|
|
|
|
আবার নিলাম চালুর উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
চা নিলাম কেন্দ্র ফের নিলাম চালু করতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। আগামী ৮ নভেম্বর জলপাইগুড়ি জেলাশাসকের নির্দেশে নিলাম কেন্দ্রের কমিটি এবং জলপাইগুড়ির জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে। নিলাম কেন্দ্র নিয়ে প্রায় তিন বছর পরে জেলা প্রশাসনের তরফে কোনও বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিলাম কেন্দ্রের কমিটির বৈঠক হলেও সে বৈঠকে জেলা প্রশাসনের কোনও ভুমিকা ছিল না। চা পাতার অভাবে বছর দুয়েক ধরে জলপাইগুড়ি কেন্দ্রে নিলাম বন্ধ হয়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় নিলাম কেন্দ্রের বেশির ভাগ কর্মীই কাজ ছেড়ে চলে গিয়েছেন। নিলাম বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রের তহবিলে জমা থাকা ‘ফিক্সড ডিপোসিট’ ভেঙে দৈনন্দিন খরচ জোগাড় করে নিলাম কেন্দ্রের অফিস চলছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন উদ্যোগী হওয়ায় নতুন করে আশার আলো দেখছে জলপাইগুড়িবাসী। প্রশাসনের ডাকা বৈঠকে চা নিলাম কেন্দ্র চাঙ্গা করতে একটি ‘রিভাইবাল কমিটি’ গড়া হতে পারে। ওই কমিটিতে বিশেষজ্ঞ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, শহরের বিভিন্ন সংস্থা, চা সংগঠনের প্রতিনিধিরা থাকবেন বলে জানা গিয়েছে। নিলাম কেন্দ্রকে কোন পথে ফের সচল করা সম্ভব হবে তার বিভিন্ন সুপারিশ করে উদ্যোগী হবে কমিটি। জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “নিলাম কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আগামী ৮ নভেম্বর বৈঠক ডাকার নির্দেশ দিয়েছি। দেখা যাক কীভাবে সমাধানের রাস্তা খুঁজে বের করা যায়।” জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রের নির্বাহী আধিকারিক কমল ভট্টাচার্য বলেন, “জেলা শাসকেলর নির্দেশে বৈঠক ডাকা হয়েছে। কমিটির সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা প্রশাসনের ডাকা এই বৈঠকে নিলাম কেন্দ্র নিয়ে সদর্থক কোনও সিদ্ধান্তের আশায় রয়েছি। বিকেল চারটে থেকে বৈঠক শুরু হবে।” নিলাম কেন্দ্রের ব্যাপারে সকলকে নিয়ে আলোচনা এবং সরকারের শীর্ষ স্তর থেকে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন রাজ্যের বর্তমান শাসক দলের নেতারাও। জেলা কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “জলপাইগুড়িবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল এই চা নিলাম কেন্দ্র। কেন্দ্রের সবরকম পরিকাঠামোই রয়েছে। রাজ্য সরকারের মন্ত্রীদের এই বিষয়ে আরো বেশি উদ্যোগী হওয়ার দাবি তুলেছি।” তৃণমুল জেলা সম্পাদক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) সদস্য চন্দন ভৌমিক বলেন, “নিলাম কেন্দ্রের মূল সমস্যাকে চিহ্নিত করে, নিলাম কেন্দ্রকে চাঙ্গা করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভুমিকা, চা বাগান মালিকদের সংগঠনের ভুমিকা কী হতে পারে তা যাচাই করে দেখতে হবে। এ বিষয়ে উদ্যোগী হব। আলোচনায় বিস্তারিত ভাবে পরিকল্পনা জানাব।” |
|
|
|
|
|