|
|
|
|
ভবস্তিতে আগুন, আহত ২ |
নিজস্ব সংবাদদাতা |
মানিকতলার বাগমারিতে আগুন লেগে পুড়ে গেল একটি বস্তির ন’টি ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে ওই আগুন লেগেছে। পুলিশ জানিয়েছে, মঞ্জু দাস এবং অপর্ণা দাস নামে বস্তির দুই বাসিন্দা অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। দমকলের ৭টি ইঞ্জিন গিয়ে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, আহত দু’জন সম্পর্কে শাশুড়ি ও বৌমা। বৌমা অপর্ণা অন্তঃসত্ত্বা বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঘটনার সময়ে ওই পরিবারের দুই পুরুষ সদস্যই বাড়ির বাইরে থাকায় তাঁদের কোনও ক্ষতি হয়নি। বস্তির একটি দোতলা বাড়ির মধ্যে প্রায় পনেরোটি পরিবার বাস করে। একতলায় কয়েকটি দোকানও রয়েছে। বাড়িটির মালিক তরুণ সাউ সেখানে থাকেন না। |
|
এ ভাবেই পুড়ে ছারখার ঘর। বুধবার। নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে রান্না করছিলেন মঞ্জু ও অপর্ণা। সে সময়ে হঠাৎ তাঁদের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। গিয়ে দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে ঘরে। ওই বাড়ির এক বাসিন্দা বলেন, “দেখি, গোটা ঘরে আগুন ছড়িয়ে গিয়েছে। তার মধ্যে থেকে কোনও রকমে ওই দুই মহিলাকে বার করা হয়।” দমকল সূত্রের খবর, মঞ্জুদেবীদের ঘর থেকেই আশপাশের ঘরগুলিতে আগুন ছড়ায়। স্থানীয় যুবকেরা বাসিন্দাদের নিরাপদে বার করে আনেন। তবে, অধিকাংশ ঘরের কোনও জিনিসপত্র রক্ষা করা যায়নি।
এ দিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির বাসিন্দারা পাশের একটি মাঠে আশ্রয় নিয়েছেন। তাঁদের ঘর একদম পুড়ে গিয়েছে। দু’-তিনটি পরিবারে ছোট ছোট শিশু রয়েছে। এই অবস্থায় এখন কোথায় যাবেন, কী করবেন তা ভেবে পাচ্ছেন না তাঁরা। কারণ, আগুন লাগার পরে বাড়িটি এখন বাসযোগ্য নেই। বাসিন্দাদের আশঙ্কা, যে কোনও সময়ে
ধসে পড়তে পারে বাড়িটি। আগুন নেভার পরেও তাই ভয়ে অনেকে এ দিন বাড়িতে ঢুকতে চাননি।
ওই বাড়ির বাসিন্দা শ্যামল রায় বলেন, “শুধু গায়ের কাপড়টুকু বাঁচাতে পেরেছি। আর কিছু নেই।” পুড়ে গিয়েছে শ্যামলবাবুর সদ্য বিবাহিত মেয়ের বিয়ের জিনিসপত্রও। ঘর পুড়ে যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন শ্যামলবাবুর মা মনোরমাদেবী। ঘিঞ্জি এলাকায় ওই বাড়িটিতে আগুন লেগে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।
স্থানীয় কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বলেন, “মেয়রকে ঘটনার কথা জানিয়েছি। কী ভাবে সাহায্য করা যায়, তা নিয়ে পুর-কমিশনারের সঙ্গেও কথা বলব।” |
|
|
|
|
|