ঘূর্ণাবর্তে জরুরি অবতরণ কপ্টারের, ভাঙল মণ্ডপ-তোরণ |
হেমন্ত-বৃষ্টিতে শীতের আভাস |
নিজস্ব প্রতিবেদন |
ঘূর্ণাবর্তের টানে শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টির হাত ধরে শীত নামল উত্তরবঙ্গে। বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। তার জেরে এদিন সকাল থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের নানা এলাকায় বৃষ্টি হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্স-সহ কয়েকটি এলাকায় ঝোড়ো বাতাস বইতে থাকে। দুপুরের দিকে কোচবিহার ও মালদহে বৃষ্টি হয়। বিকালে দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টি হয়। সন্ধ্যায় বৃষ্টি নামে কোচবিহারে। আচমকা বৃষ্টির জেরে এদিন উত্তরবঙ্গ জুড়ে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়ে। এদিন সকালে ঝড়বৃষ্টির জলপাইগুড়ির আকাশে বায়ুসেনার প্রশিক্ষণরত একটি হেলিকাপ্টার আটকে পড়ে। ঝড়ের কারণে চালক জলপাইগুড়ির পাদ্রি কুটির এলাকায় হেলিকাপ্টারটি নামাতে বাধ্য হন। ঝড় থামলে কপ্টারটি ফের উড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিমান ভেঙে পড়েছে বলে গোটা এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। |
|
শিলিগুড়ি |
জলপাইগুড়ির পুলিশ সপার সুগত সেন বলেন, “হেলিকাপ্টারটি ঝড়ের কারণে নামতে বাধ্য হয়। তার পরে ফের উড়ে যায়। দুর্ঘটনার প্রশ্ন ছিল না।” ঝড়বৃষ্টির সময়ে শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি গাছ পড়ে যায়। খবর পেয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মার নির্দেশে সেটি দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। শিলিগুড়িতে সকালে কয়েক ঘণ্টা একনাগাড়ে বৃষ্টির জেরে তাপমাত্রা নেমে যায়। তাপমাত্রা নেমে যায় উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখা সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণাবর্তের সঙ্গেই উত্তর-দক্ষিণ বরাবর সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ক্রমাগত পূবে সরতে শুরু করেছে। তার ফলে শক্তিশালী হচ্ছে উত্তুরে হাওয়াও। এই উত্তুরে হাওয়ার হাত ধরেই উত্তরবঙ্গে শীতের আগমন হয়। |
|
ধূপগুড়ি |
আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকেই উত্তরবঙ্গে শীত নেমে পড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটকের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “ঘূর্ণাবর্তের কারণেই আজ বৃষ্টি হয়েছে। বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় সওয়া এক কিলোমিটার ওপরে থাকা ঘূর্ণাবর্ত পূব দিকে সরে যেতে শুরু করায় বৃষ্টি শুরু হয়। ঘূর্ণাবর্তের সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখার নড়াচড়া লক্ষ করা গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তার পরে আকাশ পরিষ্কার হবে। এই সময়ে উত্তরের হাওয়াও শক্তিশালী হতে শুরু করেছে।” |
|
কোচবিহার |
দুপুরে ঝড়বৃষ্টি নামলে ক্ষতি হয় ধূপগুড়ির কয়েকটি পুজো মণ্ডপে। বেলা সাড়ে ১১ টা নাগাদ শহরের ফালাকাটা রোডের উপর বাঁশ দিয়ে তৈরি বড় মাপের একটি গেট ভেঙে পড়ায় টানা এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে গেট ভেঙে পড়ার ঘটনায় কেউ অবশ্য জখম হননি। ঝড়ের পাশাপাশি মুষলধারে বৃষ্টি হওয়ায় কয়েকটি নির্মীয়মান মণ্ডপের কাপড়, ত্রিপল ছিঁড়ে যায় ও বৃষ্টির জলে ভিজে যাওয়ায় মাথায় হাত পড়ে উদ্যোক্তাদের। দুপুর ১ টা নাগাদ ঝড়বৃষ্টি বন্ধ হওয়ার পর ফের শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। |
শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
|