টুকরো খবর
শিক্ষক প্রহৃত, রাজ কলেজে ক্লাস বয়কট
মদ্যপ এক যুবকের হাতে প্রহৃত হলেন কান্দি রাজ কলেজের এক শিক্ষক। তার জেরে মঙ্গলবার ওই কলেজের আংশিক সময়ের শিক্ষকেরা ‘নিরাপত্তার’ দাবিতে ক্লাশ বয়কট করেন। একই দাবিতে কান্দির বীরেন্দ্রচন্দ্র কলেজের আংশিক সময়ের শিক্ষকেরাও এ দিন ক্লাশ নেনি। পুলিশ অবশ্য মদ্যপ ওই দুই যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে মোটরবাইকে যাচ্ছিলেন কান্দি রাজ কলেজের আংশিক সময়ের শিক্ষক বাপ্পাদিত্য চক্রবর্তী। কলেজের ছাত্রাবাসের সামনে আচমকাই তাঁর বাইকের সামনে এসে পনে ওই দুই টালমাটাল যুবক। অশ্রাব্য ভষায় ওই শিক্ষককে গালগাল করতে থাকে তারা। সঙ্গে নাবাল পুত্র থাকায় সে সময়ে কিছু না বলে তিনি বানি ফিরে গিয়ে ছেলেকে রেখে ফিরে এসে ওই দুই মদ্যপের গালমন্দ করার প্রতিবাদ জানান। ফল হয় উল্টো। দু জনেই এ বার তাঁকে পেটাতে থাকে। এই সময়ে তাঁকে ‘কামড়ে’ দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁর চিৎকার শুনে অন্যান্য যুবকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পুলিশ জানায় ওই শিক্ষকের অভিযোগর ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

চুরি নবদ্বীপে
থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে একটি সোনার দোকানে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নবদ্বীপের বড়বাজার সোনাপট্টিতে। এ দিন তিন জন দুষ্কৃতী খরিদ্দার সেজে দোকানে ঢোকে বলে অভিযোগ। তাদের এক জন দোকান মালিক শিবদাস গাঙ্গুলির পরিচিত। তারা শিবদাসবাবুকে মারধর করে বেশ কিছু সোনার গয়না ও কয়েক নগদ হাজার টাকা লুঠ করে পালায়। ওই রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। নবদ্বীপ থানার আইসি হারাধন নন্দী বলেন, “আমরা চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।”

রাস্তা নিয়ে ক্ষোভ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার নওদার একটি রাস্তা অবরোধ করে এলাকার দু’টি মাদ্রাসার ছাত্রছাত্রীরা। ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, ত্রিমোহিনী থেকে দুধসর যাওয়ার ওই রাস্তাটি বহুদিন ধরে খারাপ। নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি আরএসপি-র আব্দুল বারি মোল্লা বলেন, “আইনগত সমস্যার জন্য রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। সমস্যা মিটলে রাস্তা সংস্কার করা হবে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম শুক্লা বসু (৪০)। বাড়ি কোতোয়ালির আসাননগরে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এ দিন সকালে শুক্লাদেবী বড় একটি টেবিল ফ্যান চালিয়ে ধান ঝাড়ছিলেন। সেই পাখা সরাতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম তহিমিনা বিবি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কান্দির নতুনগ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। তাঁকে পুরন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে।

রাস্তার উদ্বোধন
জাতীয় গ্রামীণ কর্ম সংস্থান নিশ্চয়তা প্রকল্পের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন হল সম্প্রতি। তাহেরপুরের বাদফুল্লা-২ পঞ্চায়েতের কদমতলা থেকে শীতলা মন্দির পর্যন্ত এবং পঞ্চায়েত অফিস থেকে ওই মন্দির পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা নির্মাণে খরচ হয়েছে ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। রাস্তার উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রেশমি কমল। উপস্থিত ছিলেন হাঁসখালির বিডিও বিষ্ণু কবিরাজ, হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অতসী চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান দীনেশ চক্রবর্তী। দীনেশবাবু বলেন, “ওই প্রকল্পের টাকা দিয়ে রাস্তা ছাড়াও পাকা জলাধার, কংক্রিটের ড্রেন, পুকুর সংস্কার-সহ বিভিন্ন কাজ করা হয়েছে।”

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম নকড়ি মাঝি (৫৪)। বাড়ি সুতির বংশবাটিতে। তিনি মাঝির কাজ করতেন। সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি ও তাঁর এক সঙ্গী। নদীর পাড়েই বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গীকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম শুক্লা বসু (৪০)। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালির আসাননগরে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এ দিন সকালে শুক্লাদেবী বড় একটি টেবিল ফ্যান চালিয়ে ধান ঝাড়ছিলেন। সেই পাখা সরাতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.