ফের উত্তপ্ত আরামবাগ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গুরুতর জখম এক তৃণমূল কর্মীকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কড়ুই গ্রামে। কাজি মহম্মদ মারুয়া নামে ওই তৃণমূল কর্মীকে মারধোরের ঘটনায় দলেরই তিন কর্মী শেখ বাদশা আলম, শেখ বদরে আলম ও শেখ রনির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মহম্মদের অভিযোগ, “কড়ুই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি কমিটি হয়। সেই কমিটিতে রাখার জন্য দু’জনের নাম প্রস্তাব করি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই দু’জনকে কেন কমিটিতে রাখা হল, সেই প্রশ্ন তুলে আমাকে মারধর করে তিন জন।’’ অভিযোগ অস্বীকার করে শেখ বাদশা আলমের বক্তব্য, “শুধু বচসা হয়েছে।’’ মঙ্গলবার সিপিএমের সভায় যাওয়াকে কেন্দ্র করে বাইশ মাইল বাজারে সিপিএম-তৃণমূলের মারামারি বাধে। মান্ডা গ্রামের সিপিএম নেতা অশোক পাত্রকে মারধরের ঘটনার কিছু ক্ষণের মধ্যে একই জায়গায় শেখ রিয়াজুল এবং শেখ সামেদ নামে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। পুলিশ তৃণমূলের একজনকে ধরেছে। |
স্থায়ী নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রাণিবন্ধুদের
নিজস্ব সংবাদদাতা • হাওড়া |
স্থায়ী নিয়োগ-সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাণিবন্ধু সমিতি-র হাওড়া শাখা স্মারকলিপি দিল জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে প্রাণিবন্ধু নিয়োগ করার কথা। জেলার ১৫৭টি পঞ্চায়েতের মধ্যে এ পর্যন্ত ১২৬টি পঞ্চায়েতে একজন করে প্রাণিবন্ধু নিয়োগ করা হয়েছে। অস্থায়ী ভাবে নিযুক্ত এই সব প্রাণিবন্ধুরা অসুস্থ গৃহপালিত জীবজন্তুর চিকিৎসা, গো-পালকদের পরামর্শ, টিকাকরণ প্রভৃতি কাজ করেন। প্রাণিবন্ধু সমিতির অভিযোগ, এ সব কাজের বিনিময়ে তাঁরা কোনও পারিশ্রমিক পান না। শুধুমাত্র কৃত্রিম প্রজনন করানোর জন্য তাঁরা গো-পালকদের কাছ থেকে কিছু টাকা পান। তবে সেই টাকারও একটা অংশ আবার প্রাণিসম্পদ বিকাশ দফতরে জমা দিতে হয়। সমিতির দাবি, অবিলম্বে প্রাণিবন্ধুদের স্থায়ী ভাবে নিয়োগ করতে হবে। যতদিন তা না হচ্ছে, তত দিন প্রাণিবন্ধুদের মাসিক ভাতা দিতে হবে। জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের এক কর্তা জানান, এই সমস্যা সমাধানের ক্ষমতা তাঁদের হাতে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। |
সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। মঙ্গলবার ঘটনাটি ঘটে দেগঙ্গার আমুলিয়া মোড়ে। পুলিশ জানায় মৃতের নাম ভক্ত মণ্ডল (২৩)। তিনি সব্জি বিক্রি করতে স্থানীয় বাজারে গিয়েছিলেন। বেলা ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে বেড়াচাঁপার দিকে যাওয়া একটি লরি তাঁকে ধাক্কা মারে। |