ঘুষ চাওয়ায় অভিযুক্ত ট্রাফিক ইনস্পেক্টর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক সরকারি আইনজীবীর কাছে থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক ইনস্পেক্টরের বিরুদ্ধে। মির্জা মিরকাশিম নামে ওই ইনস্পেক্টরের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এই অভিযোগ জানিয়েছেন আইনজীবী মানসকুমার বন্দ্যোপাধ্যায়। মানসবাবুর অভিযোগ, মঙ্গলবার তিনি জি টি রোড ধরে আদালতে যাওয়ার সময়ে ওই ট্রাফিক ইনস্পেক্টর তাঁকে থামিয়ে মোটরবাইকের কাগজপত্র দেখতে চান। আইনজীবীর দাবি, তিনি কাগজপত্র দেখান। তিনি ট্রাফিক নিয়ম ভেঙেছেন জানিয়ে ‘স্পট ফাইন’ হিসেবে একশো টাকার রসিদ কেটে দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার সময়ে ওই ইনস্পেক্টর অতিরিক্ত পঞ্চাশ টাকা চান বলে অভিযোগ মানসবাবুর। জরিমানার টাকা যথাস্থানে পৌঁছে দেওয়ার খরচ হিসেবে এই অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানান ইনস্পেক্টর। তা দিতে অস্বীকার করায় তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ আইনজীবীর। অভিযুক্ত ট্রাফিক ইনস্পেক্টর মির্জা মিরকাশিম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই আইনজীবী ট্রাফিক নিয়ম ভাঙায় তাঁকে স্পট ফাইন’ দিতে বলা হয়। কোনও অতিরিক্ত টাকাই চাওয়া হয়নি।” এ দিকে, বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সদস্যেরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। সংগঠনের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “ওই ইনস্পেক্টরের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে রাস্তায় দুর্বব্যহারের প্রচুর অভিযোগ শুনেছি। আমরা চাই, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।” বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
পঞ্চায়েত সদস্যার আত্মসমর্পণ কোর্টে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রধান গ্রেফতার হওয়ার পরে পঞ্চায়েতের পুকুর সংস্কারে টাকা তছরুপের অভিযোগে আদালতে আত্মসমর্পণ করলেন রায়না ২ ব্লকের পাঁইটা ২ পঞ্চায়েতের সিপিএম সদস্য দেবুবালা মালিক। মঙ্গলবার তিনি বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচাকর চিন্ময় চট্টোপাধ্যায় এই আবেদন না-মঞ্জুর করে তাঁকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পাঁইটা ২ পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে। গ্রামবাসীর অভিযোগ পেয়ে বিডিও তদন্ত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সোমবার প্রধান সুমিত্রা সরকারকে পুলিশ গ্রেফতার করে। এ দিন তাঁকেও সিজেএম আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
পোস্ত নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
পোস্ত চাষ নিয়ে বৈঠক হল কালনায়। সোমবার বিকেলে কালনা থানার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কালনা ১ ও ২ ব্লকের পঞ্চায়েতগুলির প্রধান ও উপপ্রধানরা, কালনার এসডিপিও, সিআই, কালনা থানার ওসি, আবগারি দফতরের ওসি ও কৃষি দফতরের এক প্রতিনিধি। এই আলোচনাসভায় উপস্থিত প্রধান ও উপপ্রপধানদের পোস্ত চাষ করলে কী কী শাস্তি হতে পারে-সহ বিভিন্ন তথ্য জানানো হয়। যদিও পঞ্চায়েত প্রধানরা জানিয়েছেন, এলাকায় পোস্ত চাষ হচ্ছে বলে তাঁদের জানা নেই। পুলিশ ও প্রশাসনের তরফে এ দিন প্রধানদের পঞ্চায়েত সদস্যদের নিয়ে এই বিষয়ে একটি বৈঠকের নির্দেশ দেওয়া হয়।
|
অলচিকি চালুর দাবি
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন পালন করা, প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অলচিকি লিপি প্রচলন, সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ-সহ ১৪ দফা দাবিতে মন্তেশ্বরের বিডিও-র কাছে স্মারকলিপি দিল সাঁওতালি বিকাশ মোর্চা নামে একটি সংগঠন। বিডিও প্রদীপকুমার অগ্রবাল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
বিদ্যুৎ নিয়ে ক্ষোভ, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
টানা ২০ দিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলে বিদ্যুৎ সরবরাহ অপর্যাপ্ত। অবিলম্বে সুষ্ঠ বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ দিন প্রায় তিনশো আবাসিক রাজবাটি প্রশাসনিক ভবনে উপাচার্য, সহ-উপাচার্য ও অন্য আধিকারিকদের ঘেরাও করেন। সমস্ত দফতরের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন। আবাসিকদের দাবি, গত কয়েক দিন ধরে পরিস্থিতি চরমে পৌঁছেছে। বারবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হচ্ছে না। উপাচার্য সুব্রত পাল ঘেরাওকারীদের বলেন, “সমস্ত হস্টেলের সুপারকে দিয়ে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কথা লিখিয়ে আনুন। তার পরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’’ আবাসিকদের দাবি, তাঁরা অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কথা লিখিয়ে আনার পরে উপাচার্য বলেন, “সমস্যার আশু সমাধান সম্ভব নয়। আমি বিষয়টি নিয়ে আলোচনা করব।” প্রায় তিন ঘণ্টা এই ঘেরাও চলার পরে ছাত্রেরা ফিরে যান।
|
গোষ্ঠীদ্বন্দ্ব, ধৃত ৮
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমানের রসিকপুরে। দু’পক্ষই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রসিকপুরের তৃণমূল নেতা জাকির হোসেন মল্লিক ওরফে বাদশার বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ করেন দলের আর এক নেতা আব্দুল রবের অনুগামীরা। অন্য দিকে, আব্দুল রবের লোকজনের বিরুদ্ধে একটি দোকানে লুঠপাটের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দু’পক্ষের মোট আট জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বিচারক ধৃতদের জামিনে মুক্তি দেন। |