নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের তীব্র চাপের মধ্যেই কলকাতা লিগ খেলতে নেমে পড়ছে কলকাতার তিনটি দল-- ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং প্রয়াগ ইউনাইটেড। বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে লিগের আংশিক সূচি ঘোষণা করে দিল আই এফ এ।
ইস্টবেঙ্গল নামছে প্রথমে। তাদের খেলা ১২ নভেম্বর (জর্জ টেলিগ্রাফ), ১৫ নভেম্বর (বি এন আর), ১৭ নভেম্বর (পুলিশ এ সি)। মোহনবাগানের খেলা ১৩ নভেম্বর (টালিগঞ্জ অগ্রগামী), ১৬ নভেম্বর (সাদার্ন সমিতি), ২৮ নভেম্বর (বি এন আর)। প্রয়াগ ইউনাইটেডের প্রথম খেলা ১৪ নভেম্বর (পুলিশ এ সি)। লিগের মূল পর্বের খেলা শুরু হয়ে যাচ্ছে আজ শুক্রবারই মহমেডান এবং সাদার্ন সমিতির ম্যাচ দিয়ে।
সরকারি ভাবে আই লিগের তিনটি ক্লাবের তিনটি ম্যাচের তারিখ জানানো হলেও তাতে কোনও ‘বড় ম্যাচ’ নেই। তবে যে সম্ভাব্য সূচি তৈরি হয়ে আছে তাতে ট্রেভর মর্গ্যান বনাম সুব্রত ভট্টাচার্য মুখোমুখি হওয়ার কথা সামনের বছর ৭ জানুয়ারি। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ফেডারেশনের নতুন নিয়ম, আই লিগ, মাঠ। নানা সমস্যার মধ্যে এ বার নতুন ফরম্যাটে লিগ করতে হচ্ছে। তাই সবকিছু দেখেশুনেই বাকি ম্যাচের তারিখগুলো জানানো হবে।”
সহারার মতো সংস্থাকে স্পনসর পাওয়া গিয়েছে। আই লিগ যারা দেখাচ্ছে সেই টি ভি চ্যানেল চার বছরের জন্য কলকাতা লিগের স্বত্বও কিনে নিয়েছে। তারা ৩৬টি ম্যাচ সরাসরি দেখাবে। একটি এফ এম রেডিও লিগ বিপণনের কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। লিগকে আকর্ষণীয় করতে আই এফ এ চেষ্টার ত্রুটি করছে না। কিন্তু আই লিগের মাঝে কলকাতা লিগ করতে গিয়ে বিস্তর ঝামেলা পোয়াতে হচ্ছে কর্তাদের। ইস্টবেঙ্গল মাঠ এবং গ্যালারি তৈরি করে ফেললেও, মোহনবাগান এবং মহমেডান নিজেদের মাঠে খেলতে পারছে না। কারণ মোহনবাগানের সদস্য-গ্যালারি সংস্কারের কাজ সবে শুরু হয়েছে। কবে তা শেষ হবে জানে না কেউই। আর মহমেডানের এ সব নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই। ফলে ফেব্রুয়ারিতে লিগ শেষ করার কথা বলা হলেও শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে সন্দেহ।
অদ্ভুত এক নিয়মে এ বার কলকাতা লিগ হচ্ছে। আই লিগের তিন দল বাদ দিয়ে ১৪ দলকে নিয়ে লিগ শেষ হয়ে গিয়েছে। সেখান থেকে ওঠা আটটি দলকে নিয়ে দ্বিতীয় পর্বে এখন খেলবে ১১ দল। জাতীয় শিবিরের ফুটবলারদের ৪০টির বেশি ম্যাচ খেলতে দিচ্ছে না ফেডারেশন। ফলে কলকাতা লিগে সব ম্যাচ খেলতে পারবেন না তারকারা। এতে লিগের জৌলুস অনেকটাই কমে যাবে। উৎপলবাবু স্বীকার করলেন, “এ বার কোনওক্রমে লিগ করতে হচ্ছে। পরের বার র্যাঙ্কিং সিস্টেমে লিগ হবে। এ রকম হবে না।” এ দিকে ইস্টার্ন রেল ২-১ গোলে হাওড়া ইউনিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা পেল। |