|
|
|
|
|
|
|
মশলামুড়ি... |
|
|
সমীরের শেষ কাজ |
শিল্প নির্দেশক সমীর চন্দর একান্ত প্রিয় ছিল শহর কলকাতা।
বলিউডে চোখ-ধাঁধানো সেট তৈরির কাজে যতই ব্যস্ত থাকুন, কলকাতা থেকে কাজের ডাক এলে তৎক্ষণাৎ ছুটে আসতেন। জড়িয়ে থাকতে চাইতেন বাংলা ছবির কাজে। বাংলা ছবিতে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’-এ ছিল তাঁর শেষ শিল্প নির্দেশনার কাজ। তবে গল্প কিছুটা বাকিও ছিল।
তিনি অসমাপ্ত রেখে গেছেন ‘মিলিয়ন ডলার ড্রপ’ বাংলা রিয়্যালিটি শো-এর কাজ। পার্পল মুভি টাউনে। যে শো-এর মুখ্য অ্যাঙ্কর নায়ক জিৎ।
কে সমাপন করবেন প্রয়াত শিল্পীর কাজ?
সমস্যার সমাধান করলেন সমীরের স্ত্রী লীলা চন্দ। লীলা সাধারণত মুম্বইয়ের বিভিন্ন রিয়্যালিটি শো-এ শিল্প নির্দেশনা করে থাকেন। কিন্তু এখন থাকছেন কলকাতাতেই, স্বামীর ফেলে যাওয়া কাজ শেষ করার জন্য। লীলা বললেন, “সমীর যখনই কলকাতা থেকে কাজের ডাক পেত, পাগলের মতো ছুটে আসত। পয়সা কম কলকাতার কাজে, তা সত্ত্বেও ওর সাঙ্ঘাতিক আবেগ ছিল এই শহরের প্রতি। এখন সমীর চলে যাওয়ার পর ওর ভালবাসার এই শহরে থেকে কাজ করতেই ভাল লাগছে। এ ভাবেই সব দুঃখ ভোলার চেষ্টা করছি।” |
|
|
মিশ্রণ: কানামাছি |
|
|
|
|
|