টুকরো খবর |
বদলে গেল রাস্তার নাম, ক্ষোভ বাঁকুড়ায়
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
|
নিজস্ব চিত্র। |
শহরের অনেক এলাকার রাস্তার নামকরণ করছে বাঁকুড়া পুরসভা। নির্মলডাঙা এলাকায় তেমনই নতুন নামকরণ করা হয় ‘স্বামী বিষ্ণুপুরীজী রোড’। এর প্রতিবাদেই শুক্রবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সৌরভ মোদক, দেবনাথ চন্দ্র, কাজল চট্টোপাধ্যায়দের ক্ষোভ, “আমাদের এলাকা নির্মলডাঙা নামেই পরিচিত। আমাদের না জানিয়ে বা মতামত না নিয়ে পুরসভা এই নতুন নাম ঠিক করেছে। পুরসভার এই সিদ্ধান্ত আমরা মানবো না।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাসিন্দারা দেখেন, পাড়ার মোড়ে একটি পাথরে লেখা একটি ফলক বসানো হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘বাঁকুড়া পুরসভা অনুমোদিত -স্বামী বিষ্ণুপুরীজী রোড’। নীচে ছোট অক্ষরে ‘নির্মলডাঙা’ লেখা রয়েছে। পরে তাঁরা লিখিতভাবে পুরপ্রধানের কাছে প্রতিবাদপত্র জমা দেন। বাঁকুড়ার পুরপ্রধান তৃণমূলের শম্পা দরিপা বলেন, “নাম পরিবর্তন নিয়ে আমি বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসব। তার পরেই নতুন নামকরণ হবে, কি হবে না- তা ঠিক করা হবে।”
|
ডাকাতির ঘটনায় ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুকান্ত রায়। আদ্রার বেনিয়াশোলের অরবিন্দপল্লীতে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ দিন রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশীপুর থানা এলাকার একটি ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তা ছাড়া আড়ষা, বলরামপুর, পাড়া, কাশীপুর থানা এলাকার বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাথে থেকে মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য দাবি করেন, “সুকান্ত মাওবাদীদের নাম করে তোলা আদায়ের একটি চক্রের অন্যতম পাণ্ডা। হিমাচল প্রদেশের কালকাতে?? একটি মোবাইল ফোন কোম্পানির গুদাম থেকে মোবাইল ফোন চুরির অভিযোগেও সেখানকার পুলিশ তাঁকে খুঁজতে পুরুলিয়ায় এসেছিল।”
|
নলকূপ অচল, সঙ্কটে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
স্কুলের একমাত্র নলকূপ কয়েক সপ্তাহ ধরে অচল। ফলে জল কষ্টে ভুগছে ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ব্লক প্রশাসনের কাছে নলকূপটি মেরামত করার আবেদন জানিয়েও কাজ হয়নি। ফলে, বন্ধ রয়েছে মিড-ডে মিলের রান্নাও। এই অবস্থা বরাবাজারের তসরবাঁকি প্রাথমিক স্কুলে। এই স্কুলে ১২৫ জন পড়ুয়া রয়েছে। গ্রামের মাঝখানেই এই স্কুল। পড়ুয়ারা ছাড়াও বাসিন্দাদের অনেকে স্কুলের নলকূপ থেকে জল পান করেন। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, অনেক পড়ুয়ার বাড়ি থেকে জল ভরে নিয়ে আসার বোতল নেই। আমরা সাধ্যমতো বাড়ি থেকে জল বোতলে নিয়ে আসি। কিন্তু, সব পড়ুয়ার প্রয়োজন মেটে না।” স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ মাহাতো বলেন, “দুই সপ্তাহের বেশি সময় ধরে নলকূপটি খারাপ হয়ে রয়েছে। বিডিও’কে লিখিতভাবে নলকূপটি মেরামত করার অনুরোধ জানিয়েছিলাম। সমস্যার জন্য মিড-ডে মিল বন্ধ রয়েছে।” স্থানীয় বান্দোয়ান-বানজোড়া পঞ্চায়েতের সিপিএমের প্রধান ভজু রাইদাস বলেন, “আমরা নলকূপ সারাতে পারব না। শিক্ষকদের বিডিও’কে জানাতে বলেছিলাম।” বরাবাজারের বিডিও বলেন, “ওই স্কুলের সমস্যার কথা জানিনা। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
পঞ্চায়েতে পেল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
সিপিএমের হাত থেকে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি কাশীপুর থানার কালিদহ গ্রাম পঞ্চায়েতের। শুক্রবার ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের মহুয়া বাউরি। গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ৮টি আসনের মধ্যে চারটি করে আসনে তৃণমূল ও সিপিএম জয়ী হয়েছিল। ‘টসে’র মাধ্যমে প্রধান হয়েছিলেন সিপিএমের সবিতা রাজোয়াড়। তবে, উপপ্রধান ছিলে তৃণমূলের ধনঞ্জয় মাহাতো। মাস দু’য়েক আগে সিপিএমের মহুলকোকা গ্রাম সংসদের সদস্য নিতাই বাউরি ‘ব্যক্তিগত’ কারণে সদস্য পদ থেকে ইস্তফা দেন। গত ১৬ সেপ্টেম্বর তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। এর তিন দিন পরেই প্রধান পদ থেকে ইস্তফা দেন সবিতাদেবী। পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নতুন প্রধান নির্বাচনের জন্য পঞ্চায়েতে সভা ছিল। সেখানে তৃণমূলের চার জন সদস্য উপস্থিত থাকলেও সিপিএমের সদস্যেরা গরহাজির ছিলেন। প্রধান নির্বাচিত হন মহুয়াদেবী। স্থানীয় তৃণমূল নেতা হরেন্দ্রনাথ মাহাতো বলেন, “এ বার এলাকার সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হবে।”
|
রাস্তার দাবি হিড়বাঁধে |
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
সরু এক ফালি রাস্তা। বর্ষায় সেই রাস্তাই ভয়ঙ্কর হয়ে ওঠে। বেহাল ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে হিড়বাঁধ ব্লকের বাকাকদম শবরপাড়ার বাসিন্দাদের। তাই বড় রাস্তা থেকে গ্রামে যাওয়ার এই রাস্তা চওড়া করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। বাকাকদম শবর পাড়ায় প্রায় ৫০টি পরিবার বাস করে। তাঁদের অভিযোগ, প্রায় দু’কিলোমিটার মাটির সরু রাস্তা। এলাকার বাসিন্দা তথা স্থানীয় ব্লক তৃণমূল যুব নেতা দীনবন্ধু মণ্ডল বলেন, “মাটির এক ফালি সরু রাস্তা দেখলে আলপথ বলে মনে হয়। কিন্তু, বছরের পর বছর ওই রাস্তা দিয়েই বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। বাম জমানায় এই এলাকা বঞ্চিত হয়েছে।” তাঁর দাবি, রাঙা থেকে বাকাকদম শবরপাড়া পর্যন্ত চওড়া রাস্তা তৈরি করার জন্য দাবি জানিয়েছেন। স্থানীয় মশিয়াড়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সঞ্চু হেমব্রম বলেন, “বাসিন্দাদের রাস্তা চওড়ার দাবি যুক্তিসঙ্গত। রাস্তাটি চওড়া করার জন্য পঞ্চায়েত সমিতির কাছে আবেদন জানিয়েছি।”
|
বন্ধের বিরুদ্ধে প্রচার |
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
মাওবাদীদের ডাকা বন্ধের বিরোধিতায় এলাকায় ঘুরে মাইকে প্রচার করল জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটি। আজ শনিবার, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের তিন জেলায় মাওবাদীরা বন্ধের ডাক দিয়েছে। তার আগের দিন শুক্রবার কমিটির কর্মীরা গাড়িতে মাইক বেঁধে মাও-উপদ্রুত বলরামপুরের বিভিন্ন এলাকায় জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানান। কমিটির সভাপতি অঘোর হেমব্রম বলেন, “আদিবাসী মূলবাসী কমিটির নেতৃত্বে থেকে বারবার বন্ধ ডেকে দেখেছি এলাকার কোনও উন্নতি হয়নি। বরং বাসিন্দাদের রোজগারের ক্ষতি হয়েছে। আমরা তাই, শনিবার জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানাচ্ছি।”
|
ট্রাকে চাপা পড়ে মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
উল্টে যাওয়া মিনি ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দোয়ানের কড়মো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন মন্টু মুড়া (২৭) ও শঙ্কর মুড়া (৩০)। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি থানার পচাপানি গ্রামে তাঁদের বাড়ি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামতোড়িয়া থেকে বাবুই ঘাস বোঝাই মিনি ট্রাকটি বেলপাহাড়িতে ফিরছিল। কড়মো গ্রামের কাছে একটি বাঁকে ট্রাকটি বেসামাল হয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের উপরে থাকা ওই দু’জনে রাস্তার পাশে ছিটকে পড়েন। তাঁদের উপরে ট্রাকটি পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক সরিয়ে তাঁদের দেহ বের করে। পুলিশ জানিয়েছে, গাড়িটি আটক করা হয়েছে।
|
বাজ পড়ে মৃত্যু দুই যুবকের |
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন বিশ্বনাথ মাহাতো (২৮) ও রঞ্জিত সিং (২২)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুড়া থানার পুখুরিয়া গ্রামে। বিশ্বনাথবাবু পুখুরিয়া বাসিন্দা। অন্য জনের বাড়ি নওয়াডি গ্রামে। বিশ্বনাথবাবু এ দিন মাঠে গরু চরাচ্ছিলেন। আর মাঠে ধান দেখতে গিয়েছিলেন রঞ্জিতবাবু। সেই সময় বৃষ্টি নামে, বাজও পড়ে। দু’জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। বাজের আঘাতে গ্রামের এক বধূও আহত হয়েছেন। তাঁকে হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর নাম মঙ্গলি মুর্মু (৩৭)। কাশীপুর থানার চাটামিগোড়ায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে পুলিশ দেহটি উদ্ধার করে।
|
চাবি দেওয়া হল |
পুরুলিয়া বাসস্ট্যান্ডের নিলামে বিক্রি করা দোকানগুলির চাবি দেওয়া শুরু হল। শুক্রবার জেলাশাসক অবনীন্দ্র সিংহ কয়েক জন ব্যবসায়ীর হাতে দোকানের চাবিগুলি তুলে দেন। |
|