অ্যান্ড্রু ইউল গোষ্ঠীর টাইড ওয়াটার অয়েল কিনে নিল ভিডল ইন্টারল্যাশনালকে। ফলে টাইড ওয়াটার অয়েল এ বার বিশ্বের বিভিন্ন দেশে ভিডল ব্র্যান্ডের লুব্রিক্যান্ট বিক্রির সুযোগ পাবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান কল্লোল দত্ত। আন্তর্জাতিক লুব্রিক্যান্ট সংস্থা ক্যাস্ট্রল লিমিটেডে এবং লুব্রিক্যান্ট ইউকে-র কাছ থেকে ভিডল কেনা হয়েছে বলে জানান কল্লোলবাবু। এত দিন অবশ্য টাইড ওয়াটার অয়েলই ভারতে ভিডল লুব্রিক্যান্ট বিপণন করত। কিন্তু ওই সংস্থার মালিক তারা ছিল না। কল্লোলবাবু বলেন, “বিশ্বের ১২৩টি দেশে ভিডল বিক্রি হয়। সংস্থাটি হাতে নেওয়ার পর ভিডলের বিদেশি বাজারও ধরতে পারব।”
|
স্টেট ব্যাঙ্কের মেদিনীপুর শাখার উদ্যোগে শুরু হল ঋণ-মেলা। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন মহকুমাশাসক সুরজিৎ রায়। দু’দিনের মেলায় বাড়ি ও গাড়ির জন্য এক শতাংশ কম সুদে ঋণ মিলবে। দিতে হবে না প্রসেসিং ফি-ও।
|
অর্থনীতিকে মন্দা থেকে বাঁচাতে ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক সুদ কমাল ২৫ বেসিস পয়েন্ট। তা হল ১.২৫%। |