টুকরো খবর

১০ দিনেই কর্মবিরতি শেষ, লুমটেক্স চটকল খুলছে আজ
শ্রমিকেরা আচমকাই কাজ বন্ধ করে দেওয়ায় টিটাগড়ের লুমটেক্স চটকলে উৎপাদন থমকে গিয়েছিল গত সপ্তাহে। শুক্রবার, দশম দিনেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে ত্রিপাক্ষিক চুক্তি সই হল। আজ, শনিবার ফের কাজ শুরু হবে সেখানে। এর আগে কোনও চটকলে লক-আউট বা ধর্মঘটের পরে এত দ্রুত তার সমাধান হয়নি। লুমটেক্স চটকলের সমস্যা দ্রুত মেটানোর কৃতিত্ব স্বাভাবিক ভাবেই দাবি করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। মহাকরণে তিনি বলেন, “এখন শ্রমিক ধর্মঘট হোক বা মালিক পক্ষের লক-আউট, কারখানায় উৎপাদন বন্ধ হলেই দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার। আগের সরকারের জমানায় এই চেষ্টা মোটেই করা হত না।” আনুষ্ঠানিক ধর্মঘট অবশ্য হয়নি লুমটেক্সে। কিন্তু প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক নানা দাবিতে ১০ অগস্ট কাজ বন্ধ করে দেন। শুক্রবার নিউ সেক্রেটারিয়েটে শ্রম দফতরে চটশিল্পের সব শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিনিধিরা ছিলেন। অতিরিক্ত শ্রম কমিশনার সুবল বিশ্বাসের মধ্যস্থতায় ওই বৈঠকে সিটু, আইএনটিইউসি, ইউটিইউসি, এআইটিইউসি, বিএমএস, নকশাল শ্রমিক সংগঠনের সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেনও।

ভ্যান উল্টে আহত ৮ স্কুলছাত্র
ভ্যানরিকশা উল্টে গিয়ে আহত হল বেশ কয়েকজন ছাত্র। তাদের মধ্যে আটজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে বসিরহাটের সাঁইপালায় জোড়াপুকুর ধারে আবুদৈয়ান রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ একটি ভ্যানরিকশায় বসিরহাট সাঁইপালা প্রাথমিক বিদ্যালয়ে আসছিল কিছু ছাত্র। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ভ্যানরিকশাটি উল্টে যায়। বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে তাদের উদ্ধার করে আটজনকে হাসপাতালে নিয়ে যায়।

চোলাইয়ের ঠেক ভাঙল পুলিশ
চোলাইয়ের ঠেক চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেশখালির রাজবাড়ি এলাকায় তপন পাইক নামে ওই ব্যক্তি চোলাইয়ের ঠেক তৈরি করে ব্যবসা করছিল। সম্প্রতি গ্রামবাসীরা অভিযোগ করেন, চোলাইয়ের ঠেক হওয়ায় এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বেড়ে গিয়েছে। পুরুষেরা মদ খেয়ে বাড়ি ফিরে মহিলা ও শিশুদের মারধর করছে। অভিযোগ পেয়ে পুলিশ এ দিন অভিযান চালিয়ে চোলাইয়ের ঠেক ভেঙে দেয় ও তপনকে গ্রেফতার করে।

মৃতদেহ উদ্ধার
প্লাস্টিকে মোড়া অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ মিলল। শুক্রবার, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের কাছ থেকে। পুলিশ জানায়, মৃতের গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের অনুমান, অন্যত্র খুন করে দেহটি ফেলে যাওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.