কর্তব্যরত পুলিশকর্মীদের হাত থেকে বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করল সিউড়ির এটিএমে লুঠের ঘটনায় ধৃত চার বন্দি। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে জেলাশাসকের কার্যালয় থেকে সংশোধনাগার যাওয়ার রাস্তায়, একটি পেট্রোল পাম্পের সামনে। জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ জানান, এটিএমে ডাকাতি কাণ্ডে ধৃত চার বিচারাধীন বন্দিকে নিয়ে এ দিন সিউড়ি আদালতে যান চার পুলিশকর্মী। সেখান থেকে প্রিজন ভ্যানে সংশোধনাগারে ফেরার পথে দুই পুলিশকর্মীর চোখে পাউডার ছিটিয়ে তাঁদের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে বাপি পণ্ডিত ও মির মনসুর আলি নামের দুই বন্দি। পুলিশকর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি শুরু হয়। ততক্ষণে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সুপার বলেন, “ওই দুই পুলিশকর্মীর চোখের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অপর দুই দুষ্কৃতী নাসিরুদ্দিন শেখ ও শেখ খুরশেদ একই গাড়িতে থাকলেও এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।তবে বাপি ও মনসুরের বিরুদ্ধে একটি মামলা রুজু হবে।”
|
নানুরের পরে এ বার লাভপুরের একটি স্কুল পরিচালন সমিতির ক্ষমতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতে চলেছে তৃণমূল জোট। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। লাভপুরের এস এন বালিকা বিদ্যালয়ের ক্ষমতা দখল করতে চলেছে তারা। ২৫ সেপ্টেম্বর ওই স্কুলে নির্বাচন। ৬টি আসনের জন্য তৃণমূলের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন ৬ জন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকি ৬ জনকে জয়ী বলে ঘোষণা করা হবে। দীর্ঘ ৬ বছর পরে এই স্কুলে পরিচালন সমিতির ক্ষমতা হাতছাড়া হল সিপিএমের।
|
বিনা প্রতিন্দ্বিতায় মুরারই পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের কিশোর পিপাড়া। মঙ্গলবার প্রধান নির্বাচনে ১৯ জন সদস্যের মধ্যে সিপিএমের ২ জন সদস্য অনুপস্থিত ছিলেন। সম্প্রতি ওই পঞ্চায়েতে কংগ্রেস প্রধান মহম্মদ মোতাহার হোসেনের বিরুদ্ধে আনাস্থা এনেছিলেন দলের সদস্যরসা।
|
চোর সন্দেহে ধরা পড়া দুই তরুণকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই দু’জনকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, ওই দু’জনকেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। দুবরাজপুর বাজার সংলগ্ন পাকুরতলা মোড়ের কাছে একটি কাপড়ের দোকান, লজ ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। লজেরক পিছনের দু’তিনটি ঘর আছে। এগুলির কোনটি কাপড়ের গুদাম, আবার কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভাঙাচোরা মালপত্র রাখা হয়। সাধারণত ওই ঘরগুলি খোলা হয় না। কাপড়ের দোকানের কর্মীদের দাবি, মঙ্গলবার সকালে গুদাম খুলতেই দু’জনকে দেখতে পান। যদিও জনতার দাবি, ওই দু’জনকে ব্যাঙ্কের অপ্রয়োজনীয় মালপত্র রাখার ঘর থেকে পাওয়া গিয়েছে। জানালা ভেঙে ওই ঘরে ঢুকেছিল। অভিযোগ, এলাকায় ফ্যান, মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত।
|
জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে রামপুরহাট থানার মাঝখণ্ড ও তেনাচুড়া সাঁকোর মাঝামাঝি এলাকায় পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। |