টুকরো খবর
খোঁজ চলছে মুখ্যমন্ত্রীর বালার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে যাওয়ার বালা-র খোঁজ চলছে এখনও। গত বুধবার বারাসতে দর্শনার্থীদের ধস্তাধস্তির মধ্যে তাঁর বালা এবং হাতঘড়িটি হারিয়ে যায়। পরে হাতঘড়িটি পাওয়া গেলেও তাঁর মায়ের দেওয়া বালাটির হদিশ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে মুখ্যমন্ত্রীর বালা পাওয়া গিয়েছে বলে খবর আসে। জানা যায়, দত্তপুকুরের বাসিন্দা ২২ বছরের যুবক অজয় দাস এ দিন একটি বালা স্থানীয় তৃণমূল নেতাদের হাতে তুলে দিয়েছেন। অজয়বাবুর দাবি, যে দিন মুখ্যমন্ত্রীর বালাটি হারিয়ে যায়, সে দিনই বারাসতে জেলাশাসকের দফতরের সামনে থেকে তিনি ওই বালাটি কুড়িয়ে পেয়েছেন। পুলিশ জানায়, অজয়বাবুর কাছ থেকে বালাটি পেয়ে দত্তপুকুরের তৃণমূল নেতারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বালা এবং অজয়বাবুকে বারাসতে নিয়ে আসে। তবে ওই বালাটিই মুখ্যমন্ত্রীর হরিয়ে যাওয়া বালা কি না, তার নিষ্পত্তি হয়নি। মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে। তাই বালাটি তাঁকে দেখাতে পারেননি পুলিশকর্তারা। মুখ্যমন্ত্রীকে বালাটি দিয়েছিলেন তাঁর মা গায়ত্রী দেবী। মুখ্যমন্ত্রীর কাছে তাই বালাটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ রকম একটি সংবেদনশীল বিষয়ে তাই মুখ খুলতে চাননি উত্তর ২৪ পরগনার পুলিশকর্তারা। জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “বালার ব্যাপারে নির্দিষ্ট তথ্য আমাদের হাতে আসেনি।”

প্রতারণা, মিনাখাঁয় ধৃত
আর্সেনিকমুক্ত পানীয় জলের যন্ত্র বিক্রির নামে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মিনাখাঁর মঠবাড়ি গ্রাম থেকে সালামত গাজি নামে ওই ব্যক্তিকে ধরা হয়। শুক্রবার ধৃতকে বসিরহাট এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর কোনও কোনও এলাকায় জলে আর্সেনিক রয়েছে। সম্প্রতি সালামত পরিশুদ্ধ পানীয় জল পেতে তাঁর সংস্থার যন্ত্র কেনা প্রয়োজন বলে সাধারণ গ্রামবাসীদের বোঝান। অভিযোগ, যন্ত্রের দাম হিসাবে কারও কাছ থেকে ২ হাজার, কারও থেকে ৭ হাজার টাকা এই ভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। কাউকে ভুয়ো যন্ত্র দেন, কেউ আবার কোনও যন্ত্রই পাননি। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা দলবদ্ধ ভাবে থানায় সালামতে বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

বিএলএলআরও অফিসে ভাঙচুর
এক জনের জমি অন্যের নামে নথিভুক্ত হয়েছে, এই অভিযোগ তুলে শুক্রবার দেগঙ্গার বেড়াচাঁপায় বিএলএলআরও দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি। বিএলএলআরও সেই সময়ে ছিলেন না। ফলে, স্মারকলিপি দিতে না পারায় বিক্ষোভকারীরা দফতরে ভাঙচুর চালান এবং চেয়ার-টেবিল উল্টে দেন বলে অভিযোগ। দফতরের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। মহিলারা ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভে সামিল হন। শেষে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে দরজার তালা খোলে। বিজেপি নেতা তরুণ ঘোষ বলেন, “এই দফতরের কর্মীদের গাফিলতিতেই এক জনের জমি অন্যের নামে নথিভুক্ত হয়েছে। প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিতে হবে।” পরে বিএলএলআরও অরবিন্দ বিশ্বাস বলেন, “যে জমিটি নিয়ে গণ্ডগোল, তার কাগজপত্র অনেক আগে তৈরি হয়েছিল। সমস্যার কথা লিখিত ভাবে অতিরিক্ত জেলাশাসককে (ভূমি ও ভূমি সংস্কার) জানানো হয়েছে।”

ডাকাতির আগে চার দুষ্কৃতী ধৃত
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চার জনকে ধরে। সকলেই বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা ৮-১০ জন মিলে মাটিয়ার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। পুলিশ দেখে বাকি সঙ্গীরা পালাতে পারলেও ওই চার জন ধরা পড়ে যায়।

বজ্রাঘাতে মৃত্যু
খেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ফতুল্লপুর গ্রামের দক্ষিণপাড়ায়। মৃতার নাম নমিতা মণ্ডল (৫৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির মধ্যেই তিনি নিজের কপি খেতে গিয়েছিলেন। বৃষ্টি থেকে কপি বাঁচাতে তিনি যখন খড় চাপা দিচ্ছিলেন তখনই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

১৩ দুষ্কৃতী গ্রেফতার
বৃহস্পতিবার রাতভর সন্দেশখালি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে সুদীপ্ত গাইন নামে এক দুষ্কৃতী রয়েছে। তার বাড়ি মণিপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে তোলা আদায়, সুন্দরবনের বিভিন্ন নদীতে ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বেশ কিছু দিন ধরেই পুলিশ সুদীপ্তকে খুঁজছিল। এ দিন রায়মঙ্গল নদীর ঘাটে সুদীপ্তকে পেয়ে যায় পুলিশ। ধরা পড়ার আগে অবশ্য সঙ্গে থাকা রিভলভারটি সে নদীতে ফেলে দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ তার প্যান্টের পকেট থেকে বাংলাদেশের ছাপ মারা ৪টি কার্তুজ উদ্ধার করে। এ দিন নলকোড়া, খুলনা এবং বয়ারমারি গ্রামেও অভিযান চালিয়ে ১২ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।

মন্দিরে চুরি
মন্দিরের দরজার তালা ভেঙে ঢুকে প্রতিমা থেকে সোনার গয়না ও অন্যান্য সরঞ্জাম হাতিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে হিঙ্গলগঞ্জের ত্রিমোহনী মোড়ের কালীমন্দিরে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগে মন্দির কর্তৃপক্ষ জানান, লক্ষাধিক টাকার সোনার গয়না খোয়া গিয়েছে। পরে পুলিশ একটি স্কুলের ছাত্রাবাসের একটি ঘর থেকে খোয়া যাওয়া প্রণামীর বাক্স এবং কলসি উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.