টুকরো খবর |
ডাকাতি, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিরাপত্তারক্ষীকে খুন করে সোনার দোকানে ডাকাতির ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি থানার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ অবশ্য তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি। পুলিশের সন্দেহ, এই যুবকের সাহায্য নিয়েই ডুয়ার্সের একটি দুষ্কৃতী দল যথেচ্ছ গুলি চালিয়ে সোমবার রাত ৮টা নাগাদ শিলিগুড়ির এনটিএস মোড়ের সোনার দোকানে ডাকাতি করে। ওই দুষ্কৃতী দলটিই বেলোকাবায় সোনার দোকানে ডাকাতি ও তালমায় একটি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। ডুয়ার্সের একটি দুষ্কৃতী দল ওই ঘটনার সঙ্গে জড়িত। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশের একটি দল ডুয়ার্সে পাঠানো হবে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, তিনটি মোটরবাইকে চেপে ৫ জনের একটি দুষ্কৃতী দল সোনার দোকানে যায়। একজনের মাথায় হেলমেট পড়া ছিল। দোকানে ঢুকে গুলি চালিয়ে নিরাপত্তরক্ষী দেবকুমার নন্দীকে (৪৮) খুন করার পর নগদ টাকা ও গয়না লুঠ করে এনজেপির দিকে পালিয়ে যায় দুষ্কৃতী দলটি। একই কায়দায় কিছুদিন আগে বেলাকোবায় সোনার দোকানে ডাকাতি হয়। পরে তালমায় ব্যাঙ্কে চুরির ঘটনা ঘটে। বেলাকোবার ঘটনার তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করলেও প্রধান ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি। ওই ৪ জনই এনটিএস মোড়ের ঘটনায় যুক্ত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এমনকী সোনার দোকানের কর্মীরা দুষ্কৃতীদের ছবি দেখে চিহ্নিত করেছে বলেও পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পরে শিলিগুড়ির বিধান মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট, এনটিঁএস মোড় সহ সমস্ত বাজারে নজরদারি শুরু করেছে পুলিশ। শহর জুড়ে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে।
|
আদালতে কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সোমবার জলপাইগুড়ি আদালতের আইনজীবীরা প্রতীকী কর্মবিরতি পালন করলেন। ভক্তিনগর থানাকে প্রস্তাবিত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে এবং জলপাইগুড়ি জেলার ১০০ টির ওপর মৌজাকে প্রস্তাবিত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টার বিরোধিতা করে আন্দোলন শুরু করেছেন জলপাইগুড়ির আইনজীবীরা। এর আগে এ মাসের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত আইনজীবীরা পেনডাউন স্ট্রাইক এবং বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার প্রতীকী কর্মবিরতি পালনের পাশাপাশি তাদের দাবি জানিয়ে জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবির সমর্থনে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের কাছে। জলপাইগুড়ি জেলার সমস্ত বিধায়ক ও সাংসদের কাছে চিঠির প্রতিলিপি পাঠানো হয়।
|
নৈশ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে কিরণচন্দ্র নৈশ ফুটবল। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত ওই ফুলবল প্রতিযোগিতায় এ বার ১২ টি দল অংশ নিচ্ছে। সেরা দলের জন্য থাকছে ২০ হাজার টাকা নগদ পুরস্কার। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল বলেন, “১৭ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু। চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্স দলকে ১৫ হাজার টাকা দেওয়া হবে।” তার আগে ৮ নভেম্বর থেকে ৪ দিন ব্যাপী অনূর্ধ্ব ১৬ ফুটবল উৎসব হবে।
|
ভবন উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ফাঁসিদেওয়ার টামবাড়ি প্রাথমিক স্কুলের নতুন স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল মঙ্গলবার। উদ্বোধন করেন শিলিগুড়ি প্রাথমিক কাউন্সিল চেয়ারম্যান সমর চক্রবর্তী। ফাঁসিদেওয়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক কর্ণধর বাইন জানান, এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও হয়েছে।
|
টসে জয়
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা হল ফুলবাড়ির পুঁটিমারিতে। সোমবার স্থানীয় নিউ স্টার ক্লাবের পরিচালিত নিজস্ব ফুটবল মাঠে ওই খেলা হয়। এতে ১২টি দল অংশ নিয়েছিল। চূড়ান্ত খেলা হয় পুঁটিমারি নিউ স্টার ক্লাব বনাম স্থানীয় এনএইচসি চা বাগান। কোনও পক্ষেই গোল দিতে পারেনি। টসে নিউ স্টারকে জয়ী ঘোষণা করা হয়।
|
হুমকি |
পুলিশ-প্রশাসনের নিয়মে জেরে দুর্গাপুজো এবং কালিপুজোয় ক্লাবগুলিকে মাইক সরবরাহ না করার হুমকি দিলেন জলপাইগুড়ি জেলা সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের সম্পাদক অসিত নন্দী জানান, শব্দবিধি বেঁধে রাখার জন্য প্রশাসনের তরফে একটি যন্ত্র মাইকের সঙ্গে জুড়ে লাগানোর কথা বলা হচ্ছে। কিন্তু এই ধরনের যন্ত্র উত্তরবঙ্গে খুবই কম পরিমাণে রয়েছে। তাই এবার যন্ত্রটি ছাড়াই অনুমতি দেওয়ার কথা বলা হয়। মঙ্গলবারও পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। |
|