অন্ডালে ময়রা কোলিয়ারির এজেন্ট ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
‘হাউজিং কমিটি’কে উপেক্ষা করে খেয়ালখুশি মতো খনি কর্মী আবাসন বণ্টন করছেন কোলিয়ারির এজেন্ট। এই অভিযোগ তো বটেই, তার পাশাপাশি আরও একগুচ্ছ অভিযোগ ও দাবি তুলে অন্ডালের ময়রা কোলিয়ারির এজেন্ট অরবিন্দকুমার সিংহকে ঘণ্টা দেড়েক ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাল এআইটিইউসি, আইএনটিইউসি এবং সিটু। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, কর্মী আবাসন বণ্টনে বিধিগত ভাবে হাউসিং কমিটির সুপারিশ মানা হচ্ছে না। এপ্রিল থেকে কর্মীরা জ্বালানি কয়লা পাচ্ছেন না। এজেন্ট স্বেচ্ছাচার করছেন বলেও তাঁরা অভিযোগ করেছেন। কোলিয়ারির এজেন্ট অরবিন্দকুমার সিংহ এ দিন জানান, অভিযোগ ও দাবিগুলি খতিয়ে দেখা হবে। |
নার্সিংহোমে ‘হামলা’
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ধার নেওয়া টাকা ফেরত চাওয়ায় তাঁর নার্সংহোমে হামলা চালিয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার আসানসোল দক্ষিণ থানায় এমন অভিযোগ জানালেন নেতাজি সুভাষ রোড এলাকার একটি নার্সিংহোমের মালিক রাজেশ কেডিয়া। এ দিন এই ঘটনায় এলাকায় অশান্তি ছড়ায়। রাজেশবাবুর অভিযোগ, স্থানীয় বাসিন্দা রোশন শর্মা তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ায় এ দিন সকালে গণ্ডগোল হয়। রোশনবাবু দলবল নিয়ে নার্সিংহোমে চড়াও হন বলে অভিযোগ। পরে নেতাজি সুভাষ রোডও অবরোধ করা হয়। পুলিশ গিয়ে অবরোধ তোলে। এ দিকে, রোশনবাবুর পাল্টা দাবি, একটি রক্তদান শিবিরে টাকা দিয়েছিলেন রাজেশবাবু। সে জন্য রক্তের ৫০টি ক্রেডিট কার্ড তাঁকে দিতে হবে বলে জানান তিনি। তা না দেওয়ায় এ দিন তাঁদের উপরে হামলা হয় বলে রোশনবাবুর দাবি। পুলিশ জানায়, রাজেশবাবু লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে। |
ব্লক অফিসে প্রতীকী অনশন
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
এলাকার বেহাল রাস্তার সংস্কার, মাড়ো গ্রামের খড়ি নদীর সংস্কার, মানকর গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি প্রভৃতি ১১ দফা দাবিতে মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় ব্লক অফিসে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। পরে অবশ্য গলসি ১-এর বিডিও নিরঞ্জন করের আশ্বাসে অবস্থান ওঠে। কংগ্রেসের স্থানীয় নেতা জয়গোপাল দে বলেন, “দীর্ঘ দিন ধরেই এই নিয়ে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনও ফল পাচ্ছেন না এলাকাবাসী। তাই এ দিন এই কর্মসূচি পালন করা হয়।” |
ওয়ার্কস কমিটি ভোটে জয়ী সিটু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিএসপি-র পরে এ বার একটি বেসরকারি কারখানার ‘ওয়ার্কস কমিটি’ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেল সিটু। অ্যালস্টম প্রজেক্টস লিমিটেড নামে ওই কারখানায় মঙ্গলবার নির্বাচন হয়। সন্ধ্যায় ফল প্রকাশ হতে দেখা যায়, সিটু প্রায় ৩৮ শতাংশ, আইএনটিটিইউসি প্রায় ৩২ শতাংশ এবং আইএনটিইউসি ২৯ শতাংশ ভোট পেয়েছে। ডিওএসপি-র মতো এখানেও আইএনটিইউসি ও আইএনটিটিইউসি-র মধ্যে কোনও জোট হয়নি। |