এ যেন উলটপুরাণ। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক জায়গায় সিপিএম ছেড়ে কয়েক জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন। যার জেরে পঞ্চায়েতের ক্ষমতার হাত বদলও হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল ছেড়ে এক পঞ্চায়েত সদস্য সিপিএমে যোগ দিয়েছেন। ঘটনাটি কেন্দা থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েতের। এর ফলে ওই পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার, পিঁড়রা পঞ্চায়েতে আস্থাভোট হওয়ার কথা।
পিঁড়রা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিত্রা মাহাতো সম্প্রতি এলাকায় প্রচারপত্র ছড়িয়ে অভিযোগ করেন, তাঁর দলের পরিচালিত ওই পঞ্চায়েত গরিব মানুষকে বঞ্চিত করছে। সীমাহীন দুর্নীতি ও স্বজনপোষণেও অনেকে যুক্ত। তাই তিনি তৃণমূল ছেড়ে বামপন্থী দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রচারপত্র এলাকায় ছড়িয়ে যাওয়ার পরে তাঁকে অবশ্য বাড়িতে পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনটিও বন্ধ করা আছে।
সিপিএমের পিঁড়রা লোকাল কমিটির সদস্য বাউরিদাস মাহাতো বলেন, “তৃণমূলের দুর্নীতির কারণে সুমিত্রাদেবী আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা তাই অনাস্থা প্রস্তাব এনেছি।” তৃণমূলের পিঁড়রা অঞ্চল সভাপতি সত্যনারায়ণ চৌধুরী বলেন, “সুমিত্রা কেন দল ত্যাগ করেছে জানিনা। প্রচারপত্রে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।” তাঁর পাল্টা অভিযোগ, সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করে সুমিত্রা এই কাণ্ড করেছেন। যদিও সিপিএম নেতৃত্ব তা অস্বীকার করেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিঁড়রা পঞ্চায়েতে আটটি আসনের মধ্য সিপিএম চারটি, তৃণমূল তিনটি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটি আসন পায়। তৃণমূল এবং জেএমএম জোট গড়ে। প্রধান পদটি তফশিলি উপজাতি ও মহিলা সংরক্ষিত। সেই হিসেবে সিপিএমের এক সদস্য প্রধান হন। ২০১০ সালে সিপিএমের এক জন পঞ্চায়েত সদস্যের পদ থেকে ইস্তফা দেন। সংখ্যালঘু হয়ে যায় সিপিএম। প্রধান নির্বাচিত হন তৃণমূলের মঞ্জু সিং পাতর। কিন্তু, সুমিত্রা দলত্যাগ করে সিপিএমে যোগ দেওয়ায় তৃণমূল সংখ্যা লঘু হয়ে পড়েছে। ফের সংখ্যা গরিষ্ঠ হয়েছে সিপিএম।
সুমিত্রার সঙ্গে যোগাযোগ না করা গেলেও পুঞ্চার বিডিও সুপ্রতিক সিংহ বলেন, “সুমিত্রাদেবী দলত্যাগ করার কথা গত ১৮ অক্টোবর লিখিতভাবে আমাকে জানিয়েছেন। সে দিনই সিপিএম ওই পঞ্চায়েতে অনাস্থা আনে।” তিনি জানান, আজ বৃহস্পতিবার পিঁড়রা পঞ্চায়েতে আস্থাভোট হবে।
|
ধর্ষণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই পড়শি এক যুবকের বিরুদ্ধে। পাত্রসায়র থানার আখড়াশাল গ্রামের ঘটনা। বছর পনেরোর ওই কিশোরীর বাবা বুধবার সকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আখড়াশাল গ্রামের বাসিন্দা এক যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, এ দিন বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ করা হচ্ছে। |