টুকরো খবর
১০ কিমি তাড়া করে গাঁজার গাড়ি পাকড়াও
ধুলাগড় থেকে দ্বিতীয় হুগলি সেতু। প্রায় ১০ কিলোমিটার রাস্তা ধাওয়া করে গাঁজা ভর্তি গাড়ি ধরলেন শুল্ক অফিসারেরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। শুল্ক দফতরের সুপারিনটেন্ডেন্ট অতনু দাস জানান, ওড়িশা থেকে একটি গাড়িতে গাঁজা আনা হচ্ছে বলে খবর এসেছিল। তার পরেই তাঁদের দফতরের অফিসারেরা এ দিন সকাল থেকে মুম্বই রোডে অপেক্ষা করছিলেন। গাঁজার গাড়িটি ধুলাগড়ের ট্রাক টার্মিনাল পেরোনোর পরেই অফিসারেরা হাত দেখিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করে। ধুলাগড় থেকে কোনা এক্সপ্রেসওয়ে পেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত ধাওয়া করা হয় গাড়িটিকে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় আটকে যাওয়ার আশঙ্কা ছিল। তাই ওই সেতুতে ওঠার আগেই একটি পেট্রোল পাম্পের সামনে গাড়িটি দাঁড় করিয়ে চালক পালিয়ে যান। অতনুবাবু জানান, ওই গাড়িতে প্রায় আড়াই কুইন্টাল গাঁজা পাওয়া গিয়েছে। তার বাজারদর প্রায় ২৫ লক্ষ টাকা। চালক ছাড়া গাড়িটিতে আর কেউ ছিলেন না। অনুমান করা হচ্ছে, ওড়িশা থেকে আনা এই গাঁজা বাংলাদেশে পাচার করার কথা ছিল।

‘স্বচ্ছতা উৎসব’ হুগলিতে
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশে বুধবার রাজ্য জুড়ে ‘স্বচ্ছতা উৎসব’ কর্মসূচির সূচনা হল। হুগলি জেলার ক্ষেত্রে আরামবাগের রবীন্দ্রভবনে এই উপলক্ষে এ দিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে এসেছিলেন জেলা সভাধিপতি প্রদীপ সাহা, আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী-সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। প্রশাসন সূত্রের খবর, সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানে গতি আনতেই এই কর্মসূচি। যার মুখ্য উদ্দেশ্য, সকলের জন্য শৌচাগার তৈরি এবং তার ব্যবহার নিশ্চিত করা। উন্মুক্ত জায়গায় মল-মূত্র ত্যাগ পুরোপুরি বন্ধ করা। শিশুর মল-মূত্র শৌচাগারে ফেলার ব্যবস্থা করা। বর্জ্য পদার্থের নিষ্কাশণের ব্যবস্থা করাও এই কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি দিক। এ জন্য গ্রাম ধরে ধরে সচেতনতা মিছিলের ব্যবস্থা করতে হবে। তাতে সামিল হবেন এলাকার বিভিন্ন অংশের মানুষ। হুগলি জেলার স্বচ্ছতা উৎসব সংক্রান্ত মোট বাজেট ৩৬,১২১৫০ টাকা। ১৮টি ব্লক এবং ২০৭টি পঞ্চায়েতে ট্যাবলো তৈরি, শোভাযাত্রার আয়োজন, সভা-মিছিল, মাইকে প্রচার চলবে বলে প্রশাসন সূত্রের খবর।

দুর্ঘটনায় মৃত্যু
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহী যুবকের। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আরামবাগের গড়বাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম গৌর সরকার (৩৫)। বাড়ি স্থানীয় তেঘড়ি গ্রামে। আরামবাগ-তারকেশ্বর রোড ধরে তিনি সাইকেলে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন। তারকেশ্বরমুখী লরিটি তাঁকে পিছন থেকে চাপা দেয়। অন্য দিকে, বুধবার বিকেলে বাগনানের নাওপালার কাছে মুম্বই রোডে বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের জনা চারেক যাত্রীও জখম হয়েছেন।

পাম্পে ডাকাতি
মঙ্গলবার রাতে কুলগাছিয়ায় একটি পেট্রল পাম্পে ডাকাতি হল। পুলিশ জানায়, রাত আড়াইটা নাগাদ এক যুবক বাইকে চড়ে পাম্পে আসে। ১০০ টাকার পেট্রল চায়। রাতে দরজা খুলতে চাননি পাম্পের কর্মচারী। কিন্তু যুবকটি কাকুতি-মিনতি করতে থাকে। কর্মচারী কাউন্টারের দরজার তালা খুলে বাইরে আসেন। সঙ্গে সঙ্গে ওই যুবক রিভলভার উঁচিয়ে ধরে। ইতিমধ্যে আরও তিন যুবক হাজির হয়। কাউন্টারের ভিতরে কর্মীচারীকে নিয়ে গিয়ে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে মোটর বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

‘প্রতারণা’, ধৃত ২
প্রতারণার অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার হল। বুধবার, লিলুয়ার সি রোড থেকে। পুলিশ জানায়, ধৃত মাহাজুদ খান ফকির ও সামসুদ্দিন ফকির দুই ভাই। ধৃতেরা সি রোডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভেল্কি দেখিয়ে বাড়ির মহিলাদের কাছ থেকে সোনা বা টাকা হাতিয়ে চম্পট দিত। প্রতারিত কিছু এলাকাবাসী বুধবার তাদের হাতেনাতে ধরে মারধর করে। পুলিশ গিয়ে মাহাজুদ ও সামসুদ্দিনকে গ্রেফতার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.