বেআইনি অস্ত্র উদ্ধার খড়গ্রামে |
রাতভর তল্লাশি চালিয়ে দু’টি বেআইনি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও ১৪টি ভোজালি উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার সাদল অঞ্চলের শঙ্করপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, ওই গ্রামে মাঝে মধ্যেই বোমাবাজি হয়। ওই রাতে গ্রামের ১৭টি বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ দু’জনকে। ধৃত নাইমা বিবি’র বাড়ি থেকে একটি পাইপগান এবং বাদশা শেখের বাড়ি থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। ধৃত ওই দু’জনকে বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়।
|
পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ। বুধবার বিকেলে নদিয়ার কালীগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় ঘন্টা খানেকের জন্য অবরোধ করেন এসইউসি’র খেত-মজুর সংগঠনের সমর্থকেরা। পাশাপাশি তাঁরা পাটও পোড়ান। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
|
রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক যুবকের মৃতের নাম প্রতাপ বিশ্বাস(৩৮)। বাড়ি হোগলবেড়িয়া থানার গোপালপুরঘাট এলাকায়। বুধবার সকালে গ্রামের একটি বাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কেরলে কাজ করতেন ওই যুবক। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দিন কয়েক আগে তিনি বাড়ি এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন প্রতাপ। বুধবার সকালে একটি বাগানের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি তুলে বেশ কিছুক্ষণ বহরমপুর করিমপুর রাজ্যসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় মৃতের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে পুলিশ জানিয়েছে, মৃতদেহে কোন ক্ষতচিহ্ন দেখা যায়নি খুনের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। |