টুকরো খবর
সুরক্ষার স্বার্থে মহাকরণের প্রেস কর্নারে যাবেন মন্ত্রীরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘নিরাপত্তা’র জন্য মহাকরণের ‘সংরক্ষিত’ এলাকায় দাঁড়িয়ে আর কোনও মন্ত্রী সাংবাদিক বৈঠক করতে পারবেন না। এ জন্য সংরক্ষিত এলাকা থেকে প্রেস কর্নারে ‘পোডিয়াম’ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ বুধবার শুরু করে দিয়েছে পূর্ত দফতর। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করবেন সরকারের মন্ত্রীরা। তবে তিনি সংরক্ষিত এলাকাতেই সাংবাদিক বৈঠক করবেন। তাঁর জন্য সংরক্ষিত এলাকায় ছোট আকারের পোডিয়াম গড়া হবে বলে জানিয়েছে পূর্ত দফতর। কেন তিনি এই নির্দেশ দিয়েছেন, এ দিন তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। বেলা পৌনে ১২টা নাগাদ মহাকরণে পৌঁছে তিনি চলে যান প্রেস কর্নারে। সাংবাদিকদের প্রশ্ন করেন, “আমার ঘরের সামনে আপনাদের পৌঁছতে কী অসুবিধা হচ্ছে?” তিনি আরও বলেন, “মহাকরণ থেকে মাওবাদীদের পোস্টার বিলি হচ্ছে। সংরক্ষিত এলাকায় অবাঞ্ছিত লোক ঢুকে ভিড় করছে। তাদের পরিচয় জানা আপনাদের সম্ভব নয়। আপনাদেরও তো কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই কাজের সুবিধার জন্য প্রেস কর্নারে স্থায়ী পোডিয়াম হচ্ছে।” তিনি বলেন, “এই তো শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা আসছেন। আপনাদের পোডিয়ামে ডাকব।” মুখ্যমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন জানান, প্রেস কর্নারে সব ব্যবস্থা হবে। কোনও অসুবিধা হবে না।

ভোটের দিন নিয়ে ক্ষোভ, কমিশনকে চিঠি রাজ্যের
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ৩০ নভেম্বর করার ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিল রাজ্য সরকার। তবে সরকারের তরফে নির্বাচনের দিন বদলানোর জন্য নির্বাচন কমিশনকে কোনও অনুরোধ করা হয়নি। ভোটের দিন নিয়ে ক্ষোভ কেন? এ দিন রাতে মহাকরণ ছাড়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কী আর বলব? এ-সবের (ভোট করার) তো দু’টো দিক আছে। একটা হল আইনি দিক আর অন্যটা পদ্ধতিগত। উপনির্বাচনের ক্ষেত্রে কোনও দিক নিয়েই আলোচনা করা হয়নি। দেখা যাক কী হয়!” ৩০ তারিখে উপনির্বাচন করার সিদ্ধান্তের ব্যাপারে সরকারের ক্ষোভ কেন, সেই বিষয়ে বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব সমর ঘোষ। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, বারবার নির্বাচন হওয়ার ফলে কলকাতার উন্নয়নমূলক কাজ থেমে যাচ্ছে। রাজ্যে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০১২ সালের ৫ জানুয়ারি। সেই কাজ শেষ হওয়ার পরেই ওই লোকসভা কেন্দ্রের উপনির্বাচন করা যেতে পারত বলে মনে করে সরকার। মুখ্য নির্বাচনী অফিসার সুনীলবাবু জানান, মুখ্যসচিবের চিঠিটি তিনি এ দিনই মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তবে নির্বাচন কমিশন এখনও এ ব্যাপারে কোনও মতামত জানায়নি। সেই সঙ্গেই সুনীলবাবু জানান, মুখ্যসচিবের চিঠি পেলেও আসন্ন উপনির্বাচন নিয়ে কোনও রাজনৈতিক দলের কাছ থেকে কোনও চিঠি তিনি এ দিন পাননি।

ডুবে মৃত কিশোর
ছটপুজো দেখতে এসে হুগলি নদীতে ডুবে গেল এক কিশোর। বুধবার, সুরিনাম ঘাটে। পুলিশ জানায়, মৃত শক্তি সিংহের (১৩) বাড়ি রৌরকেলায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা শক্তিকে উদ্ধার করে পিজি-তে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বেহুঁশ যুবক উদ্ধার
ধর্মতলার বাস গুমটি থেকে বুধবার আচ্ছন্ন অবস্থায় এক যুবক উদ্ধার হলেন। পুলিশ জানায়, আসগর আলি নামে ওই যুবক মেডিক্যালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, বর্ধমান থেকে ফেরার সময়ে বাসে মাদক মেশানো খাবার খেয়ে জ্ঞান হারান আসগর।

চলন্ত গাড়িতে আগুন
এ জে সি বসু রোড উড়ালপুলে বুধবার একটি চলন্ত গাড়িতে আগুন লাগে। পুলিশ জানায়, দুপুর দেড়টা নাগাদ গাড়িটি দুই আরোহীকে নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা নেমে পড়েন। গোটা গাড়িতে আগুন ছড়ালে প্রথমে পুরসভার জলের গাড়ি থেকে জল দেওয়া হয়। পরে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.