নারীশক্তির আবাহন
দ্যোক্তাদের দাবি, এলাকার সবচেয়ে বড় পুজো। কিন্তু শুধু পুরুষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ডুবতে বসেছিল সব। কাজিয়া এমন জায়গায় পৌঁছেছিল যে পুজোর আয়োজন করাই কঠিন হয়ে পড়ে। এক্কেবারে সাবেক ওই পুজো প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শেষমেশ এগিয়ে এলেন পাড়ার মা-বৌমারা। হল হাত বদল। এর পর থেকে ওই প্রমীলা বাহিনীর হাতেই সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে গড়িয়া রবীন্দ্রনগর লস্করপুর সবুজসাথী কালীপুজো কমিটির পুজো।
চট ও প্যারিসের উপর রং করে গড়িয়া কামালগাজি কালীপুজো কমিটি তৈরি করছে ভৌতিক গুহা। প্রায় দু’হাজার বর্গফুট জুড়ে তৈরি এই মণ্ডপের ভিতরে মূল প্রতিমা পর্যন্ত পৌঁছতে পেরোতে হবে বেশ কিছু অলিগলি। গলির নানা বাঁকে কোথাও চোখে পড়বে অজগরের ইঁদুর ধরে খাওয়ার দৃশ্য, কোথাও আবার দেখা মিলবে তন্ত্রসাধনায় ধ্যানমগ্ন সন্ন্যাসীর। আলোর খেলায় এখানে গড়ে তোলা হবে গা ছমছমে পরিবেশ।
বাঁশ-চট-প্লাই দিয়ে নাগাল্যান্ডের একটি গ্রামীণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে সুভাষগ্রাম এমএম বোস রোড নাথপাড়া কালীপুজো কমিটি। চোখে পড়বে গ্রামীণ পরিবেশের নিদর্শনও। প্রতিমাও তৈরি হচ্ছে নাগাল্যান্ডের গ্রামীণ দেবীমূর্তির আদলে। এখানে কালীপ্রতিমা মোট ন’জন অসুরকে বধ করছে। সঙ্গে রয়েছে ডাকিনী-যোগিনী।
মিশরের বিভিন্ন পুরাকীর্তির আদলে মণ্ডপ তৈরি করছে লস্করপুর নেতাজি বালক সঙ্ঘ। মণ্ডপের দেওয়ালে চোখে পড়বে মিশরীয় শিল্পকলা। ভিতরে থাকছে মিশরীয় পরিবেশের নানা নিদর্শন। যাদবপুর সন্তোষপুর বিবেকানন্দ রানি রাসমণি কালীপুজো কমিটির এ বারের থিম ‘বন বাঁচাও-বাঘ বাঁচাও’। চট-প্যারিস-বাঁশ দিয়ে তৈরি পুজোমণ্ডপের চারপাশ সাজিয়ে তোলা হচ্ছে সুন্দরবনের নানা গাছগাছালি দিয়ে। থাকবে বাঘ, কুমির ইত্যাদির মডেলও। চোরাশিকারিদের দৌরাত্ম্যে কমছে বাঘের সংখ্যা, কাটা হচ্ছে গাছ। সুন্দরবনের উপর চোরাশিকারিদের নানা রকম অত্যাচারের কাহিনিই তুলে ধরা হচ্ছে এই পুজোমণ্ডপে।
স্বর্গের কাল্পনিক রূপ তুলে ধরা হচ্ছে বারুইপুর সংগ্রাম সঙ্ঘের পুজোয়। কাচের টুকরো, আয়না, শিশি, বোতল দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। চার পাশ সাজিয়ে তোলা হচ্ছে নানা রকম গাছগাছালি দিয়ে। মণ্ডপে ঢুকতেই থাকছে বিশাল সিংহদরজা। ভিতরে থাকবে পুকুর। সর্বক্ষণ কানে আসবে পাখির ডাকও। পুজো কমিটির সদস্যদের বক্তব্য, দর্শকদের শান্তির পরিবেশে নিয়ে যেতেই এই আয়োজন। ২১ ফুট উঁচু কালীপ্রতিমার দেখা মিলবে গড়িয়া পূর্ব তেতুঁলবেড়িয়া সম্মিলনী পুজো কমিটিতে।
‘ফেলুদা’ আসছে গড়িয়া সবুজ-মেরুন সঙ্ঘের পুজোয়। বাঁশ-কাপড়-প্লাই দিয়ে তৈরি মণ্ডপের চার দিকে নানা মডেল ও ছবির মাধ্যমে তুলে ধরা হবে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’র নানা কীর্তি।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.