|
|
|
|
আন্দোলনের হুমকি মৌসমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কিছু দুষ্কৃতী তাঁদের কর্মীদের উপরে হামলা করছে বলে অভিযোগ করলেন প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর। মৌসমের ব্যাখ্যায়, ওই হামলাকারীরা ‘তথাকথিত তৃণমূল’। ওই হামলা অব্যাহত থাকলে তাঁরা আন্দোলনে নামবেন বলেও হুমকি দিয়েছেন মৌসম। শুক্রবার তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন জেলায় তথাকথিত তৃণমূল দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপরে হামলা করছে। আমরা তৃণমূলের সঙ্গে জোটে আছি। এই ধরনের ঘটনা জোটের পক্ষে ভাল নয়। আমরা সম্পূর্ণ সহযোগিতা চাই। আগামী দিনেও এই পরিস্থিতি থাকলে আন্দোলনে নামতে বাধ্য হব।” প্রসঙ্গত, সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও তৃণমূলের বিরুদ্ধে তাঁদের কর্মীদের উপরে হামলার অভিযোগ তুলেছেন এবং তার সুরাহা চেয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এ দিন মৌসমও জানান, বিধানসভা নির্বাচনের পর থেকে কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীদের উপরে হামলা বেড়েছে। কারা ওই হামলা করছে? এ প্রশ্নের জবাবে মৌসম বলেন, “সিপিএমের মদতপুষ্ট এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়া দুষ্কৃতীরা।” মৌসম আরও জানান, তাঁরা এই সমস্ত হামলার অভিযোগ রাহুল গাঁধী, যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাজীব শতাভ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপবাবুকে জানিয়েছেন। ক্যানিংয়ে কংগ্রেসের উপরে হামলার ঘটনা রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। আজ, শনিবার মৌলালি থেকে ওয়েলিংটনে রাজীব গাঁধীর মূর্তি পর্যন্ত প্রদেশ যুব কংগ্রেস ‘সংহতি পদযাত্রা’ করবে। মৌসম জানান, গত এক বছরে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যসংখ্যা হয়েছে আট লক্ষ। সংগঠনের পাঁচ হাজার পদাধিকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও ৬০ হাজার সদস্যকে পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। |
|
|
|
|
|