নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চলত ৬টি বাস। এখন চলছে একটি। অবিলম্বে বাসগুলি চালুর দাবিতে ঘণ্টা দুয়েক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়া-রানিগঞ্জ রাস্তার বালানপুর মোড়ে। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ ইকড়া, বালানপুর ও সার্থকপুরের বাসিন্দারা অবরোধ শুরু করেন। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। |
বাসিন্দাদের দাবি, জামুড়িয়া থেকে ইকড়া, বালানপুর হয়ে ৬টি মিনিবাস রানিগঞ্জ যেত। দীর্ঘদিন ধরে সেগুলি বন্ধ। এখন মাত্র একটি বাস চলাচল করে। ফলে বিপাকে পড়ছেন বাসিন্দারা। পর্যাপ্ত বাস চালু করা না-হলে ওই বাসগুলির মালিকদের নামে দেওয়া রুট বাতিল করতে হবে। প্রয়োজনে ট্রেকার চালানোর ব্যবস্থা করতে হবে। বেহাল রাস্তা সংস্কারের দাবিও তোলা হয়। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানান, মালিক দু’টি বাস বিক্রি করে দিয়েছেন। লাভ হচ্ছিল না বলে একটি বাস একটি সংস্থার কর্মী পরিবহণ করছে। দু’টি বাস ডিজেলের দাম বাড়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনকে কর্মী পরিবহণ করা বাসটি রুটে চালানোর অনুরোধ করা হয়েছে। অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, জামুড়িয়া-রানিগঞ্জ রাস্তার কোরাপাড়া থেকে কাঁটাগোড়িয়া মোড়, মারা ফাঁড়ি থেকে বালানপুরের বেহাল অবস্থা। শেখপুর ও দামোদরপুরে ইকড়া-বালানপুর রাস্তা খানাখন্দে ভরপুর। এই জায়গাগুলিতে ইট ও বোল্ডার দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছিল। এখন তা উঠে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাস্তার জন্যই এক দিন কর্মীরা ৪ ঘণ্টা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন। |