তৃণমূলের হুমকিতে বন্ধ দোকান, নালিশ মমতাকে |
গৌতম বন্দ্যোপাধ্যায় • তারকেশ্বর |
চাষের ভরা মরসুমে এক সার ব্যবসায়ীর দোকান তৃণমূলের কর্মীরা জোর করে বন্ধ করে দেওয়ায় তিনি প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
তারকেশ্বরের সালেপুর গ্রামের এই ঘটনার জেরে ওই অঞ্চলের ৬-৭টি গ্রামের বাসিন্দারা সার ও চাষের সামগ্রী কিনতে পারছেন না। সুকুমার ঘোষ নামে ওই ব্যবসায়ীর দোকানের বেশ কয়েক লক্ষ টাকার মালপত্রও নষ্ট হতে বসেছে। বিষয়টি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহকে জানিয়েও কিছু হয়নি বলে সুকুমারবাবুর অভিযোগ। রচপাল অবশ্য বলছেন, “কেন ওই দোকান বন্ধ করা হল, তদন্ত হওয়া উচিত। আমাকে তিনি বিষয়টি জানিয়েছিলেন কি না, মনে নেই।” সুকুমারবাবুর অভিযোগ, গত ১৪ জুন রাতে কিছু যুবক তাঁকে বলে, ‘‘দোকান আর খোলা যাবে না। দোকান খুলতে গিয়ে কোনও ঝামেলা হলে কিন্তু আমরা দায়িত্ব নেব না।’’ স্থানীয় কিছু বাসিন্দার সাহায্যে ২৪ জুন সুকুমারবাবু দোকান খুললেও সে দিনই রাতে মুখে কাপড় বাঁধা এক দল লোক জোর করে দোকান বন্ধ করে দেয়।
সুকুমারবাবু বলছেন, এই ‘ফতোয়া’র কারণ তিনি জানেন না। তাঁর দাদা শিবু ঘোষ এক সময় সিপিএম করলেও দীর্ঘদিন দলের সঙ্গে তাঁর কোনও সংস্রব নেই। সুকুমারবাবুর অনুমান, দাদা একদা সিপিএম করতেন বলেই তৃণমূল সমর্থকেরা তাঁর উপর রুষ্ট। ঘটনাটি দলের উঁচু তলায় জানালে ফল ভাল হবে না বলে তাঁকে কিছু তৃণমূল সমর্থক হুমকি দিয়েছেন বলে দাবি ওই ব্যবসায়ীর। জেলা পুলিশের এক অফিসার বলেন, “আমরা এলাকার নেতাদের সঙ্গে কথা বলি ঘটনাটি মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ব্যবসায়ী আর আসেননি পুলিশের কাছে।” অবশ্য তৃণমূলের স্থানীয় নেতা আনন্দ ঘোষের বলছেন, “ওই ব্যবসায়ী অযথা রাজনীতির রঙ লাগাচ্ছেন। স্থানীয় স্তরে কোনও বিবাদেই তিনি দোকান খুলতে পারছেন না।” |