
সংস্কৃতি যেখানে যেমন |
|
রজত জয়ন্তী |
 |
রঘুনাথগঞ্জের কিশলয় প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল রজত জয়ন্তী বর্ষ। এই উপলক্ষে প্রভাতফেরি ও সারা দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্রভবনে। এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অজিত সেনকে। স্কুলের ১৭ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে।
|
স্বর্ণশিল্পীদের অনুষ্ঠান |
বিশ্বকর্মা পুজো উপলক্ষে রবিবার বেলডাঙা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণশিল্পী সমিতির মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি। এ ছাড়াও ছিল লোক গান ও লোক নৃত্য।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নেতাজি তরুণ তীর্থের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলডাঙার এই সংগঠনের মাঠের এই অনুষ্ঠানে স্থানীয় কচিকাচারা যোগ দেয়।
|
৭৫ বর্ষপূর্তি উৎসব |
জিয়াগঞ্জের সুরেন্দ্রনারায়ণ বাহাদুর বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গত সোমবার। উৎসব চলবে বছর ভর। প্রভাতফেরি, লাঠি নৃত্য, আবৃত্তি, নৃত্য ও সমবেত সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। স্কুল সম্পর্কে আলোচনা করেন সাংসদ অধীর চৌধুরী ও স্থানীয় বিধায়ক শাওনি সিংহ।
|
রজত জয়ন্তী পালন |
গত শুক্রবার বহরমপুরের সরস্বতী ও সারদা শিশুমন্দির শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান হয় বহরমপুর রবীন্দ্র সদনে। ওই প্রতিষ্ঠানের খুদে পড়ুয়ারা নৃত্যনাট্য, গান, আবৃত্তি, হাস্যকৌতুক ও মুকাভিনয় পরিবেশন করেন। অনুষ্ঠানের সভাপতি অজয়কুমার মণ্ডল, প্রধান অতিথি আলোক চট্টোপাধ্যায় অনুষ্ঠআনে বক্তৃতা করেন।
|
ঋত্বিকের ডাকঘর |
রবীন্দ্রনাথের ডাকঘর মঞ্চস্থ করল বহরমপুরের নাট্য সংস্থা ঋত্বিক। কেন্দ্রীয় সরকারের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে মঙ্গলবার সল্টলেকের পূর্বাশা প্রেক্ষাগৃহে ঋত্বিক নাটকটি মঞ্চস্থ করে। প্রতি মাসের প্রত্যেক সপ্তাহে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের তরফে একটি করে নাট্য সংস্থাকে নাটক মঞ্চস্থ করার আমন্ত্রণ জানানো হয়।
|
‘কোমল গান্ধার’ |
গত রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে ‘কোমল গান্ধার’ সংস্থার একটি অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন ঊষা বাগচি, আনুশা ইসলাম, সুজাতা চৌবে প্রমুখ। গিটার বাজান বিশ্বনাথ রায় কর্মকার এবং সুদীপ্ত মুখোপাধ্যায়। |
|