|
|
|
|
বার বার আবেদনেও সারেনি রাস্তা |
ধানগাছ পুঁতে, গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ বেড়াচাঁপায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বার বার রাস্তা সারানোর দাবি জানিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার গর্তে জমা জলে মাছ ছেড়ে এবং ধানগাছ পুঁতে বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপায় টাকি রোডেন এই বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকার মানুষও। সকলের ব্যস্ত সময়ে দু’ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলায় চরম দুর্ভোগে পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে অফিসযাত্রী সকলকেই। শেষ পর্যন্ত বেলা ১১টা নাগাদ দেগঙ্গার বিডিও অমিয় কুমার দাস ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা সারানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
একদিকে বসিরহাট-বরাসাত আর অন্যদিকে হাড়োয়া, হাবরা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়ে এবং বৃষ্টিতে তাতে জল জমে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। স্কুল-কলেজ, কমর্স্থলে যেতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হচ্ছে। প্রশাসনের তরফে কয়েকবার ইট ফেলে কোনওরকমে তাপ্পি দেওয়া হলেও তা কোনও কাজেই আসেনি। সম্প্রতি টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। |
|
--নিজস্ব চিত্র। |
এলাকার মানুষের অভিযোগ, রাস্তাটি যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও সেটি সারানোর ব্যাপারে প্রশাসনের কোনও উদ্যোগ চোখে পড়েনি। কয়েকবার তাপ্পি দিয়ে দায়সারা গোছের কাজ হলেও তাতে রাস্তার অবস্থা আরও খারাপই হয়েছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদেই এ দিন স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বেড়াচাঁপা চৌমাথার কাছে টাকি রোডে বেঞ্চ পেতে রাস্তা অবরোধ করে, রাস্তায় ধানগাঠ পুঁতে ও গর্তের জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে সামিল হন ওই এলাকার মানুষও। স্থানীয় মানুষের অভিযোগ, রমজান মাস চলছে। তার উপর দু’দিন পরে জন্মাষ্টমী উৎসব। এই সময় বহু পূণ্যার্থী এই রাস্তা দিয়ে হেঁটে স্বরূপনগরের কচুয়ায় লোকনাথ মন্দিরে যান। তা ছাড়া সামনেই ইদের বাজার। কিন্তু বেহাল রাস্তার কারণে বাজারো লোক আসতে পারছে না। ক্ষতি হচ্ছে ব্যবসার। বিক্ষোভকারীদের পক্ষে প্রদীপ বন্দ্যোপাধ্যায়, তরুণকান্তি ঘোষ, চন্দন দত্ত বলেন, “রাস্তার যা অবস্থা তা বলার নয়। বহুদিন ধরে মেরামতির অভাবে এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রশাসনের কোনও গা নেই। এর প্রতিবাদেই আমাদের এই ভাবে বিক্ষোভ।” শুধু দেগঙ্গা এলাকাতেই নয়, বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার বহু রাস্তাই দীর্ঘদিন ধরে বেহাল। বর্তমানে টানা বৃষ্টিতে সে সব রাস্তার অবস্থা আরও খারপ হয়েছে। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে যেমন দুর্ঘটনা ঘটছে, তেমনই কারাপ হচ্ছে গাড়িও। যদিও মহকুমা প্রশাসনের তরফে বলা হয়েছে, বৃষ্টির কারণে পূর্ণাঙ্গ মেরামতি সম্ভব না হওয়ায় আপাতত ইট ফেলে মেরামতির কাজ হচ্ছে। |
|
|
|
|
|