কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট টু (১+১+১ পদ্ধতিতে অনার্স ও জেনারেল) পরীক্ষার ফল আজ, শুক্রবার প্রকাশিত হবে। বিএ, বিএসসি, বিকম পার্ট টু মেজর (১+১+১ পদ্ধতিতে) এবং বিএ, বিএসসি পার্ট ওয়ান (২+১ পদ্ধতিতে অনার্স ও জেনারেল) পরীক্ষার ফলও বেরোবে একই সঙ্গে। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে সংশ্লিষ্ট কলেজের প্রতিনিধিরা মার্কশিট ও গেজেট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী। আজ বেলা ১টা থেকে যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য CUUG-র পরে স্পেস দিয়ে ১ (১+১+১ পদ্ধতির জন্য) এবং রোল লিখে পাঠাতে হবে ৫৪২৪২ নম্বরে।
|
প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, লেক এলাকা থেকে। ধৃত শান্তনু গুহর বাড়ি বাঁশদ্রোণীতে। পুলিশ জানায়, ভবানীপুরের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, তাঁর মেয়েকে একটি নামী স্কুলে ভর্তি করানোর আশ্বাস দিয়ে কয়েক লক্ষ টাকা নেন শান্তনু। তার ভিত্তিতেই ওই ব্যক্তিকে ধরা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির নামে আগেও কয়েকটি প্রতারণার অভিযোগ রয়েছে।
|
কেএমডিএ এলাকায় যে সব জমি বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বাম সরকার বিলি করেছিল, সেগুলি ফের খতিয়ে দেখা হবে। পাশাপাশি, কেএমডিএ-র যে জমিগুলি রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে তাতে লাগানো হবে সংস্থার সাইনবোর্ড। বৃহস্পতিবার বিধাননগরে নগরায়ণ ভবনে এ কথা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কেএমডিএ-র ভাইস চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় জানান, নির্বাচনের আগে যে ভাবে জমি বণ্টন হয়েছে (মূলত বাণিজ্যিক), তা নিয়ে প্রশ্ন উঠছে। জমি প্রাপক বহু সংস্থার অস্তিত্ব বিপন্ন। তাই কী ভাবে, কাদের কী পদ্ধতিতে জমি বিলি হয়েছিল, সে সব পুনরায় খতিয়ে দেখা হবে।
|
যাদবপুর সম্মিলনী কলেজ চত্বরে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে কৌসুম্ভ দাশগুপ্ত নামে এক ছাত্রকে। তিনি এসএফআই-সমর্থক বলে তাঁর পরিবার জানিয়েছে |