মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া-সংস্থা পরিচালিত প্রথম বিভাগীয় ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল ক্ষুদিরামনগর সুভাষ কর্নার। টাইব্রেকারে বঙ্গশ্রী ক্লাবকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। বুধবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে এই খেলাকে কেন্দ্র করেই মাঠে উত্তেজনা দেখা দিয়েছিল। হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দু’দলের কর্মকর্তা ও ফুটবলারদের একাংশ। পরিস্থিতি দেখে ফাইনাল খেলা স্থগিত করে দিতে হয় ক্রীড়া সংস্থা। পরে এক বৈঠকে বসে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, বুধবার ফাইনাল খেলা হবে। এ দিন খেলার শুরু থেকেই মাঠে টানটান উত্তেজনা ছিল। তবে অনভিপ্রেত কিছু ঘটেনি। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকার জেতে সুভাষ কর্নার। ফাইনাল খেলা পরিচালনা করেন ইন্দ্রজিৎ পানিগ্রাহী। মহকুমা ক্রীড়াসংস্থার সম্পাদক সুধাময় সরকার বলেন, “দুই ক্লাবের কর্মকর্তা ও ফুটবলারদের সহযোগিতাতেই শান্তিপূর্ণ ভাবে খেলা শেষ হয়েছে।” সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী সভাতেই চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে।
|
রামনগর ২ ব্লকের বটতলা ঐকতান ক্লাবের পরিচালনায় ‘চ্যালেঞ্জার্স কাপ’ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মেদিনীপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার আনন্দময়ী হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় ৩-০ গোলে তারা কাঁথি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। বঙ্গশ্রীর শ্যাম থাপা দিনের সেরা ও বাবলু মুর্মু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামনগর থানার ওসি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মৈতনা গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রী দে ও আনন্দময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস উপস্থিত ছিলেন।
|
খাকুড়দা ইয়ুথ এবং রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় চলছে নিরঞ্জন কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার খেলা দেখতে খাকুড়দা স্কুল ময়দানে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি খেলার মাঠের উন্নতির জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিযোগিতায় যোগ দেওয়া প্রত্যেক খেলোয়াড়কে সরকারি শংসাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার নকআউট পর্যায়ের তৃতীয় খেলায় ৪-০ গোলে নন্দীগ্রাম ডগলাস স্মৃতি ক্লাবকে হারিয়ে দেয় ঝাড়গ্রাম জঙ্গলমহল। দিনের সেরা খেলোয়াড় হয়েছেন অমিত সিংহ। এ দিকে, বুধবার ছিল অস্তিচক ভ্রাতৃসংঘ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। এ দিন ১-০ গোলে কিশোর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তমলুক খেলাঘর। একমাত্র জয়সূচক গোলটি করেন অভিজিৎ মেটিয়া।
|
রামনগর ২ ব্লকের বটতলা ঐকতান ক্লাবের পরিচালনায় ‘চ্যালেঞ্জার্স কাপ’ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মেদিনীপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার আনন্দময়ী হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় ৩-০ গোলে তারা কাঁথি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। বঙ্গশ্রীর শ্যাম থাপা দিনের সেরা ও বাবলু মুর্মু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামনগর থানার ওসি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মৈতনা গালর্স হাইস্কুলের প্রধানশিক্ষিকা দেবশ্রী দে ও আনন্দময়ী হাইস্কুলের প্রধানশিক্ষক হৃষিকেশ দাস উপস্থিত ছিলেন। |