|
ছোটদের ‘বাজি’রাও অমনিবাস |
শব্দাসুর হত! খুদেদের সে কী আহ্লাদ। খেল যে এ বার জমবে। ফুলঝুরি দেড় হাত, তারা
ঝিকমিক চরকি, চটরপটর তুবড়ি। যেই বাজি জ্বলবে, আলোর প্রজাপতি উড়বে! রাই বসু |
হরেক কিসিমের আতসবাজির সঙ্গে এসে গেছে ছোটদের মনপসন্দ বাজিও। বড়দের সঙ্গে নিয়ে। ডানপিটে ছেলেমেয়েরা অনায়াসেই ফাটাতে পারবে।
|
ফুলঝুরি |
ছোটদের জন্য বানানো এই বিশেষ বাজি। হাতে লাগবে না, অনেক ক্ষণ জ্বলবে ৫০ সেন্টিমিটার ফুলঝুরি। অনেক রকম রং হবে।
|
রং মশাল |
১০ থেকে ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের রং মশাল মিলবে। তিন রকম রং হবে। প্রতি বাক্সে তিনটে থাকবে। |
ছোটদের স্পেশাল চরকি |
একটা চরকা থেকেই বেরবে আরও পাঁচটা চরকি। তারার ছটার মতো জ্বলবে।
|
বাটারফ্লাই |
ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো দেখতে এই বাজি। জ্বালালে পরে পুটপুট শব্দ করে রঙিন প্রজাপতি হয়ে উড়ে যাবে।
|
চটরপটর বা চুটপুট |
এটি ছোট তুবড়ি বিশেষ। মূলত আলোর বাজি। দুই থেকে তিন ফুট উঁচু পর্যন্ত জ্বলবে। জ্বলার সময় চটপট চটপট শব্দ হবে। |
|
ম্যাজিক ওয়াইপ |
এক ধরনের দড়ি বাজি। বাঁশের সঙ্গে বেঁধে জ্বালিয়ে দিতে হবে। পট পট শব্দ করে আলোর রোশনাইয়ের সঙ্গে অনেক ক্ষণ জ্বলবে।
|
জেনারেটর তুবড়ি |
জেনারেটরের মতো ঘটঘট আওয়াজ করে ফাটবে। তিন ফুট মতো ওপরে উঠবে।
|
নবরং |
ছোট পাইপের মতো বাজি। বেশ কিছুটা ওপরে উঠবে। তিন রকমের রং হবে।
|
কাগজের তুবড়ি |
ছোটদের জন্য বিশেষ ভাবে বানানো। রকমারি আলো হবে। তবে খুব বেশি ওপরে উঠবে না।
|
ম্যাজিক ডায়মন্ড |
ছোট ছক্কার মতো দেখতে এই বাজি। জ্বালালে সবুজ আলো বেরোবে। বাক্সে ২৫টা থাকবে।
|
মানি গোল্ড স্পিনার |
ছোট ছোট বাটির মতো দেখতে এই বাজি। জ্বালালে সোনার টাকা বা গ্লোন্ডেন কয়েনের মতো দেখতে হবে।
|
পোশাক-ই-হুঁশিয়ারি |
• ক্যাজুয়াল পশ্চিমি পোশাক পরান। একটু মোটা দেখে ফুলস্লিভস সূতির টপ পরান যা শরীরটাকে যতটা সম্ভব আবৃত করে। ডেনিমের ট্রাউজার্স ফুল লেংথ সব থেকে নিরাপদ।
কনভার্স জুতো দাহ্য পদার্থের আওতায় চলে যায়। সব থেকে ভাল স্নিকার্স। ছোটাছুটি করার সময়ও বিপদ ঘটবে না।
• এই সময় অজান্তেই শীত কাছে চলে আসে। তাই ভেস্টের ওপর সূতি বা ডেনিমের জ্যাকেট পরিয়ে দিন। একটা অতিরিক্ত বর্মের কাজও সামলে দেবে। |
|
|