টুকরো খবর |
পরে চাঁদা দেব বলায় লরিচালককে মারধর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে এক লরিচালককে মারধরের অভিযোগ উঠল একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার দিয়াড়া গ্রামে মঙ্গলবার ভোরে। গুরুতর আহত ওই লরিচালক আনারুল কয়ালকে প্রথমে রুদ্রপুর হাসপাতালে ও পরে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি বাদুড়িয়ার তারাগুনিয়ায়। এই ঘটনার প্রতিবাদে এ দিন সকালে লরিমালিক-শ্রমিক ও স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে ভোরবেলা স্থানীয় একটি পুজো কমিটির সদস্যেরা বাদুড়িয়ায় রাস্তায় উপরে গাড়ি আটকে চাঁদা আদায় শুরু করেছে। এই নিয়ে গাড়িচালকদের সঙ্গে তর্কাতর্কি লেগেই ছিল। এ দিন ভোরে ওই রাস্তায় লরি নিয়ে যাচ্ছিলেন আনারুল। তাঁর লরি আটকে চাঁদা দাবি করা হলে তিনি বলেন, ‘‘কাছে টাকা নেই। পাশের গ্রামেই আমার বাড়ি । তা ছাড়া পুজোরও দেরি আছে। পরে দিয়ে দেব।’’ অভিযোগ এতে রাজি হয়নি ওই যুবকেরা। এ নিয়ে দু’পক্ষে বচসা বেধে যায়। অভিযোগ, সেই সময় এক যুবক চালকের কেবিনে উঠে নারুলকে মারতে মারতে নীচে নামানোর চেষ্টা করে। মারের চোটে আনারুলে চোখে আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর পরেই লরিচালক ও জনতা রাস্তা অবরোধ করে। তাঁদের অভিযোগ পুজো আসতে না আসতেই গাড়ি আটকে চাঁদার জুলুম শুরু হয়ে গিয়েছে। বাধা দিলে হুমকি, মারধর করা হচ্ছে। শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। |
এনএসজি হাবের উদ্বোধন স্থগিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারাসতে আজ, বুধবার এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) হাবের উদ্ধোধন স্থগিত রাখা হয়েছে। ওই হাবের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। মঙ্গলবার উত্তরবঙ্গ ও সিকিম সফররত মমতা নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। চিদম্বরমকে ফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ভয়াবহ ভূমিকম্পের জন্য তিনি ঘটনাস্থালে রয়েছেন। বুধবার বিকালে তাঁর কলকাতায় ফেরার কথা। এই পরিবর্তিত পরিস্থিতিতে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। পুজোর পর ওই অনুষ্ঠান হতে পারে বলে এ দিন সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে। বিরোধী শিবিরের একাংশের ব্যাখ্যা, নির্বাচনী বিধিভঙ্গ সংক্রান্ত বিতর্ক এড়াতেই
ওই অনুষ্ঠান স্থগিত রাখা হল। ঘটনাচক্রে, ওই বিষয়ে সোমবারই সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল। |
আর্থিক প্রতারণা, গ্রেফতার চিটফান্ড কর্তা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চিট ফান্ড ফুলে কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সিআইডি। সিআইডি জানায়, ধৃত দীপাঞ্জন হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ঘোষপাড়ায়। সোমবার রাতে কলকাতার নিউমার্কেট থানা এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, ডায়মন্ড হারবার এবং রামনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল এবং সৈয়দ নাসিরুদ্দিন ২৯১০ সালের নঙেম্বর মাসে অভিযোগ করেন, একটি আর্থিক সংস্থা ১০ মাসে দ্বিগুণেরও বেশি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মেয়াদ শেষে তাঁরা টাকা ফেরত পাচ্ছেন না। ওই সংস্থাও স্থানীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, দীপাঞ্জন ওই চিট ফান্ডের মালিক। তার বাবা রমেশ দালদার এবং মা মিনতিদেবীও চিট ফান্ডের অংশীদার। ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, রামনগর ও কুলপি থানা এলাকার অনেক আমানতকারীর কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা নিয়ে দীপাঞ্জন বেপাত্তা হয়ে যান। মঙ্গলবার ওই যুবককে ডায়মন্ডহারবার আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। |
লরিতে পিষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দেগঙ্গার আমুলিয়া মোড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভক্ত মণ্ডল (২৩)। এ দিন তিনি সব্জি বিক্রি করতে স্থানীয় বাজারে গিয়েছিলেন। বেলা ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বেড়াচাঁপার দিকে দ্রুতগতিতে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার চোটে পড়ে গেলে ওই লরিরই চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। লরিচালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় মানুষ। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। লরিটি আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। |
অস্ত্র-সহ ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ডাকাতির উদ্দেস্য জনে হওয়া চার সশস্ত্র দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়েছে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ডকঘাট এলাকা থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রহুমদ্দিন সর্দার, মোসাররফ হোসেন মোল্লা, সফিউদ্দিন মণ্ডল ও হায়দার শেখ। তাদের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি জেরায় ধৃতেরা জানায় তারা ডাকাতি করার উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল। মহ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। |
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ময়রাপাড়া পূর্বজটা গ্রামের কাছে ঠাকুরান নদীতে সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ হালদার (৫৫)। বাড়ি ওই এলাকাতেই। |
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
দক্ষিণ ২৪ পরগনায় মগরাহাটের রাধানগর ভূতনাথ মেমোরিয়াল ইনস্টিউটে রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে ঢোলাহাটের লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাইস্কুলের নির্বাচনে হেরে গিয়েছে সিপিএম। এখানেও সব আসনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। |
রাস্তায় গাছ, ব্যাহত যান চলাচল |
রাস্তায় গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হল ৩৪ নম্বর জাতীয় সড়কে। সোমবার রাতে হরিণঘাটার আনন্দপুরে রাস্তার উপরে গাছ পড়ায় দু’দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কল্যাণী-ব্যরাকপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। |
দম্পতির দেহ উদ্ধার |
বন্ধ ঘরে মিলল দম্পতির ঝুলন্ত দেহ। তাঁদের নাম সমীর মিত্র (৫০) ও রূপালি মিত্র (৪২)। মঙ্গলবার, বারাসত থানার মধ্যমগ্রামের বিবেকানন্দনগরে। পুলিশ জানায়, স্থানীয়েরা ঘর থেকে কটু গন্ধ পাওয়ার খবর দিলে দরজা ভেঙে দেহ দু’টি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, একটি সুইসাইড নোট মিলেছে। |
|