ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের নওগা থেকে পিয়ারাপুর যাওয়ার রাস্তায় অরবিন্দ পার্কের কাছে। ঘটনার জেরে রাস্তা অবরোধ করে ক্ষিপ্ত জনতা। পুলিশ জানায়, মৃতের নাম অশোক আদক (২২)। বাড়ি সিঙ্গুর থানার বড়ার বহরমপুর গ্রামে। মুম্বইয়ে গয়না তৈরির কাজ করতেন অশোক। সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে ফেরেন। ছুটি কাটিয়ে ফের মুম্বইতে যাওয়ার কথা ছিল। সেই কারণে এ দিন দুপুরে তিনি এক বন্ধুর সঙ্গে দিল্লি রোডের সঙ্গে জিটি রোডের সংযোগকারী ওই রাস্তা দিয়ে বাইকে চেপে শেওড়াফুলি স্টেশনে যাচ্ছিলেন টিকিট কাটতে। দুপুর সাড়ে ৩টে নাগাদ অরবিন্দ পার্কের কাছে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়েন অশোক। তাঁর বন্ধুর অবশ্য কিছুই হয়নি। ঘটনার সময় কাছেই শ্রীরামপুর থানার একটি ভ্যান টহল দিচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গেই অশোককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক এবং চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে এ দিন রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা। খারাপ রাস্তার কারণেই ওই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের দাবি। পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। জনতার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা।
|
৪ জন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বেআইনি ভাবে টাকা লেনদেন-সহ নানা অভিযোগ উঠেছিল আরামবাগের লিঙ্ক রোডের একটি আর্থিক সংস্থার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এসডিপিও আকাশ মাগারিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় ওই অফিসে। গ্রেফতার করা হয় সংস্থার চার কর্মীকে। অফিসটিও সিল করে দেওয়া হয়েছে। এসডিপিও জানান, সংস্থাটির কাছে রিজার্ভ ব্যাঙ্ক বা সরকারি অন্য কোনও রকম অনুমোদন ছিল না। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
|
ভাঙাচোরা রাস্তায় পথ-দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক ব্যক্তির (২৫)। বৃহস্পতিবার, লিলুয়া থানার এ রোডে। পুলিশ জানায়, লোহার রড বোঝাই একটি টেম্পো গর্তে পড়ে উল্টে গেলে নীচে চাপা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তিনি ওই টেম্পোর খালাসি। হাসপাতালে যুবকটিকে মৃত ঘোষণা করা হয়। রাত পর্যন্ত তাঁর নাম জানা যায়নি। চালক পলাতক। |