না-দেখা খাতার হদিস ৩ বছর পরে |
পরীক্ষা হয়েছিল ২০০৯ সালে। ফলও প্রকাশিত হয়ে গিয়েছে যথাসময়ে। বৃহস্পতিবার হঠাৎই তিন বছর আগের সেই পরীক্ষার না-দেখা খাতা মিলল বিভাগীয় প্রধানের আলমারিতে! ঘটনাটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের। এখন প্রশ্ন খাতা না দেখেই কী ভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হল? তৈরি হল মার্কশিট? তবে কি অন্য সব পরীক্ষার ক্ষেত্রেও এমনটাই হয়ে আসছে? কর্তৃপক্ষের কাছে এ সবের স্পষ্ট ব্যাখ্যা নেই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রণজিৎ ধর বলেন, “কানাঘুষোয় এ রকম একটি কথা শুনেছি। এখনও নিয়মমাফিক কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। তা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।” আর যাঁর আলমারি থেকে না দেখা খাতা মিলেছে, সেই ইংরাজি বিভাগের প্রধান তীর্থঙ্কর দাস পুরকায়স্থের বক্তব্য, “কয়েকটি না-দেখা খাতা আলমারিতে মিলেছে। কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০০৯ সালে নভেম্বরে ইংরেজি বিভাগে ‘ইন্টারন্যাল আসেসমেন্ট’ হয়েছিল। ১০ নম্বরের লিখিত এই পরীক্ষায় একজন ছাত্র সারা বছর কী করল, তা-ই পরখ করা হয়। সেই পরীক্ষারই ১০৫টি না-দেখা খাতা এ দিন বিভাগীয় প্রধানের আলমারি থেকে পাওয়া গিয়েছে॥ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন, প্রশাসনিক কাজকর্ম, পরীক্ষা পদ্ধতি সব নিয়েই নানা সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ঘটেছে প্রশ্নফাঁসের ঘটনাও। এ দিনের ঘটনায় নতুন করে বিতর্ক দানা বাঁধল।
|
শহর সুন্দর করে সাজাতে বৈঠক |
মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে চান। অন্য শহরই বা পিছিয়ে থাকবে কেন? জেলাসদর ও অন্য গুরুত্বপূর্ণ শহরগুলিকেও সাজাতে হবে। মেদিনীপুর শহরকে কী ভাবে সাজিয়ে তোলা যায়, সে নিয়ে বৈঠক হল বৃহস্পতিবার। যেখানে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ ও পুরসভার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি বলেন, “শহরকে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় আলো দেওয়া হবে, গাছ লাগানো হবে। শহরকে জঞ্জালমুক্ত করতে হবে। সব বিভাগই এর জন্য অর্থ দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই শহর সাজানোর উদ্যোগ।” মেদিনীপুর শহর জুড়েই নানা সমস্যা। বড় সমস্যা হকার। তার সঙ্গে নিকাশি বেহাল। যেখানে-সেখানে আবর্জনার পাহাড়। বহু জায়গাতে রাস্তাও খুব খারাপ। বিভিন্ন ধাপে এই সব সমস্যা দূর করেই শহর সাজানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। কাঁসাই নদীর সেতুতে আলো লাগানো হবে, মেডিক্যাল কলেজের ভিতরের পুকুরটিকে সাজানো হবে, জেলা পরিষদের উল্টোদিকের ডেভিস ট্যাঙ্ক সংস্কার করা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। ৬০ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণও ঘটানো হবে। রাজ্য সরকার অবশ্য আলাদা করে অর্থ বরাদ্দ করছে না। বিভিন্ন দফতর, পর্ষদ ও পুরসভা মিলেই কাজ করবে বলে প্রশাসন জানিয়েছে।
|
ক্রেতা সুরক্ষা নিয়ে কর্মশালা |
ক্রেতা সুরক্ষা নিয়ে এক কর্মশালা হয়ে গেল বৃহস্পতিবার। মেদিনীপুরে কালেক্টরেটের মিটিংহলে এই কর্মশালায় সদরের মহকুমাশাসক সুরজিৎ রায়-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে রান্নার গ্যাস নিয়ে নানা অভিযোগ উঠছে। মানুষ সময়ে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। সিলিন্ডারে গ্যাসের ওজন কম থাকছে। এ ক্ষেত্রে ডিলারদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার বিষয়টি কর্মশালায় উঠে এসেছে। যে কোনও জিনিসের ক্ষেত্রে যথাযথ ওজন দেখে কেনার ওপরও জোর দেওয়া হয়। মহকুমাশাসক বলেন, “ক্রেতারা যাতে না ঠকেন সে জন্য এই কর্মশালা। এ বিষয়ে ক্রেতাদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনই যে সব সংস্থা ব্যবসা করছেন তাঁদেরও সচেষ্ট থাকতে হবে। সাধারণ ক্রেতাকে কেউ ঠকাচ্ছে এমন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
|
ক্রেতা সুরক্ষা নিয়ে কর্মশালা |
ক্রেতা সুরক্ষা নিয়ে এক কর্মশালা হয়ে গেল বৃহস্পতিবার। মেদিনীপুরে কালেক্টরেটের মিটিংহলে এই কর্মশালায় সদরের মহকুমাশাসক সুরজিৎ রায়-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে রান্নার গ্যাস নিয়ে নানা অভিযোগ উঠছে। মানুষ সময়ে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। সিলিন্ডারে গ্যাসের ওজন কম থাকছে। এ ক্ষেত্রে ডিলারদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার বিষয়টি কর্মশালায় উঠে এসেছে। যে কোনও জিনিসের ক্ষেত্রে যথাযথ ওজন দেখে কেনার ওপরও জোর দেওয়া হয়। মহকুমাশাসক বলেন, “ক্রেতারা যাতে না ঠকেন সে জন্য এই কর্মশালা। এ বিষয়ে ক্রেতাদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনই যে সব সংস্থা ব্যবসা করছেন তাঁদেরও সচেষ্ট থাকতে হবে। সাধারণ ক্রেতাকে কেউ ঠকাচ্ছে এমন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
|
মা সারদা শিশুশিক্ষা নিকেতনের পরিচালনায় অনন্ত ও বিশ্বেশ্বর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হল দাঁতন ২ ব্লকের জাহালদা হাইস্কুল মাঠে। উদ্যোক্তা জাহালদা ক্লাব সংযোগ ও মারাং বুরুং ক্লাব। দুই মেদিনীপুরের ৮টি দল খেলছে। ফাইনাল ১৪ নভেম্বর। বৃহস্পতিবার প্রথম খেলায় সাউরি ভ্রাতৃ সঙ্ঘ ৩-০ গোলে হারায় এগরা নবরূপ ক্লাবকে। আজ, শুক্রবার বাসুদেবপুর অর্কিড ক্লাব ও জাহালদা হাইস্কুলের খেলা রয়েছে। খাকুড়দায় ফুটবল টুর্নামেন্টে এ দিন ৩-১ গোলে কলকাতা শোভা স্মৃতি সঙ্ঘকে হারায় সোহাসপুর স্পোর্টিং ক্লাব। |