ভাঙা রাস্তায় খোঁড়াচ্ছে ২৮ নম্বর |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ধীবরপাড়া হোক বা ঘোষপাড়া। অভিযোগ সর্বত্র এক। রাস্তাঘাট ও নিকাশি নিয়ে অভিযোগের অন্ত নেই পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সে গোপীনাথপুরই হোক বা খাটপুকুর। কিন্তু রাস্তা ও নর্দমা সংস্কারের ব্যাপারে পুরসভার কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। বছরের পর বছর ধরে পুরসভা তাঁদের সঙ্গে দুয়োরানির মতো ব্যবহার করছে বলে বাসিন্দাদের অভিযোগ। অবিলম্বে এলাকার সামগ্রিক উন্নয়নে পরিকল্পনার দাবিও জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনও কালেই রাস্তাঘাটের অবস্থা ওই ওয়ার্ডে বিশেষ ভাল নয়। পাকা নিকাশি ব্যবস্থাও সর্বত্র গড়ে ওঠেনি। কোথাও আবার রাস্তার গায়ে জল দাঁড়িয়ে থাকে। সে সব জায়গায় কালভার্ট প্রয়োজন। এলাকার সুব্রত মণ্ডল, সুশান্ত ধীবরেরা জানান, মাঝে-মধ্যেই বৃষ্টি হচ্ছে। খানাখন্দ ভরে যাচ্ছে জলে। নর্দমায় জল জমছে। |
সব মিলিয়ে দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। যাতায়াতে সমস্যা। মশা-মাছির উপদ্রব বাড়ছে।
এলাকাবাসী ইতিমধ্যেই পুরসভার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে দরবার করেছেন। কিন্তু পুরসভার হেলদোল নেই বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সোমা ঘোষ, বিপ্লব মণ্ডলেরা বলেন, “সিটি সেন্টার বা বিধাননগরেই পুরসভার যত নজর। আমাদের এলাকায় নজর দেওয়ার সময় কোথায়!” তাঁদেজর আক্ষেপ, গোটা ওয়ার্ডের পরিস্থিতিই কহতব্য নয়। সিটি সেন্টারের ঝাঁ-চকচকে পরিবেশ থেকে ঘুরে এসে মনে হয়, এক অন্য জগতে এসে পড়লেন। পুরসভা কেন সব এলাকায় সমান নজর দিচ্ছে না, সে প্রশ্নও তাঁরা তুলেছেন।
পুরসভা অবশ্য ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ মানতে চায়নি। ডেপুটি মেয়র শেখ সুলতানের দাবি, উন্নয়নের ব্যাপারে পুরসভা পক্ষপাত করে না। প্রয়োজন অনুসারে শহরের সব এলাকার উন্নয়নের জন্যই পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু মূলত বৃষ্টির জন্যই বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে আছে। আবহাওয়া ভাল হলেই সে সব শুরু হয়ে যাবে। ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট, নিকাশি ও কালভার্ট গড়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং প্রয়োজনীয় আর্থিক বরাদ্দও করা হয়েছে বলে তিনি জানান।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই ওয়ার্ডের নতুন তাঁতিপাড়া, ডোমপাড়া, ধীবরপাড়া ও ঘোষপাড়ার জন্য প্রায় ২৮ লক্ষ টাকা, আমবাগান ও গোপীনাথপুরের জন্য ২ লক্ষ ২৩ হাজার টাকা, খাটপুকুরের জন্য প্রায় আড়াই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় প্রয়োজন অনুসারে রাস্তা, নর্দমা, কালভার্ট গড়া হবে। |