উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সংশোধনাগারগুলি ঘুরে মেরামতি কাজ শুরুর নির্দেশ দিলেন কারা মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। ইতিমধ্যে মালদহ জেলা সংশোধনাগারে মেরামতির কাজ শুরু করাও হয়েছে। মঙ্গলবার রায়গঞ্জে জেলা সংশোধনাগার ঘুরে দেখেন তিনি। ইসলামপুর ও শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে যান। আজ, বুধবার থেকেই সংশোধনাগারগুলিতে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু নির্দেশ দিয়েছেন। বুধবার জলপাইগুড়ি জেলা সংশাধনাগার এবং কালিম্পং সংশোধনাগার পরিদর্শন করবেন তিনি। ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন সংশোধনাগারের আবাসিক বন্দিদের সঙ্গে তিনি কথা বলেন। কারামন্ত্রী বলেন, “সংশোধনাগারগুলিতে ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দ্রুত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মালদহ জেলা সংশোধনাগারে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ পূর্ত দফতরের তরফে শুরু করা হয়েছে। এ দিন শিলিগুড়ি এবং ইসলামপুরের বিশেষ সংশোধনাগার ঘুরে দেখেছি। রায়গঞ্জে জেলা সংশোধনাগারের পরিস্থিতিও দেখতে গিয়েছিলাম। বুধবার থেকেই জরুরিভিত্তিতে যাতে মেরামতির কাজ শুরু হয় সে ব্যাপারে পূর্ত দফতরে বলা হয়েছে।” রাজ্য কারা দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলা সংশাধনাগারে বাইরের সীমানা প্রাচীরে ৪১ জায়গায় ফাটল দেখা দিয়েছে। বন্দিদের রাখার জন্য ওয়ার্ডগুলিতে ৫৪টি জায়গায় ফাটল হয়েছে। অফিসেও অনেক জায়গায় চিড় ধরেছে। সব মিলিয়ে ১১৭টি জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। জেল গেটের স্তম্ভ দুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়গঞ্জ জেলা সংশোধনাগারে সীমানা প্রাচীরে একাংশ ভেঙে পড়েছে। বন্দিদের রাখার ৩ টি ওয়ার্ডে দেওয়াল-সহ নানা জায়গায় ফাটল দেখা দিয়েছে। সংশোধনাগারের সুপার কৃষ্ণবিলাস দাস মন্ত্রীকে সবিস্তারে সমস্ত জানিয়েছেন। শিলিগুড়ি জেলা সংশোধনাগারে সীমানাপ্রাচীর প্রায় ৩০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমানা প্রাচীরের একাংশ ভেঙেও পড়েছে। বন্দিদের দুটি ওয়ার্ডে ফাটল দেখা দিয়েছে। পূর্ত দফতরের বাস্তুকাররা সেগুলির নজর রাখছেন। প্রয়োজন মতো সংস্কার করবেন। ইসলামপুর সংশোধনাগারে দুটি দেওয়ালে সামান্য ফাটল ধরেছে। সংশোধনাগারগুলিতে আবাসিক বন্দিদের সঙ্গে কথা বলে মন্ত্রী জেনেছেন ভূমিকম্পের সময় বন্দিরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু বাইরে বার করা সম্ভব নয় বুঝতে পেরে জেল কর্তারা তাদের কাছে গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। এমনকী অনেক ক্ষেত্রে জেলের আধিকারিকেরা রাতজেগে বন্দিদের ওয়ার্ডের সামনে বসে তাদের ভয় দূর করতে সচেষ্ট হয়েছেন। মন্ত্রী বলেন, “বন্দিদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ভাবে তারা ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে উঠেছে।”
ছাত্র ধর্মঘট উঠল। ছাত্রছাত্রীর পড়ার ক্ষতির কথা ভেবে মঙ্গলবার থেকে ইসলামপুর কলেজের ছাত্র ধর্মঘট তুলে নিল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার কলেজের একটি অনুষ্ঠানের জন্য কলেজের অধ্যক্ষ উতথ্য বন্দোপ্যাধায়ের থেকে অস্বাভাবিক হারে চাঁদার দাবি করে। তা না পাওয়ায় ছাত্র পরিষদের হাতে অধ্যক্ষ নিগৃহীত হন বলে অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদ ধর্মঘটের ডাক দেয়। তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌশিক গুন বলেন, “ছাত্রছাত্রীদের পঠনপাঠনের কথা মাথায় রেখে ধর্মঘট তুলে নিয়েছি।” |