লাইনে দাড়িয়ে বহির্বিভাগের টিকিট কেটে ঠায় ২ ঘণ্টা অপেক্ষা করার পর চিকিসক না আসায় ক্ষুব্ধ রোগীর আত্মীয় ও বাসিন্দারা স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন। শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ৫ টি গ্রাম পঞ্চায়েতের দেড় লক্ষ বাসিন্দা ওই স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভরশীল। বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক কোনমতে পরিস্থিতি আয়ত্বে আনেন। ফালাকাটার বিডিও সুশান্ত মন্ডল বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা যে খারাপ তা আমরা অস্বীকার করছি না। এক জন চিকিসকের পক্ষে এত রোগী সামলানো সম্ভব নয়। বিষয়টি দেখা হচ্ছে।” বাসিন্দাদের অভিযোগ, এদিন এলাকার ১৫০ জন রোগী সকাল ৯ টায় যথারীতি টিকিট কেটে চিকিসকের জন্য অপেক্ষা করেছিলেন। ৬ দিন আগে হাসপাতালের চিকিসক প্রশিক্ষণে গেছেন। তার বদলে পালা করে ব্লক থেকে চিকিৎসক পাঠানো হচ্ছিল। এদিন বেলা ১১ টা পর্যন্ত পেট ব্যাথা, জ্বর, মাথাব্য্যথা সহ নানা রোগে আক্রান্তরা রোদে দাঁড়িয়ে থাকলেও কোন চিকিৎসক না আসায় উত্তেজনা বাড়তে থাকে। প্রথমে রোগীর পরিবারের লোকজন কর্তব্যরত কর্মীকে চিকিসক কখন আসবেন তা জিজ্ঞাসা করলেও তিনি সদুত্তর দিতে না পারায় স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। ক্ষুব্ধ ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষিতীশ রায় বলেন, “পরিকাঠামো থাকলেও এখানে প্রসব করানো হয় না। একজন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য কেন্দ্র সামলানো যায় না। এটা কর্তৃপক্ষের বোঝা উচিত। তবে এদিন যে চিকিৎসক আসার কথা ছিল তিনি হঅসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি।” ৩ দিন ধরে জ্বরে ভুগে চিকিৎসা করাতে যাওয়া বেবি মজুমদার বলেন, “সকাল সাড়ে ৮টা থেকে চিকিৎসকের দেখা মেলেনি। জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সকলে ধৈর্য হারিয়ে ফেলেন।” ফালাকাটার বিএমওএইচ বিভাস রায় বলেন, “পুরো অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে হাল ফেরানোর চেষ্টা হবে।”
|
দরংয়ে স্কুলে খাবার খেয়ে অসুস্থ ২০০ |
অসমের দরং জেলাপ সিপাঝাড়ে পিপিরাকুচি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে কাল অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রছাত্রী। জনা পঞ্চাশ গ্রামবাসীও ওই খাবার খেয়েছিলেন। তাঁদেরও একই অবস্থা হয়। রাত থেকেই ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের জ্বর, খিঁচুনি ও বমি শুরু হয়। সকাল থেকে পরের পর রোগী মঙ্গলদই হাসপাতালে ভর্তি হতে থাকেন। এখনও অবধি অন্তত দেড়শো জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর অসুস্থ কয়েকজনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুটের ডাল ও মাসকলাই খেতে দেওয়া হয়েছিল। সম্ভবত কোনও ভাবে বিষক্রিয়া ঘটে গিয়েই এই বিপত্তি।
|
তৃণমূলের সেবা দলের উদ্যোগে শুক্রবার পুরুলিয়ার বরাবাজার হাসপাতাল চত্বরে সাফাই অভিযান হয়েছে। |