পুজোর ছুটির পর কলেজ খুলতে না খুলতেই ফের ছাত্র রাজনীতির নামে দু-দলের সংঘর্ষের জেরে বন্ধ করে দিতে হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শ্রীপৎ সিংহ কলেজ।
মুর্শিদাবাদ জেলা জুড়ে সম্প্রতি বিভিন্ন কলেজে ঘটতে থাকা সংঘর্ষ থেকে এত দিন মুক্ত ছিল জিয়াগঞ্জের শ্রীপৎ সিংহ কলেজ। বুধবারের ঘটনার ফলে ওই কলেজেও এ দিন থেকে শুরু হয়ে গেল মারদাঙ্গার ঘটনা। বুধবারের ওই ঘটনায় ছাত্রপরিষদ পরিচলিত শ্রীপৎ সিংহ কলেজের ছাত্র সংসদের সম্পাদক-সহ দু’ পক্ষের মোট ৫ জন আহত হয়েছেন। ছাত্র সংসদের এক সদস্য-সহ ২ জনকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান আহমেদ বলেন, “সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত এক শিক্ষকের স্মৃতিতে এ দিন দুপুর দেড়টায় কলেজ ছুটি দেওয়ার কথা ছিল। সেই মতো এ দিন কলেজ খোলার পর পঠনপাঠন শুরু হয়। কিন্তু একটি রাজনৈতিক দলের স্থানীয় কয়েকজন নেতা, কয়েকজন ঠিকাদার, ছাত্র পরিষদ এবং এস এফ আই-এর সমর্থকদের মধ্যে কলেজের গেটে সর্ংঘষ বেধে যায়। তার জেরে দুপুর ১২টাতেই কলেজ ছুটি দেওয়া হয়।”
এ দিনের ঘটনায় প্রহৃত শ্রীপৎ সিং কলেজের ছাত্র সংসদের সম্পাদক সুমন দাস বলেন, “ছাত্র রাজনীতির নাম করে কলেজের প্রধান গেটে মাইক বেঁধে সভা করছিলেন সিপিএমের জিয়াগঞ্জ লোকাল কমিটির সম্পাদক পান্থ গোস্বামী ও তাঁর অনুগামীরা। তার প্রতিবাদ করতেই আমাদের ওঁরা বেধড়ক মারধর করে। এসএফআই কলেজ জবরদখল করতে চাইছে।” সিপিএমের জিয়াগঞ্জ লোকাল কমিটির সম্পাদক পান্থ গোস্বামী পাল্টা বলেন, “ছাত্র পরিষদের সন্ত্রাসের কারণে গত বিধানসভা ভোটের পর থেকে ওই কলেজের এসএফআই-এর কর্মী-সমর্থকরা ঢুকতে পায় না। এসএফআই-এর পক্ষ থেকে তার প্রতিবাদে এ দিন ওই কলেজ গেটে সভা করা হয়। ওই সময় ছাত্র পরিষদের ছেলেরা চড়াও হয়।” |