হাসপাতালের হাল ফেরাতে দাবি কংগ্রেসের |
শিলিগুড়ি জেলা হাসপাতালের বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল দার্জিলিং জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের তরফে শিলিগুড়ির অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভিযোগ, শিলিগুড়ি হাসপাতালের পরিষেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কংগ্রেস কর্মীরা সুজয় ঘটকের নেতৃত্বে অতিরিক্ত জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। দ্রুত ব্যবস্থা না হলে আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা। গত কয়েক মাস ধরেই শিলিগুড়ি হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। চিকিৎসকদের গাফিলতির জেরে শিশু মৃত্যু থেকে চিকিৎসায় নানা ধরনের গাফিলতির অভিযোগ উঠছে। তার মধ্যে বেশ কিছু চিকিৎসক স্বেচ্ছাবসর চেয়ে আবেদন করায় স্বাস্থ্য পরিষেবা আরও ভেঙে পড়েছে বলে অভিযোগ। জেলা কংগ্রেস নেতা সুজয়বাবু বলেন, “কী ভাবে হাসপাতাল চলছে তা ভাবা যায় না। হাসপাতাল জুড়ে দালালদের রমরমা। বহির্বিভাগে রোগীরা ওষুধ পাচ্ছেন না। এ ভাবে চলতে পারে না। মুখ্যমন্ত্রীকে ঘটনা জানিয়ে হস্তক্ষেপ দাবি করা হয়েছে। প্রয়োজনে কংগ্রেস কর্মীরা টানা আন্দোলনে নামবেন।”
|
স্বাস্থ্য দফতরের দল হলদিয়ায় |
বিতর্কিত হলদিয়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজের পরিকাঠামো পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধিদল। চার সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপলকুমার দত্ত, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনোজ ঘোষ, অণুরঞ্জন দাস, আর এন মাইতি। বৃহস্পতিবার দুপুরে হলদিয়া পৌঁছে কলেজ চত্বর ঘুরে দেখেন তাঁরা। একই ভবনে মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের পঠনপাঠন নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা। বিষয়টি গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে গত অক্টোবরে কলেজ পরিদর্শনে আসেন ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া (ডিসিআই) ও মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার (এমসিআই) প্রতিনিধিরা। ‘শো-কজ’ করা হয় কলেজ কর্তৃপক্ষকে। তারপরই এ দিন কলেজ চত্বর ঘুরে দেখেন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। জানা গিয়েছে, মূলত ডেন্টাল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখতেই এ দিনের পরিদর্শন। এ দিন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে কলেজের প্রশাসনিক আধিকারিক শ্রীমন্ত বসু বলেন, ‘‘ওঁরা আজ নতুন ভবন দেখেছেন। আমাদের অনুমান আগামী ডিসেম্বর থেকেই নতুন ভবনে ডেন্টাল কলেজের পঠনপাঠন শুরু করতে পারব।”
|
মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির |
বৃহস্পতিবার বাসন্তীর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস চত্বরে এক দিনের ‘মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির’ হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সহায়তায় এবং কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই শিবিরে সামিল হন শ’চারেক গ্রামবাসী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পঞ্চায়েতের কর্মীরা। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আর এন চট্টোপাধ্যায় বলেন, “মানসিক রোগ আজ সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। এখনই সচেতন না হলে আগামী দিনে ভয়াবহ বিপদ আসতে পারে।” কী ভাবে প্রাথমিক স্তরে এই রোগ চিহ্নিত করা যায় এবং কী ভাবে তার মোকাবিলা সম্ভব তা নিয়ে তিনি আলোচনা করেন। এ ব্যাপারে স্লাইড শো-রও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সহ-স্বাস্থ্য অধিকর্তা সচ্চিদানন্দ সরকার, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান আশিস মুখোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারী, প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর প্রমুখ।
|
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত রায়গঞ্জের শীতগ্রাম পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রক সংস্থার দুই সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দিনভর তাঁরা ওই এলাকা পরিদর্শন করার পর ম্যালেরিয়া আক্রান্তদের সঙ্গে কথা বলেন। এদিন সন্ধ্যায় তাঁরা মশার নমুনাও সংগ্রহ করেছেন। প্রতিনিধি দলের সদস্য তিমিরবরণ চক্রবর্তী বলেন, “ম্যালেরিয়া এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মশার নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” সম্প্রতি মুম্বইয়ে দিনমজুরির কাজ করতে গিয়ে শীতগ্রাম এলাকার ২০ জন যুবক অসুস্থ হয়ে পড়েন। বাড়ি ফেরার পথে মালদহে ১ জনের এবং রায়গঞ্জে ২ জনের মৃত্যু হয়। তার পরেই স্বাস্থ্য দফতর ওই এলাকায় শিবির করে বাসিন্দাদের রক্তের নমুনা পরীক্ষা করে। ২২ জনের রক্তে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে। ওষুধ বিলি করা হয়।
|