রসায়নের ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণা নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার হল মেদিনীপুর কলেজে। ইউজিসি ও সিএসআইআর-এর সহযোগিতায় এবং মেদিনীপুর কলেজের রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় দু’দিনের এই সেমিনার। কানপুর, বেঙ্গালুরু, গুয়াহাটি, খড়্গপুর আইআইটি ছাড়াও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রী যোগ দেন। মঙ্গলবার শেষ হয়েছে সেমিনার। বক্তব্য রাখেন কালীপদ পাহান, নিখিল বসু, শুভ্রাংশু মণ্ডলের মতো শিক্ষক-গবেষকরা। মেদিনীপুর কলেজে রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক সুধীরচন্দ্র পাল বলেন, “এমন সেমিনার থেকে অনেক জানা-শেখার সুযোগ থাকে।”
|
এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল কেশিয়াড়ির খেজুরকুঠিতে। মৃতের নাম বনমালী বরম (৬২)। মঙ্গলবার রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লাঠি দিয়ে মেরে খুন করা হয় বলে অভিযোগ। |