|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়ায় পঞ্চতত্ত্ব |
মৃণাল ঘোষ |
আর্ট মাইল ও স্টুডিয়ো পোমেগ্রেনেট আয়োজিত বিড়লা অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল সম্মেলক প্রদর্শনী ‘পঞ্চতত্ত্ব’। ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম - এই পাঁচটি শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়ার দর্শনের ভিত্তিতে আয়োজিত এই প্রদর্শনী। ১১ জন চিত্রী, চার জন ভাস্কর ও আটজন আলোকচিত্রী অংশগ্রহণ করেছেন। শিল্পীদের মধ্যে চিত্রে অতনু ভট্টাচার্য, পার্থ দাশগুপ্ত, শম্পা পাঁওয়ার, মল্লিকা দাস সুতার প্রমুখ। ভাস্কর্যে আশিস ঘোষ, বরুণ প্রামাণিক, পল্লব দাস ও পিন্টু সিকদার, আলোকচিত্রে অর্ণব ঘোষাল, ইদ্রিস আমেদ, কৌস্তভ শইকিয়া, সঞ্জয় দাস প্রমুখ। |
প্রদর্শনী
চলছে
সিমা: আর্ট ইন লাইফ ১০ পর্যন্ত।
কনটেম্পোরারি আর্টিস্ট: প্রদীপ্তশঙ্কর ও মৃণাল ১২ পর্যন্ত।
অ্যাকাডেমি: অরুণাভ কর্মকার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। রামরতন, রুমা প্রমুখ ১৪ পর্যন্ত।
সাউথ সিটি মল: বাদল পাল, বুলবুল রায় ১৫ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: অমিতাভ সেনগুপ্ত, ইন্দ্রপ্রমিত রায়, শেখর রায় প্রমুখ ১৮ পর্যন্ত।
ইমামি চিজেল: তাপস কোনার, রিনি ধুমল, শেখর রায় প্রমুখ ১৭ পর্যন্ত।
স্টুডিও ২১: অরুণিমা, গীতি প্রমুখ ১৭ পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: বিভূতিভূষণের প্রকৃতি ও ভাবনা আজ শেষ।
চিত্রকূট: গৌরাঙ্গ বিশাই ১৬ পর্যন্ত। |
|
|
|
|
|