প্রিয়দর্শিনী রক্ষিত • কলকাতা |
শেষ ডিসেম্বরে মহেন্দ্র সিংহ ধোনির ডেপুটি উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার বিমান কে ধরবেনপার্থিব পটেল না ঋদ্ধিমান সাহা? উত্তরটা এখনই পাওয়া না গেলেও দ্বিতীয় কিপারের বার্থ ‘বুক’ করার অদৃশ্য লড়াই ইডেনেই শুরু হয়ে যাচ্ছে। বাংলা বনাম গুজরাত রঞ্জি ম্যাচে।
পরিসংখ্যানের বিচারে অবশ্যই এগিয়ে পার্থিব। ২০০২-এর অগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে ভারতীয় টেস্ট দলে অভিষেকের পর আরও ১৯টা টেস্ট ম্যাচ খেলেছেন গুজরাত অধিনায়ক। মোট রান ৬৮৩। উইকেটের পিছনে মোট শিকার সংখ্যা ২৮। তুলনায় এখন পর্যন্ত মাত্র একটা টেস্ট খেলেছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান। ২০১০ ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাগপুরে। দু’ইনিংস মিলিয়ে ৩৬ রান করেন। কোনও শিকার নেই। এক দিনের ক্রিকেটেও পার্থিবের ৩২ ম্যাচে ৬৭৬ রানের তুলনায় তিনটে ম্যাচে ভারতীয় দলে ছিলেন ঋদ্ধি। ব্যাট পেয়েছেন মাত্র এক বার। সংগ্রহ ৪ রান। সব মিলিয়ে ক্যাচ ধরেছেন ৬টি। তবে জাতীয় অভিষেকের ন’বছর পরেও দ্বিতীয় কিপার হিসেবে অদ্বিতীয় হয়ে উঠতে পারেননি পার্থিব। উঠে এসেছে দীনেশ কার্তিকের নাম। অবশ্যই বাজিয়ে দেখা হয়েছে ঋদ্ধিকেও। |
|
|
সেয়ানে-সেয়ানে: ঋদ্ধিমান ও পার্থিব |
|
হালফিলে পারফরম্যান্স দেখতে গেলে ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পার্থিবের ৯৫ রানের ইনিংস কিপার-ব্যাটসম্যানের দৌড়ে তাঁকে খানিকটা এগিয়ে দিলেও দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বলার মতো কিছু করতে পারেননি তিনি। সিরিজের প্রথম চারটে ম্যাচে করেন ৯, ১২, ৩৮ এবং ৮ রান। তবে সে সব নিয়ে তেমন ভাবছেন না পার্থিব। জানিয়ে দিচ্ছেন, এখনও বয়স তাঁর পক্ষে। ঋদ্ধিও তো আপনার সমবয়সী? “ওকেও তো আগে পারফর্ম করতে হবে!” বলে দিচ্ছেন ২৬ বছর বয়সি পার্থিব।
আর ঋ
দ্ধি? দ্বিতীয় কিপারের জায়গার জন্য ‘হেড টু হেড’ লড়াইয়ের আগে কী বলছেন তিনি? “আমার কারও সঙ্গেই কোনও লড়াই নেই!” ঋদ্ধি বনাম পার্থিব নিয়ে মুখ খুলতে চান না বাংলার প্রধান নির্বাচক দীপ দাশগুপ্তও। তবে ঋদ্ধি যে ভবিষ্যতে জাতীয় টেস্ট দলে দ্বিতীয় কিপার হিসেবে জায়গা করে নেবেন, সে ব্যাপারে নিশ্চিত প্রাক্তন আন্তর্জাতিক কিপার-ব্যাটসম্যান। “ঋদ্ধি যে টেস্ট ম্যাচটায় খেলেছিল সেখানে খুব বেশি রান না করলেও ওকে যথেষ্ট স্বচ্ছন্দ দেখিয়েছিল। জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে ভেবে নিজের উপর চাপ না বাড়িয়ে ঋদ্ধি নিজের খেলার উপর ফোকাস রাখুক। খেলাটাকে উপভোগ করুক,” বলছেন দীপ।
বছরের শেষে শেষ হাসিটা কে হাসবেন সেটা ঠিক হতে এখনও দেরি আছে। তবে গুজরাত অধিনায়ক বনাম বাংলা উইকেটকিপার রেস-এর ফ্ল্যাগ-অফ হয়ে যাচ্ছে আজই। |