ছাত্রছাত্রীদের পোশাক বিলি করা নিয়ে গোলমালের জেরে স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকদের একাংশ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও মঙ্গলবার পর্যন্ত বোরোর জাওড়া প্রাথমিক স্কুলের দরজার তালা খোলা হয়নি। স্কুল খোলার ব্যাপারে অভিভাবক ও শিক্ষা দফতর- দু’পক্ষই উদাসীন বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ।শিক্ষকদের অনিয়মিত স্কুলে আসা-যাওয়া, মিড-ডে মিল নিয়ে অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি শিক্ষা দফতর থেকে পাওয়া তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের পোশাক বিলি করা নিয়ে গোলমাল বাঁধে। অন্যান্য পড়ুয়াদেরও ওই পোশাক দিতে হবে বলে গত ১৪ সেপ্টেম্বর বিক্ষোভ দেখিয়ে স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দেন অভিভাবকদের একাংশ। সেই থেকে স্কুল বন্ধ পড়ে রয়েছে। জাওড়া গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক, লক্ষ্মীকান্ত মাহাতো, স্বপন মাহাতোরা বলেন, “আমরা চাই স্কুল খোলা হোক। পাশাপাশি, স্কুল নিয়ে ওঠা অভিযোগগুলির তদন্ত করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।” মানবাজার-২ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক অর্পিতা গঙ্গোপাধ্যায়ের দাবি, “ওই স্কুল খোলার জন্য দু’বার আমি জাওড়ায় গিয়েছিলাম। কিন্তু, বাসিন্দারা আমার সঙ্গে কথা বলতে চান নি। তবুও দু’পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে স্কুলটি দ্রুত খোলার চেষ্টা করছি।” তিনি একথা দাবি করলেও বাসিন্দাদের একাংশের পাল্টা দাবি, পুলিশ এক বার এসেছিল খোঁজ নিতে। কিন্তু, শিক্ষা দফতরের কেউ আসেন নি। প্রধান শিক্ষক কমলকান্তি মাহাতোর দাবি, “আমরা চার জন শিক্ষক প্রতিদিন নিয়ম করে স্কুল চত্বরে গিয়ে অপেক্ষা করি। স্কুল খোলা হয় না। ফিরে যাই।” জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) অজয় আচার্য বলেন, ‘‘স্কুল দ্রুত খোলার চেষ্টা করা হবে।”
|
আবাসিক পড়ুয়াদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা আদায়ে অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার মানবাজার মানভূম কলেজের অধ্যক্ষকে তাঁরা এই দাবিতে স্মারকলিপি দেন। সংগঠনের ব্লক সভাপতি অপূর্ব সিংহের অভিযোগ, “সিনিয়র কয়েক জন ছাত্র টাকা দাবি করায় প্রথম বর্ষের এক ছাত্র কলেজে আসা বন্ধ করে দিয়েছিলেন। হস্টেলের আরও অনেকের কাছ থেকেও তাঁরা টাকা আদায় করেছে বলে শোনা যাচ্ছে। ওই ছাত্রদের শাস্তির দাবি জানাচ্ছি।” একই সঙ্গে তাঁরা কলেজে শিক্ষকদের অনিয়মিত হাজিরা-সহ সাত দফা দাবি জানায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ মণ্ডল বলেন, “টাকা আদায়ে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পরিচালন সমিতির বৈঠকে ঠিক করা হবে।” তাঁর দাবি, শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মিত আসা-যাওয়ার অভিযোগ ঠিক নয়।
|
তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীদের হাতে মার খেলেন অন্য গোষ্ঠীর এক কর্মী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বিক্রমপুর গ্রামে। জখম ব্যক্তির নাম অরূপ নন্দী। তাকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগ, “আমি দীর্ঘ দিন ধরে দিলীপ খাঁর নেতৃত্বে তৃণমূল করছি। তাতেই দিলীপ দা’র বিরোধী স্বপন কোলের রাগ। তাই তাঁর অনুগামীরা আমাকে এ দিন বেধড়ক মারধর করেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।” স্বপন কোলের অনুগামী বলে পরিচিত রবিউল মিদ্যার দাবি, “দিলীপের অভিযোগ মিথ্যা। ওরাই বরং আমাদের এক জনকে মারধর করেছে।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
মাওবাদী স্কোয়াড সদস্য বলে দাবি করে তোলা আদায় করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সাগর সূত্রধর, শুভেন আনসারি ও রবি রজক নিজেদের মাওবাদী দাবি করে খুনের হুমকি দিয়ে বরাবাজার, কাশীপুর, আড়শা এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা আদায় করত। পুরুলিয়া মফস্সল থানা ও রঘুনাথপুর থানা এলাকায় তাদের বাড়ি। সোমবার পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ১৪ দিন জেল হাজত হয়।
|
বাইকের ডিকির চাবি ভেঙে টাকা চুরি হল মানবাজারের পোদ্দারপাড়ায়। এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে টাকা তুলে ডিকিতে রেখেছিলেন। পরে তিনি দেখেন টাকা নেই। |