টুকরো খবর

মদ্যপদের তাণ্ডব কলেজে, রক্তাক্ত শিক্ষিকা
কলেজের মধ্যেই এক দল মদ্যপ যুবকের হাতে রক্তাক্ত হলেন শিক্ষিকা। নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে শুক্রবার বিকেলে ওই ঘটনার পরে আতঙ্কিত শিক্ষক-ছাত্রছাত্রীরা। এ ব্যাপারে আজ, শনিবার কলেজে জরুরি বৈঠক ডাকা হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই কলেজ চত্বরে ঘুরতে দেখা গিয়েছে জনা দশেক যুবকের ওই দলটিকে। বেলা বাড়তেই তাদের ‘আবিষ্কার’ করা যায় শ্রেণিকক্ষের ভিতরে। এক শিক্ষকের নজরে পড়ায় তিনি তাদের বের করে দিয়েছিলেন। তখনকার মতো তারা বেরিয়ে গেলেও দুপুরে মোটরবাইক চড়ে ফের তারা ফের হাজির হয় কলেজে। তার পর ওই যুবকেরা অবাধে দাপিয়ে বেড়াতে থাকে কলেজ জুড়ে। শ্রেণিকক্ষে উঁকিঝুঁকি দেওয়ার ফাঁকেই তাদের এক জন করিডর দিয়ে হেঁটে যাওয়া দর্শন ও বাণিজ্য বিভাগের দুই শিক্ষিকাকে কটূক্তি করতেও ছাড়েনি। প্রতিবাদ করায় ওই দুই জনের কপালে জুটেছিল অশালীন মন্তব্য। বিকেলের দিকে ফের তাদের দেখা যায় কলেজের ইলেকট্রনিক্স বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে। এক শিক্ষক জানান, শ্রেণিকক্ষে ঢুকেই তারা হল্লা শুরু করে। তার পর ছাত্রদের জন্য রাখা খাবারের প্যাকেট কেড়ে নিতে থাকে তারা। বেগতিক দেখে এগিয়ে আসেন ওই বিভাগের শিক্ষিকা সপ্তর্ষিকা দাস (বিশ্বাস)। ও কয়েক জন ছাত্র। কিন্তু মদ্যপ ওই যুবকেরা এ বার তাদের মারধর শুরু করে বলে অভিযোগ। এই সময়ে বাধা দিতে আসেন ওই শিক্ষিকা। বহিরাগত এক যুবকের ঘুসি এসে পড়ে তাঁর মুখে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। হট্টগোল শুনে ছুটে আসেন অন্য শিক্ষকেরা। আসে ছাত্রেরাও। কিন্তু ততক্ষণে তারা সরে পড়েছে। বহিরাগতরা কলেজে ঢুকল কী করে? কলেজের অধ্যক্ষ সঞ্জীব সাহা বলেন, ‘‘গেটে দারোয়ান থাকা সত্ত্বেও ওরা কী ভাবে ঢুকল বুঝতে পারছি না। কলেজের নিরাপত্তা নিয়ে শনিবার আমরা টিচার্স কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছি।”

অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলপোতার ময়নালি গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম আঞ্জুয়ারা বিবি (২৫)। বৃহস্পতিবার তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। বসিরহাট থানা সূত্রের খবর, মৃতার ভাই আবুল কালাম মণ্ডল জামাইবাবু রবিউল মণ্ডল-সহ শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে দিদিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খোলাপোতায় পাশাপাশি গ্রামে বাড়ি আঞ্জুয়ারা এবং রবিউল মণ্ডলের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। অভিযোগ, অতিরিক্ত পণের দাবি নিয়ে গোলমালের সূচনা হয়। গ্রামে সালিশিও বসে তা নিয়ে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।

হিঙ্গলগঞ্জে ফের রাস্তা অবরোধ
আবার রাস্তা অবরোধের ঘটনা ঘটল বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পর পর তিনদিন ধরে এমন অবস্থা চলল। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এ দিন দফায় দফায় কখনও গ্রামবাসী, কখনও গাড়ির চালকেরা রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্দশায় পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জমি নিয়ে বিবাদে হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতা প্রতীত মণ্ডল। বুধবার তার প্রতিবাদে এবং এলাকা থেকে মদের ভাটি উচ্ছেদের দাবিতে পারহাসনাবাদ-লেবুখালি রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। এই ঘটনায় চারজনকে পুলিশ গ্রেফতার করে। তা সত্ত্বেও বৃহস্পতিবার ফের একই জায়গায় রাস্তা অবরোধ করা হয়। শুক্রবার ফের সকাল থেকে কালীবাড়ি মোড়ের কাছে অবরোধ শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

মন্দিরে চুরি
মন্দিরের দরজা ভেঙে কষ্টি পাথরের বিগ্রহ, পিতলের বিগ্রহ ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রামে। মন্দির সূত্রে জানানো হয়েছে চুরি যাওয়া অলঙ্কারের মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে শুক্রবার সকালে তদন্তে যায় পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা গিয়ে দুষ্কৃতীদের আঙুলের ছাপ সংগ্রহ করেন। তবে এ দিন রাত পর্যন্ত বিগ্রহ, অলঙ্কার কিছুই উদ্ধার হয়নি। দুষ্কৃতীদের কাউকেও ধরা যায়নি।

১৪ বাংলাদেশি ধৃত বসিরহাটে
দিল্লিতে আদালত চত্বরে বিস্ফোরণের জেরে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় কড়া তল্লাশি চলছে। শুক্রবার সেই তল্লাশি অভিযান চলার সময়েই ইছামতী সেতুর কাছে ১৪জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৭ জন মহিলা, ৬ জন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের কাছে বৈধ পাসপোর্ট ছিল না বলে পুলিশ জানিয়েছে। জেরায় ধৃতেরা জানিয়েছে, কাজের খোঁজেই তারা সীমান্ত পেরিয়ে এ পারে এসেছিল। কলকাতায় যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময়েই তাদের ধরে পুলিশ।

ধৃত তিন ডাকাত
সোনারপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির অভিযোগে তিন যুবক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, ঘাসিয়ারা থেকে। গত মঙ্গলবার সাত জনের দল ওই ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে পালায়। পুলিশ জানায়, ধৃতদের বাড়ি বিধাননগর ও ক্যানিংয়ে। মিলেছে রিভলভার, ভোজালি ও বোমা। শুক্রবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে ৭ দিন পুলিশি হেফাজত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.