প্রতিবাদে অনশন হচ্ছে শুনে আমি নিজেই কথা বলি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু সার্কাস কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব নয় এই মুহূর্তে। তাই ঠিক হয়েছে, এ বার সার্কাস হবে। তবে, ওই যুবকদের দাবিও বিবেচনা করে দেখা হবে।” স্থানীয় যুবক সঞ্জয় খাঁড়া, অপরূপ দে, অতনু দাস, অভীক দাসেরা বলেন, “সার্কাস শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে মাঠটি খেলার উপযুক্ত না করে দিলে ফের আন্দোলনে বসব আমরা।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল কর্তৃপক্ষ এক লক্ষ টাকার বিনিময়ে গত ১১ নভেম্বর থেকে মাঠটি ব্যবহারের অনুমতি দেয় একটি সার্কাস কোম্পানিকে। বিষয়টি জানাজানি হতেই লিখিত ভাবে স্কুল কর্তৃপক্ষকে আপত্তি জানায় একাধিক ক্লাব ও ক্রীড়াপ্রেমী যুবকেরা। কিন্তু কাজ না হওয়ায় শনিবার থেকে শুরু হয় আন্দোলন। স্কুলের প্রধান শিক্ষক দুলাল কর বলেন, “বর্ষায় জল জমে থেকে মাঠটি খেলার উপযুক্ত নেই এখন। তাই সংস্কারে উদ্যোগী হয়েছিলাম আমরা। আচমকা একটি সার্কাস কোম্পানি মাঠ ব্যবহারের অনুরোধ জানায়। তখন স্কুল পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই টাকায় মাঠটি সংস্কার করা হবে।”
|
পুকুর থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পুকুর থেকে এক তরুণীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হওয়ায় রবিবার সকালে উত্তেজনা ছড়াল কাঁথি থানার ছোট সাহাজাদপুরে। মৃতদেহটি ওই গ্রামেরই গীতা বেজের (১৯)। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন গীতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে গীতা নিখোঁজ বলে কাঁথি থানায় অভিযোগ করেছিলেন তাঁর বাবা অজিত বেজ। গ্রামের যুবক শিবশঙ্কর বেজের সঙ্গে গীতার সম্পর্ক ছিল। শিবশঙ্করই গীতাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে বলে থানায় অভিযোগ করেছিলেন অজিতবাবু। রবিবার গীতার দেহ উদ্ধার হওয়ার পরে গ্রামবাসীরা শিবশঙ্করকে গ্রেফতারের দাবিতে দিঘা-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ এসে শিবশঙ্করকে গ্রেফতার করে। অবরোধও উঠে যায়।
|
রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
অবরোধে যানজট ঘাটালে |
রাস্তা সংস্কারের দাবিতে এ বার ঘাটাল মহকুমার একাধিক জায়গায় পথ অবরোধ করল বাসযাত্রী সমন্বয় কমিটি। মহকুমার প্রধান সড়কগুলি সংস্কারের দাবিতে পুজোর আগে থেকেই শুরু হয়েছিল আন্দোলন। ধারাবাহিক আন্দোলন করেও কাজ না হওয়ায় রবিবার একাধিক রাস্তা আটকে অবরোধ করে ঘাটাল-পাঁশকুড়া বাস যাত্রী সমন্বয় কমিটি। ঘাটাল শহর, সুলতাননগর-সহ বিভিন্ন জায়গায় প্রায় ঘণ্টা দু’য়েক অবরোধের ফলে ব্যাপক যানজট হয়।সংস্কারের অভাবে ঘাটাল-পাঁশকুড়া, ঘাটাল-গোপীগঞ্জ, বরদা-মাংরুল, নাড়াজোল-মেদিনীপুর-সহ বেশ কিছু রাস্তা খানাখন্দে ভর্তি। এর ফলে গত দু’মাসে মহকুমায় ১০-১২টি দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু প্রশাসনের হুঁশ ফেরেনি। রাস্তা খারাপের জন্য পুজোর আগে ঘাটাল-মেদিনীপুর (ভায়া ঝাঁকরা) রুটে সাত দিন বাস বন্ধ করে দিয়েছিলেন বাস মালিকরা। কাজ না হলে পুজোর আগে মহকুমার সব রুটে বাস বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল বাসমালিক সংগঠনগুলি। সাময়িক ভাবে পাথর, মোরাম দিয়ে কাজ হয়েছিল সেই সময়। কিন্তু পাকাপাকি ভাবে কাজ না হওয়ায় রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফের। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “আমি একাধিক বার সংশ্লিষ্ট দফতরকে রাস্তা সংস্কারের জন্য অনুরোধ করেছি। কিন্তু কাজ শুরু হয়নি।” সংশ্লিষ্ট পূর্ত দফতরের সহকারি বাস্তুকার (ঘাটাল) লক্ষ্মীকান্ত মণ্ডল বলেন, “সংস্কারের জন্য টাকা মঞ্জুর হয়েছে। টেন্ডার ডেকে দ্রুত কাজ শুরু হবে।” বাস যাত্রী সমন্বয় কমিটির তরফে মধুসূদন মান্না, জগদীশ মুখোপাধ্যায় বলেন, “সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে এ বার পূর্ত দফতরের সামনে অনশনে বসব।” কমিটির আরও অভিযোগ, মহকুমার বিভিন্ন রাস্তা দখল করে নির্মাণ-সরঞ্জাম, গাছের গুঁড়ি রাখা হচ্ছে। এর ফলেও দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। রাস্তা দখলমুক্ত করার জন্য বারবার প্রশাসনে আবেদন জানিয়েও কাজ হয়নি।
|
হাসপাতাল থেকে পালাল খালাসি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দুর্ঘটনায় আহত এক খালাসিকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। কিন্তু ঘণ্টা খানেক পরেই হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে পালিয়ে যায় সে। এ ভাবে দিনের বেলা সকলের উপস্থিতিতে হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনায় হতবাক পুলিশ। রবিবার সকালের এই ঘটনার পরে মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, “আমাদের তো নিজেদের নিরাপত্তাকর্মী নেই। তাই এই সব ব্যাপারে নজর রাখা যায় না। বিষয়টি থানায় জানিয়েছি। চেষ্টা করব যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।” পুলিশ জানিয়েছে, রবিবার ভোর রাতে ৪১ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে ছুটছিল ট্রাকটি। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্জুশ্রী মোড়ের কাছে ফুটপাতের ধারে বিদ্যুতের খুঁটি, ট্রাফিক সিগন্যাল এবং পরে জনস্বাস্থ্য দফতরের পাঁচিলে ধাক্কা দেয়। তাতে ভেঙে যায় পাঁচিলটি। ওই ঘটনার পরে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গাচক থানার পুলিশ গিয়ে ট্রাকটিকে আটক করে আহত খালাসিকে নিয়ে যায় হাসপাতালে। এর কিছুক্ষণ পরেই ওই খালাসি হাসপাতাল থেকে পালিয়ে যায়। চালক অবশ্য ঘটনার পরই চম্পট দিয়েছে। দু’জনের খোঁজ শুরু করেছে পুলিশ।
|
মূর্তি প্রতিষ্ঠা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র ও দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের স্মৃতিধন্য কাঁথি হাইস্কুলে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন কাঁথির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী। স্কুলের সার্ধ শতবর্ষ উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কাঁথি রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষতানন্দ, হরিপদ মাইতি, প্রেমানন্দ প্রধান, প্রশান্ত প্রামাণিক, অংশুমান পঞ্চাধ্যায়ী, শৈলজা দাস উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন তিমিরবরণ পণ্ডা। সভাপতিত্ব করেন সুকুমার পানিগ্রাহী।
|
বিজ্ঞান সচেতনতা নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বালিসাই জনবিজ্ঞানকেন্দ্রের উদ্যোগে এবং কালিন্দি ইউনিয়ন হাইস্কুলের ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী বিজ্ঞান সচেতনতা শিবির শেষ হয়ে গেল রবিবার। শুক্রবার অষ্টম বর্ষের এই শিবিরের উদ্বোধন করেন লেখক সুধাংশু পাত্র। উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, শিক্ষা কমার্ধ্যক্ষ দেবব্রত মণ্ডল প্রমুখ। দু’দিনের এই শিবিরে বক্তাদের মধ্যে ছিলেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন অধিকর্তা শিখেন্দুকিশোর দে, বিড়লা তারামণ্ডলের দেবীপ্রসাদ দুয়ারী প্রমুখ।
|
স্থায়ী মঞ্চ তৈরি নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
দাসপুরের গোপালপুরে দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থায়ী মঞ্চের উদ্বোধন হল শনিবার। রবীন্দ্র-নজরুল নামাঙ্কিত মঞ্চটির উদ্বোধন করেন রাজ্যের কারিগরি ও প্রযুক্তি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্রোপাধ্যায়। উপস্থিত ছিলেন, মণীন্দ্রনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চট্রোপাধ্যায়, স্কুলের সম্পাদক সুরেন সানকি, প্রধানশিক্ষক শিশিরকুমার বেরা প্রমুখ।
|
জয়ী ঝাড়গ্রাম |
খাকুড়দায় আয়োজিত নিরঞ্জন কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে, শনিবার টাইব্রেকারে ৪-৩ গোলে বাগনান খাজুডি ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দিল ঝাড়গ্রাম জঙ্গলমহল। |
|